যে স্টকটি গত ৫ বছরে, ৮৮০০% এবং ১ বছরে ৪০% রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের (শেয়ার বাজার খবর)।
510
কার্যত, এই পেনি স্টকটি থেকে রিটার্ন এসেছে মোট ৬৪ হাজার শতাংশ
প্রসঙ্গত, এই শেয়ারটির দাম একসময় ছিল মাত্র ৪.২০ টাকা। কিন্তু যারা এটিতে লম্বা সময় ধরে বিনিয়োগ করেছিলেন, তারা কিন্তু আজ রীতিমতো কোটিপতি (ভারতীয় শেয়ার বাজার খবর today)।
610
এক লক্ষ টাকা বিনিয়োগ করে ছয় কোটি টাকা আয়?
এই স্টকটির নাম কী?
710
স্টকটির নাম হল আরআইআর পাওয়ার ইলেকট্রনিক্স লিমিটেড
তবে গত এক বছর ধরে, RIR Power Electronics Ltd-এর শেয়ারে ব্যাপক উত্থান-পতন দেখা গেছে। তবে দীর্ঘমেয়াদের নিরিখে দেখতে গেলে, এটি কিন্তু বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন দিয়েছে (share bazar ki khabar)।
810
মূলত, সেমিকন্ডাক্টর ডিভাইস এবং সেমিকন্ডাক্টর মডিউল তৈরি করে থাকে এই সংস্থাটি
যার স্টকের দাম এক বছরে ১০% কমে গেলেও, গত ৫ বছরে কিন্তু ৮৮০০% রিটার্ন দিয়েছে এই সংস্থাটি। শুধু তাই নয়, চলতি বছরেও ৪০% রিটার্ন এনে দিয়েছে RIR Power Electronics Ltd।
910
অর্থাৎ, ঠিক ৫ বছর আগে যদি কেউ এই স্টকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন,
তাহলে আজ তার মূল্য গিয়ে দাঁড়াত ৮৮ লক্ষ টাকারও বেশি (rir power electronics ltd stock price)।
1010
আজ থেকে ঠিক ১৯ বছর আগে, এই সংস্থাটির শেয়ারের দাম ছিল ৪.২০ টাকা
আর বর্তমানে এটির দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ২৬৯৪ টাকা। বলা চলে, শেয়ারটি বিনিয়োগকারীদের প্রায় ৬৪ হাজার শতাংশ রিটার্ন ফিরিয়ে দিয়েছে। তার মানে হল, আজ থেকে ঠিক ১৯ বছর আগে যদি কেউ এই শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তাহলে ৬ কোটি টাকারও বেশি রিটার্ন পেতেন সেই বিনিয়োগকারী।
Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।