Published : Jul 19, 2025, 02:44 PM ISTUpdated : Jul 19, 2025, 03:08 PM IST
Multibagger Stock Highest Return: আজ আমরা এমন একটি স্টক নিয়ে আলোচনা করব, যেটি গত পাঁচ বছরে ৮৮০০% রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের share market news live)।
স্টক মার্কেটে বিনিয়োগ করে আজকাল বহু মানুষ লাভবান হতে চান
আসলে শেয়ার বাজারে এমন একাধিক স্টক রয়েছে, যে স্টকগুলিতে বিনিয়োগ করে বিপুল পরিমাণ টাকা ঘরে তুলেছেন অনেকেই (multibagger stocks in 2025)। কার্যত, সেই অঙ্কটা কোটির ঘরে পৌঁছে গেছে।
215
লাভের মুখ দেখা সম্ভব
যদি সঠিক পদ্ধতি মেনে এবং নির্দিষ্ট পরিমাণে বিনিয়োগ করা যায়, তাহলে অবশ্যই লাভের মুখ দেখা সম্ভব বলেই মনে করেন বিশেষজ্ঞরা (share market investment tips)। সেক্ষেত্রে অবশ্যই দীর্ঘমেয়াদের বিষয়টিও যথেষ্ট গুরুত্বপূর্ণ।
315
এই স্টকগুলিকে বলা হয়, মাল্টিব্যাগার পেনি স্টক (multibagger penny stocks)
নির্দিষ্ট সময় ধরে এই ধরনের স্টকে বিনিয়োগ করতে পারলে, বিপুল পরিমাণ মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে (multibagger stocks for 2025 in india)।