Multibagger Stock Highest Return: পাঁচ বছরে ৮৮০০% রিটার্ন, শেয়ার বাজারে ঝড়! স্টক না কুবেরের খনি?

Published : Jul 19, 2025, 02:44 PM ISTUpdated : Jul 19, 2025, 03:08 PM IST

Multibagger Stock Highest Return: আজ আমরা এমন একটি স্টক নিয়ে আলোচনা করব, যেটি গত পাঁচ বছরে ৮৮০০% রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের share market news live)।

PREV
115
স্টক মার্কেটে বিনিয়োগ করে আজকাল বহু মানুষ লাভবান হতে চান

আসলে শেয়ার বাজারে এমন একাধিক স্টক রয়েছে, যে স্টকগুলিতে বিনিয়োগ করে বিপুল পরিমাণ টাকা ঘরে তুলেছেন অনেকেই (multibagger stocks in 2025)। কার্যত, সেই অঙ্কটা কোটির ঘরে পৌঁছে গেছে। 

215
লাভের মুখ দেখা সম্ভব

যদি সঠিক পদ্ধতি মেনে এবং নির্দিষ্ট পরিমাণে বিনিয়োগ করা যায়, তাহলে অবশ্যই লাভের মুখ দেখা সম্ভব বলেই মনে করেন বিশেষজ্ঞরা (share market investment tips)। সেক্ষেত্রে অবশ্যই দীর্ঘমেয়াদের বিষয়টিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। 

315
এই স্টকগুলিকে বলা হয়, মাল্টিব্যাগার পেনি স্টক (multibagger penny stocks)

নির্দিষ্ট সময় ধরে এই ধরনের স্টকে বিনিয়োগ করতে পারলে, বিপুল পরিমাণ মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে (multibagger stocks for 2025 in india)।

415
এইরকমই একটি স্টক নিয়ে আজ কথা হবে

এই স্টকটি গত পাঁচ বছরে, ৮৮০০% রিটার্ন দিয়েছে। 

515
এক বছরে ৪০% রিটার্ন?

শুধু তাই নয়, এক বছরে এই শেয়ারটি ৪০% রিটার্ন এনে দিয়েছে বিনিয়োগকারীদের (শেয়ার বাজার খবর)।

615
পরিসংখ্যান বলছে, এই পেনি স্টকটি থেকে মোট ৬৪,০০০% রিটার্ন এসেছে

উল্লেখ্য, একসময় এই শেয়ারটির দাম ছিল মাত্র ৪.২০ টাকা। 

715
লম্বা সময় ধরে বিনিয়োগ

তবে যারা এই স্টকটিতে লম্বা একটা সময় ধরে বিনিয়োগ করেছিলেন, তারা আজ রীতিমতো কোটিপতি হয়ে গেছেন (ভারতীয় শেয়ার বাজার খবর today)।

815
১ লক্ষ টাকা বিনিয়োগ করে ৬ কোটি টাকা আয়?

এই স্টকটির নাম কী জানেন?

915
স্টকটির নাম হল আরআইআর পাওয়ার ইলেকট্রনিক্স লিমিটেড

তবে এই কথা ঠিক যে, গত এক বছর ধরে RIR Power Electronics Ltd-এর শেয়ারে ব্যাপক উত্থান-পতন দেখা গেছে। 

1015
তবে দীর্ঘমেয়াদের নিরিখে বিচার করতে গেলে,

শেয়ারটি বিনিয়োগকারীদের বিরাট অঙ্কের রিটার্ন এনে দিয়েছে (share bazar ki khabar)।

1115
প্রধানত, সেমিকন্ডাক্টর ডিভাইস এবং সেমিকন্ডাক্টর মডিউল তৈরি করে থাকে এই সংস্থাটি

যদিও এই সংস্থার স্টকের দাম এক বছরে ১০% কমে গেছিল। 

1215
কিন্তু এই কথাও ঠিক যে, গত পাঁচ বছরে ৮৮০০% রিটার্ন দিয়েছে এই শেয়ারটি

শুধু তাই নয়, চলতি বছরেও ৪০% রিটার্ন দিয়েছে RIR Power Electronics Ltd।

1315
আজ থেকে ঠিক পাঁচ বছর আগে, যদি কেউ এই স্টকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন

তাহলে আজ সেই মূল্য গিয়ে দাঁড়াত ৮৮ লক্ষ টাকারও বেশি (rir power electronics ltd stock price)।

1415
আজ থেকে ঠিক ১৯ বছর আগে, এই শেয়ারটির দাম ছিল মাত্র ৪.২০ টাকা

কিন্তু বর্তমানে এটির দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ২৬৯৪ টাকা। অর্থাৎ, শেয়ারটি বিনিয়োগকারীদের প্রায় ৬৪,০০০% রিটার্ন ফিরিয়ে দিয়েছে। 

1515
১৯ বছর আগে যদি কেউ এই শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন?

আজ থেকে ঠিক ১৯ বছর আগে যদি কেউ এই শেয়ারটিতে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তাহলে সেই বিনিয়োগকারী ৬ কোটি টাকারও বেশি রিটার্ন পেতেন ।

Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories