ফিরছে নস্ট্যালজিয়া, ফের ১০ টাকায় মোবাইল ফোন নাম্বার রিচার্জ করা যাবে!

গত কয়েক বছরে ভারতে মোবাইল ফোন ব্যবহারের খরচ অনেক বেড়ে গিয়েছে। বিশেষ করে প্রিপেইড মোবাইল যাঁরা ব্যবহার করেন, তাঁদের খরচ অনেক বেড়ে গিয়েছে। ফলে অনেকেই সমস্যায় পড়েছেন।

Soumya Gangully | Published : Jan 5, 2025 3:32 PM
115
১০ টাকায় মোবাইল ফোন রিচার্জের সুযোগ ফের পাওয়া যাচ্ছে, ছোটবেলার কথা মনে পড়ে যেতে পারে

একসময় প্রিপেইড মোবাইল নাম্বার রিচার্জের জন্য বেশিরভাগ মানুষ ১০ টাকার কার্ডের উপর নির্ভর করতেন। কার্ড স্ক্র্যাচ করে নির্দিষ্ট নাম্বারে ডায়াল করে ফোন রিচার্জ করা যেত। এবার সেই ১০ টাকার রিচার্জের নস্ট্যালজিয়া ফিরছে।

215
মোবাইল ফোন ব্যবহারকারীদের বাড়তি খরচ কমানোর জন্য উদ্যোগ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার

বর্তমান সময়ে অনেকেই একাধিক মোবাইল নাম্বার ব্যবহার করেন। ফলে এই খাতে খরচ অনেক বেড়ে গিয়েছে। তাঁদেরই সুরাহা দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া।

315
যাঁরা দু'টি সিমে সমান অঙ্কের রিচার্জ করেন না, তাঁদের সুবিধা হতে চলেছে

অনেকেই একটি সিমে আনলিমিটেড কল ও ডেটা রিচার্জ করেন এবং অন্য সিমে ন্যূনতম রিচার্জ করেন। তাঁদের জন্যই বিশেষ ব্যবস্থা করছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া।

415
টেলিকম গ্রাহক সুরক্ষার দ্বাদশ সংশোধন প্রবিধান প্রকাশ করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া

টেলিকম গ্রাহক সুরক্ষার দ্বাদশ সংশোধন প্রবিধান প্রকাশ করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন রয়েছে। যার মধ্যে আসছে ১০ টাকার রিচার্জ প্ল্যান।

515
নতুন নিয়মে ১০ টাকার রিচার্জ প্ল্যান বহু মোবাইল ফোন ব্যবহারকারীকে স্বস্তি দেবে

১০ টাকার রিচার্জ প্ল্যান অনেক মোবাইল ফোন ব্যবহারকারীর কাছেই স্বস্তিজনক হতে চলেছে।

615
যাঁরা একাধিক সিম ব্যবহার করেন, তাঁদের জন্য আসছে শুধু ভয়েস প্ল্যান

এখন বেশিরভাগ মানুষই এসএমএস সার্ভিসের উপর নির্ভর করেন না। হোয়াটসঅ্যাপেই কাজ হয়ে যায়। ফলে শুধু ভয়েস প্ল্যান চালু হলে সুবিধা হবে।

715
ভয়েস, এসএমএস ও ডেটা রিচার্জ প্ল্যান আলাদা হলে বহু মানুষের সুবিধা হবে

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার নির্দেশ অনুযায়ী ভয়েস, এসএমএস ও ডেটা রিচার্জ প্ল্যান চালু করা হলে সবারই সুবিধা হবে।

815
আলাদা প্ল্যানের জন্য বিশেষ ট্যারিফ ভাউচার চালু করা বাধ্যতামূলক করছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে, বিভিন্ন আলাদা রিচার্জ প্ল্যানের জন্য বিশেষ ট্যারিফ ভাউচার চালু করতে হবে।

915
যাঁরা ফিচার ফোন ব্যবহার করেন, নতুন রিচার্জ প্ল্যানে তাঁদের সুবিধা হবে

এখনও অনেকেই টুজি বা ফিচার ফোন ব্যবহার করেন। রিচার্জের খরচ কমলে তাঁদের আর বাড়তি খরচ করতে হবে।

1015
ঠিক যে পরিষেবা প্রয়োজন, সেই অনুযায়ী রিচার্জের ব্যবস্থা করছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া

অনেকেরই ডেটা, এসএমএস ও ভয়েসের প্রদত্ত সুবিধা কাজে লাগে না। নতুন রিচার্জ প্ল্যানের ফলে তাঁদের সুবিধা হবে।

1115
এসটিভি ৯০ দিনের বদলে ৩৬৫ দিন করার নির্দেশ দিয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া নির্দেশ দিয়েছে, এসটিভি ৯০ দিনের বদলে ৩৬৫ দিন করতে হবে। ফলে বহু মানুষের সুবিধা হতে চলেছে।

1215
যাঁদের ডেটা রিচার্জ করার দরকার নেই, তাঁদের বাধ্য করতে পারবে না কোনও সংস্থা

এতদিন মোবাইল রিচার্জ করার সময় সামান্য হলেও ডেটা রিচার্জ করতেই হত। রিচার্জ প্ল্যানের মধ্যেই ডেটা থাকত। যা বেশিরভাগ সময়ই নষ্ট হত। এবার প্রয়োজন না হলে ডেটা প্ল্যান রিচার্জ করতে হবে না।

1315
ন্যূনতম ১০ টাকা রিচার্জের পর অন্য যে কোনও প্ল্যান বেছে নেওয়া যাবে

মোবাইল ফোন ব্যবহার করার জন্য অন্তত ১০ টাকা রিচার্জ করতেই হবে। তারপর প্রয়োজন অনুযায়ী অন্য কোনও প্ল্যান বেছে নেওয়া যাবে।

1415
ভারতে সব মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাই নতুন নির্দেশ মানতে বাধ্য

সব মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার নির্দেশ অনুযায়ী কাজ করতে বাধ্য।

1515
নতুন মোবাইল রিচার্জ প্ল্যান চালু হলে পোর্টের প্রবণতা কমে যেতে পারে

বিএসএনএল-এর রিচার্জ প্ল্যানের খরচ কম হওয়ায় অনেকেই অন্য সংস্থা থেকে বিএসএনএল-এ মোবাইল নাম্বার পোর্ট করে নিয়েছেন। তবে এবার এই প্রবণতা কমতে পারে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos