ব্যবসায়ীদের জন্য আর্থিক লেনদেনে কোনও সমস্যা হবে না। জিনিস কেনার সময়, দোকানে টাকার লেনদেন, বন্ধুদের টাকা পাঠানো, বিল পরিশোধ ইত্যাদি পরিষেবা যেইরকম ভাবে চলছে, সেইরকমই চলবে। শুধুমাত্র রিপিটেটিভ অর্থ লেনদেনের ক্ষেত্রেই এই পরিবর্তনগুলি কার্যকর করা হবে। ইউটিউব প্রিমিয়াম, গুগল ওয়ান স্টোরেজের মতো সাবস্ক্রিপশন পরিষেবার জন্য পেটিএম ইউপিআই-এর মাধ্যমে মাসিক অর্থ প্রদানকারীদের ক্ষেত্রে এই পরিবর্তন প্রযোজ্য বলে জানিয়েছে সংস্থা।