যে স্টকটি গত ৫ বছরে, ৩৬,৯০০% রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের (শেয়ার বাজার খবর)।
510
এই স্টকটির (Stock) নাম কী?
এই শেয়ারটি হল ভারতের অন্যতম একটি রিয়েল এস্টেট সংস্থা হাজুর মাল্টি প্রোজেক্টস লিমিটেড (Hazoor Multi Projects Ltd)।
610
২০২৪-২৫ অর্থবছরে ৪০ কোটি টাকা নিট মুনাফা
রাস্তা নির্মাণ এবং রিয়েল এস্টেট ব্যবসায় যুক্ত এই কোম্পানিটি, ২০২৪-২৫ অর্থবর্ষে ৪০ কোটি টাকা নিট মুনাফা লাভ করেছে। যা গত বছরের তুলনায় প্রায় ৩৭% হ্রাস পেয়েছে। কারণ, গত বছর মুনাফা ছিল মোট ৬৪ কোটি টাকা (hazoor multi projects ltd share price)।
710
এদিকে ২০২৪-২৫ সালের মার্চ ত্রৈমাসিকে, সংস্থাটির মুনাফা ছিল ১৭ কোটি টাকা
যা বার্ষিক নিরিখে দেখতে গেলে, ৬৮.৫২% কম। যেখানে গত বছর, একই ত্রৈমাসিকে টাকার পরিমাণ ছিল ৫৪ কোটি টাকা (hazoor multi projects ltd share price target 2025)।
810
রকেট গতিতে উত্থান
গত ২০২০ সালের জুলাই মাসে, কোম্পানিটির শেয়ারের দাম ছিল ০.১২ টাকা। কিন্তু বর্তমানে এই শেয়ারটি প্রায় ৪৪.৫০ টাকায় পৌঁছে গেছে (share bazar khobor)। অর্থাৎ, আজ থেকে ঠিক ৫ বছর আগে যদি কেউ হাজুর মাল্টি প্রোজেক্টসের স্টকটিতে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তাহলে সেই সময় তিনি ৮.৩৩ লক্ষ টাকায় শেয়ারটি কিনতে পারতেন।
910
মূল্য বেড়ে দাঁড়াত ৩ কোটি ৭০ লক্ষ টাকা
কিন্তু এই শেয়ারগুলি যখন ৪৪ টাকা বাজার মূল্যের উপর ভিত্তি করে বিক্রি করা হত, তখন সেই মূল্য বেড়ে দাঁড়াত ৩ কোটি ৭০ লক্ষ টাকা (hazoor multi projects ltd share holding pattern)।
1010
অতএব, হাজুর মাল্টি প্রোজেক্টস বিনিয়োগকারীদের বিপুল রিটার্ন দিয়েছে
সেইসঙ্গে, মাল্টিব্যাগার স্টক হিসেবে বাজারে প্রমাণ করতে পেরেছে।
Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।