PhonePe-এ মাত্র ৫৯ টাকায় ডেঙ্গু ও ম্যালেরিয়ার বীমা! কী করে করবেন এটি

PhonePe মাত্র ৫৯ টাকায় ডেঙ্গু, ম্যালেরিয়া সহ মশা-বাহিত রোগের জন্য বীমা চালু করেছে। 

সাধারণত বর্ষাকালে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগ বেশি দেখা যায়। চিকিৎসার খরচও অনেক বেশি। জ্বর হলেই নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করাতে হয়। এটা কি সবার পক্ষে সম্ভব? উত্তর হল, না। 

চিকিৎসার খরচ আমাদের আশানুরূপ নয়। সরকারি হাসপাতালেই কেবল বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়। বেসরকারি হাসপাতালে গেলে আমাদেরই সব খরচ বহন করতে হয়। এজন্যই এখন বিভিন্ন কোম্পানি বীমা পলিসি নিয়ে এসেছে। এই পলিসি সম্পর্কে অনেকেরই সচেতনতা নেই। 

Latest Videos

স্বাস্থ্য বীমা পলিসি:
কোন বীমা পলিসিতে যোগ দিলে কী সুবিধা পাওয়া যাবে তা অনেকেই জানেন না। বছরে একবার প্রিমিয়াম দিতে হয় বলে অনেকেই এই পলিসিতে যোগ দেন না। কিন্তু, কম প্রিমিয়ামের বীমা পলিসিও এখন পাওয়া যায়। উদাহরণস্বরূপ, অনেক বীমা পলিসিতেই জ্বর, ডেঙ্গু, ম্যালেরিয়ার জন্য স্বাস্থ্যবীমা পাওয়া যায় না। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলে তবেই বীমা পাওয়া যায়।

ফোনপে (PhonePe) বীমা পলিসি:
এজন্যই এসেছে ফোনপে (PhonePe)-এর বীমা পলিসি। বছরে মাত্র ৫৯ টাকায় PhonePe বীমা পলিসি চালু করেছে। PhonePe বীমা পলিসিটি বিশেষভাবে ম্যালেরিয়া, ডেঙ্গু জ্বরের জন্য তৈরি। এই বীমা পলিসিতে এক লক্ষ টাকা পর্যন্ত বীমা পাওয়া যাবে। এছাড়াও মশা-বাহিত সব রোগের জন্যই এই বীমা প্রযোজ্য। এটি টায়ার-২, টায়ার-৩ শহরের বাসিন্দাদের জন্য খুবই উপযোগী।

কতদিনের জন্য ফোনপে বীমা প্রযোজ্য:
এই PhonePe বীমা পলিসির আওতায় ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া, জাপানিজ এনকেফালাইটিস, সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, টাইফয়েড, যক্ষ্মা ইত্যাদি রোগের জন্য বীমা পাওয়া যাবে। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা, মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা, আইসিইউতে চিকিৎসা ইত্যাদি সবই এর অন্তর্ভুক্ত। এটি শুধু বর্ষাকালেই পাওয়া যায় এমন বীমা পলিসি নয় বলে PhonePe নিশ্চিত করেছে। PhonePe ব্যবহারকারীরা যেকোনো সময় এই বীমা পলিসিতে যোগ দিতে পারবেন। 

যাদের ইতিমধ্যেই কর্পোরেট হেলথ ইন্স্যুরেন্স আছে তারাও মশা-বাহিত রোগের বিরুদ্ধে অতিরিক্ত সুরক্ষার জন্য এই পলিসিটি নিতে পারেন। 

কীভাবে এই পলিসিতে যোগ দেবেন:
PhonePe বীমা পলিসি: 
আপনার স্মার্টফোনে PhonePe অ্যাপটি খুলুন।

'বীমা' বিভাগে যান:
হোম স্ক্রিন থেকে, মেনুতে থাকা "বীমা" বিভাগে যান।

'ডেঙ্গু এবং ম্যালেরিয়া' নির্বাচন করুন:
"ডেঙ্গু এবং ম্যালেরিয়া" বীমা অপশনটি খুঁজে ক্লিক করুন।

পলিসির বিবরণ পর্যালোচনা করুন:
কভারেজের বিবরণ, বীমার পরিমাণ এবং প্রিমিয়ামের বিবরণ পরীক্ষা করুন। 

পলিসি গ্রহীতার তথ্য:
পলিসি গ্রহীতার নাম, যোগাযোগের তথ্য পূরণ করুন।

প্রিমিয়াম প্রদান করুন: 
আপনার পছন্দের পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে প্রিমিয়াম প্রদান করুন। 

নিশ্চিতকরণ:
প্রিমিয়াম প্রদানের পর, আপনি তাৎক্ষণিকভাবে নিশ্চিতকরণ পাবেন। 

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
সম্পত্তির দ্বন্দ্বে ভয়ংকর পরিণতি! তীব্র উত্তেজনা Paschim Medinipur-এ | North 24 Parganas News Today