স্টকটির নাম হল আয়ুষ ওয়েলনেস ( Aayush Wellness Ltd)। এই সংস্থার স্টকটি মাত্র এক বছরের মধ্যেই ৫৩৯.৬৭% রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের (multibagger stocks higher returns)।
610
তাও মাত্র ২ বছরের মধ্যেই?
হ্যাঁ, মাত্র ২ বছরের মধ্যেই ১ লক্ষ টাকা বিনিয়োগ করে রিটার্ন এসেছে মোট ৬৭ লক্ষ টাকা (aayush wellness limited share price target 2025)। অর্থাৎ, প্রায় ৫০ গুণেরও বেশি রিটার্ন পাওয়া গেছে এই স্টকটি থেকে।
710
পরিসংখ্যান কী বলছে?
গত ২ বছরের নিরিখে আয়ুষ ওয়েলনেস স্টকটি থেকে রিটার্ন মিলেছে ৫৬০০%। সেইসঙ্গে, চলতি মে মাসে মাত্র কয়েকদিনের মধ্যেই এই সংস্থাটির স্টক থেকে প্রায় ২০% মুনাফা লাভ করেছেন বিনিয়োগকারীরা (multibagger stocks higher returns)।
810
দেখা যাচ্ছে, গত ৫৪ দিন যাবৎ, আয়ুষ ওয়েলনেস স্টকটির শেয়ারের দাম ক্রমশই বৃদ্ধি পেয়েছে
তবে ২০২৫ সালের ২৬ মার্চ, এই স্টকটির দাম একদিনেই প্রায় ৫৩.৯৩% কমে গেছিল (multibagger penny stocks for 2025)।
প্রায় প্রতিদিনই আপার সার্কিটে থেকেছে এই স্টকটি এবং এই সংস্থার স্টকে বিনিয়োগ করে ব্যাপক মুনাফা লাভ করেছেন বিনিয়োগকারীরা।
1010
গত ১৯৮৪ সালে, আয়ুষ ওয়েলনেস সংস্থাটি স্থাপিত হয়েছিল
তারপর ২০২৪ সালের অগাস্ট মাসে, সংস্থাটির শেয়ার ১:১০ অনুপাতে স্প্লিট করা হয়েছিল। গত বছর, এই সংস্থাটি আয়ুষ ফুড অ্যান্ড হার্বস লিমিটেড থেকে নাম বদলে হয় আয়ুষ ওয়েলনেস লিমিটেড।
Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।