বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড় পতন, দেশীয় বাজারে কি প্রভাব পড়ল? জেনে নিন হোলির দিন দেশজুড়ে কতয় বিকোচ্ছে জ্বালানি

Published : Mar 08, 2023, 10:17 AM IST
petrol price

সংক্ষিপ্ত

আজ কলকাতা-সহ দেশের অন্যন্য শহরে কতয় বিকোচ্ছে জ্বালানি? দেখে নেওয়া যাক।

বিশ্ববাজারে ফের কমল অপরিশোধিত তেলের দাম। এর আগেও একাধিকবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে ওঠা নামা এলেও দেশীয় বাজারে তাঁর বিশেষ প্রভাব পড়েনি। আজ ৮ মার্চ ২০২৩ তারিখে ফের বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বড় পতন। তবে এইবার দেশীয় বাজারে তার প্রভাব পড়ল কি না তাই দেখার। ভারতে পেট্রল-ডিজেলের দাম বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের উপর নির্ভর করে। তবে শেষ কয়েক মাসে বিশ্ববাজারে দামের পরিবর্তন দেশীয় বাজারে বিশেষ প্রভাব ফেলেনি। তবে কি এইবার পরিবর্তন এল পেট্রল-ডিজেলের দামে? হলির দিল দেশজুড়ে কতয় বিকোচ্ছে জ্বালানি? দেখে নেওয়া যাক।

হলির দিনেও অপরিবর্তিত পেট্রল ডিজেলের দাম। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে পরিবর্তন এলেও দেশীয় বাজারে এবারও তার প্রভাব পড়েনি। আজ কলকাতা-সহ দেশের অন্যন্য শহরে কতয় বিকোচ্ছে জ্বালানি? দেখে নেওয়া যাক।

পেট্রলে প্রতি লিটার ৮ টাকা এবং ডিজেলে প্রতি লিটার ৬ টাকা করে আবগারি শুল্ক কমানো হয়। যার ফলে কমেছিল পেট্রল ডিজেলের দামও। দীর্ঘদিন ধরে দেশের মেট্রো শহরগুলিতে একই দামে বিকোচ্ছে জ্বালানি। আজ দেশের চার মহানগরীতে কত দামে বিকোচ্ছে পেট্রল-ডিজেল? কলকাতা, দিল্লি, মুম্বই এবং চেন্নাই, এই চার মেট্রো সিটিতেই অপরিবর্তীত জ্বালানির দাম। কলকাতায় পেট্রল বিকোচ্ছে ১০৬.০৩ টাকায়। ডিজেলের দাম ৯২.৭৬ টাকা। মুম্বইতে পেট্রল ১০৬.৩১ টাকা, ডিজেলের দাম ৯৪.২৭ টাকা। চেন্নাইয়ে পেট্রলের দাম ১০২.৭৪ টাকা, ডিজেলের দাম ৯৪.৩৩ টাকা।

আজ কোন শহরে কত হল পেট্রল-ডিজেলের দাম?

  • দিল্লি - লিটার প্রতি পেট্রল ৯৬.৭২টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা।
  • মুম্বই - লিটার প্রতি পেট্রল ১০৬.৩১টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা।
  • চেন্নাই - লিটার প্রতি পেট্রল ১০২.৬৫ টাকা, ডিজেল ৯৪.২৫টাকা।
  • কলকাতা - লিটার প্রতি পেট্রল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭২ টাকা।
  • দেশের অন্যান্য শহরে কত হল পেট্রল-ডিজেলের দাম?

দেশের অন্যান্য বড় শহরগুলিতেও জ্বালানির দামে বিশেষ পরিবর্তন দেখা গেল না। ব্যাঙ্গালুরুতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০১.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৮৯ টাকা। নাগপুরে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৭.০৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৮৯ টাকা। জয়পুরে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৮. ৪৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৩.৭২ টাকা। জয়পুরে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৮. ৪৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৩.৭২ টাকা।এলাহবাদে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৬৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯. ৮৫ টাকা।

আরও পড়ুন - 

বিয়ের মরশুমে চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম, জেনে নিন ১০ গ্রামের কলকাতার দর

৫০০ টাকারও কম ইনভেস্ট করে হতে পারেন কোটিপতি, সরকারি স্কিমেই মিলবে আকর্ষণীয় সুযোগ

কমেছে অপরিশোধিত তেলের দাম, তাহলে দাম কমল কলকাতাতেও? জেনে নিন রবিবার কত হল পেট্রল-ডিজেলের দর

PREV
click me!

Recommended Stories

সিনিয়র সিটিজেনদের জন্য বড় খবর, ফিক্সড ডিপোজিটে মিলছে ৮.৮৫ শতাংশ পর্যন্ত রিটার্ন
ব্র্যান্ডেড ডিমে লুকিয়ে ক্যান্সারের ঝুঁকি? নয়া এই রিপোর্ট ঘিরে বাড়ছে উদ্বেগ