110

Mutual Fund Investment: এই কয়েকদিনে বিরাট ক্ষতির মুখে পড়েছেন লগ্নিকারীরা
কিন্তু তারপরেও বন্ধ হয়ে যায়নি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ।
210
উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাসে মিউচুয়াল ফান্ডের এইউএম কমে গেছিল ৫ লক্ষ কোটি টাকা
তারপর আর কখনওই এর সূচককে এতটা নিম্নমুখী হতে দেখা যায়নি।
310
তবে এই বছর সংশ্লিষ্ট ফান্ডগুলির এইউএম নামতে থাকায় যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন আর্থিক বিশ্লেষকরা
অ্যাম্পির দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মিউচুয়াল ফান্ডে মাত্র ৪০ হাজার ৬৩ কোটি টাকার বিনিয়োগ এসেছে।
410
এদিকে গত জানুয়ারি মাসে সেই পরিমাণ ছিল ১.৮৮ লক্ষ কোটি টাকা
অর্থাৎ, এই বছর এক মাসের ব্যবধানে মিউচুয়াল ফান্ডে লগ্নি কমেছে প্রায় ১.৪৭ লক্ষ কোটি টাকা।
510
যেখানে ফেব্রুয়ারিতে এই ফান্ডগুলির এইউএম কমেছে প্রায় ৭ শতাংশ
ফলে, সেটি ৬৪.৫৩ লক্ষ কোটি টাকাতে নেমে এসেছে।
610
এখন জানুয়ারি মাসে মিউচুয়াল ফান্ডে এইউএমের অঙ্ক ৬৭.২৫ লক্ষ কোটি টাকায় পৌঁছে গেছিল
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে লগ্নি এসেছে মোট ২৯ হাজার ৩০৩ কোটি টাকা।
710
কিন্তু জানুয়ারির তুলনায় এই খাতে বিনিয়োগ কমেছে প্রায় ২৬.১%
কারণ, ২০২৫ সালের প্রথম মাসে ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে লগ্নির পরিমাণ ছিল ৩৯,৬৮৭ কোটি টাকা।
810
আর জানুয়ারি মাসে ইক্যুইটি মিউচুয়াল ফান্ডের সর্বাধিক অর্থ আবার বিনিয়োগ করা হয়েছে দুটি ফান্ডে
সেট্রোরাল এবং থিম্যাটিক ফান্ডে। তার অঙ্ক প্রায় ৯ হাজার কোটি টাকা বলে জানিয়েছে অ্যাম্ফি।
910
প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসে ইক্যুইটি মিউচুয়াল ফান্ডগুলি জানুয়ারি মাসের ধারাই বজায় রেখেছে
অর্থাৎ, গত মাসেও সেট্রোরাল এবং থিম্যাটিক ফান্ডেই সবথেকে বেশি লগ্নি করেছেন বিনিয়োগকারীরা।
1010
যদিও বর্তমানে বাজার বেশ নিম্নমুখী থাকায় কম টাকায় বেশি পরিমাণে মিউচুয়াল ফান্ড কেনার সুযোগ থাকছে
আর তাই লাগাতার লগ্নি চালু রয়েছে এখনও। তবে লোকসান ঠেকাতে বিনিয়োগকারীদের সতর্ক করার কাজ চালিয়ে যাচ্ছে অ্যাম্ফি।
Disclaimer: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ একটি বাজারগত ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই অবশ্যই বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।