সেগুলিকে বলা হয়, মাল্টিব্যাগার স্টক (multibagger stocks)
নির্দিষ্ট সময় ধরে এই ধরনের স্টকে বিনিয়োগ করতে পারলে, বিপুল পরিমাণ মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে (multibagger penny stocks for 2025 in india)।
513
এমনই একটি স্টক নিয়েই আজ আলোচনা করব
যে স্টকটি থেকে মাত্র ২ বছরেই লক্ষ লক্ষ টাকা রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা (multibagger stocks for 2025)।
613
স্টকটির নাম হল আয়ুষ ওয়েলনেস ( Aayush Wellness Ltd)
এই সংস্থার শেয়ার মাত্র এক বছরের মধ্যেই ৫৩৯.৬৭% রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের (multibagger stocks higher returns)।
713
সময় লেগেছে মাত্র ২ বছর
মাত্র ২ বছরের মধ্যেই এই স্টকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে রিটার্ন এসেছে মোট ৬৭ লক্ষ টাকা (aayush wellness limited share price target 2025)।
813
পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ৫০ গুণেরও বেশি রিটার্ন মিলেছে এই স্টকটি থেকে
অপরদিকে, গত ২ বছরের নিরিখে দেখতে গেলে আয়ুষ ওয়েলনেস লিমিটেডের স্টকটি থেকে রিটার্ন পাওয়া গেছে মোট ৫৬০০% (ayush wellness limited share price target 2025)।
913
২০% মুনাফা লাভ শুধু মে মাসে?
সেইসঙ্গে, গত মে মাসে মাত্র কয়েকদিনের মধ্যেই এই সংস্থাটির স্টক থেকে প্রায় ২০% মুনাফা লাভ করেছেন ইনভেস্টররা (multibagger stocks higher returns)।
1013
আয়ুষ ওয়েলনেস স্টকটির শেয়ারের দাম ক্রমশই বৃদ্ধি পেয়েছে
কিন্তু এটাও ঠিক যে, ২০২৫ সালের ২৬ মার্চ মাসে এই স্টকটির দাম একদিনেই প্রায় ৫৩.৯৩% কমে গেছিল (multibagger penny stocks for 2025)।
1113
তবে তারপর থেকেই আবার লাগাতার বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে