Multibagger Stock Highest Return: এও কি সম্ভব? ১০ হাজার বিনিয়োগ করে হাতে ৩৪ লাখের রিটার্ন! মালামাল বিনিয়োগকারীরা

Published : Jun 10, 2025, 05:12 PM ISTUpdated : Jun 11, 2025, 12:18 AM IST

Multibagger Stock Highest Return:  শেয়ার বাজারে আজকাল প্রচুর মানুষ বিনিয়োগ করে থাকেন (share market investment)।

PREV
113
স্টক মার্কেটে বিনিয়োগ করে প্রত্যেকে লাভবান হতে চান

এবার তাদের জন্যই চলে এল মেগা আপডেট (stock market news)।

213
সঠিক পদ্ধতি মেনে এবং উপযুক্ত গবেষণা করে বিনিয়োগ করতে পারলে

অবশ্যই লাভের মুখ দেখা সম্ভব বলেই মত বিশেষজ্ঞদের (share market investment tips)।

413
সেগুলিকে বলা হয়, মাল্টিব্যাগার স্টক (multibagger stocks)

নির্দিষ্ট সময় ধরে এই ধরনের স্টকে বিনিয়োগ করতে পারলে, বিপুল পরিমাণ মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে (multibagger stocks for 2025 in india)।

513
এমনই একটি স্টক নিয়েই আজ আলোচনা করব

যে স্টকটি থেকে লক্ষ লক্ষ টাকা রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা (multibagger stocks for 2025)।

613
রিটার্ন এসেছে ৩৪ লক্ষ টাকা

এই স্টকটিতে মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগ করে রিটার্ন মিলেছে মোট ৩৪ লক্ষ টাকা। কোন স্টক এটি (multibagger stocks for 2025)?

713
সংস্থাটির নাম হল শ্রী অধিকারী ব্রাদার্স টেলিভিশন নেটওয়ার্ক

মাত্র ২ বছরে ১.৫৬ পয়সা থেকে ৫৪০ টাকায় উঠে গেছে এই Sri Adhikari Brothers Television Network Limited-এর স্টকের দাম। 

813
গত ৭ জুন, এই স্টকের দাম পৌঁছে যায় ৫৩৯.৫০ টাকায়

যদি কেউ ২০২৩ সালের ৫ জুন, এই স্টকে ১০ হাজার টাকা বিনিয়োগ করতেন, তাহলে আজ এই স্টকটির মূল্য বেড়ে দাঁড়াত ৩৪ লাখ টাকারও বেশি (sri adhikari brothers television network limited share price)। 

913
সর্বোচ্চ স্তর ছুঁয়ে ফেলেছিল

সবথেকে বড় বিষয়, ২০২৪ সালের ডিসেম্বর মাসে এই স্টকের দাম গত ৫২ সপ্তাহের মধ্যে সর্বাধিক স্তরে পৌঁছে গেছিল। তা হল ২১৯৭.৭০ টাকা।

1013
ঠিক কী ব্যবসা করে এই সংস্থাটি?

শ্রী অধিকারী ব্রাদার্স টেলিভিশন নেটওয়ার্ক সংস্থা মূলত টেলিভিশন সম্প্রচার এবং সফটওয়্যার উৎপাদনের ক্ষেত্রের উপরেই কাজ করে থাকে। এই কোম্পানিটির বর্তমান মার্কেট ক্যাপ ১৩৬৮.৮৮ কোটি টাকা (sri adhikari brothers television network limited ipo details)।

1113
দুরন্ত গ্রোথ দেখা গেছে এই স্টকে

এক বছরে এই স্টকটি থেকে রিটার্ন এসেছে ১৯৫% এবং দুই বছরের রিটার্ন ৩২,৯৮৮%। 

1213
অন্যদিকে, তিন বছরের রিটার্ন ৩৪,৯৩২%

এই সংস্থার তরফ থেকে সম্প্রতি জানানো হয়েছে, তাদের রেজোলিউশন পরিকল্পনা NCLT মুম্বই বেঞ্চ কর্তৃক পাশ করানো হয়েছে এবং চলতি বছরের গত ২৭ মে, সেটির সফলভাবে বাস্তুবায়ন ঘটেছে।

1313
অর্থাৎ, নির্ধারিত সময়ের এক বছর আগেই এই অনুমোদন পাওয়া গেছে

এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত সংস্থাগুলি কী কী?

Sab Events & Governance Now Media Limited

Marvel Media Private Limited

Ravi Adhikari

Kailasnath Adhikari

Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories