দারুণ খবর! স্বপ্নের বাড়ি তৈরিতে এবার সরকার সাহায্য করবে এই ব্যক্তিদেরও, আবাস যোজনায় বড় পরিবর্তন

কেন্দ্রীয় সরকার আবাস যোজনায় বড় পরিবর্তন আনছে। দরিদ্রদের বাড়ি তৈরির জন্য ২.৫ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে। আবাস প্লাস ২০২৪ অ্যাপের মাধ্যমে ঘরে বসেই আবেদন করা যাবে।
Deblina Dey | Published : Jan 11, 2025 1:15 PM / Updated: Jan 11 2025, 01:48 PM IST
19

আবাস যোজনায় সরকারি সাহায্যে বাড়ি তৈরির ক্ষেত্রে সাহায্য করছে কেন্দ্রীয় সরকার। তবে এবার এই প্রকল্পে বড়সড় পরিবর্তন আনতে চলেছে মোদী সরকার।

29

ছোট হোক বা বড় আপনার নিজের বাড়ি তৈরির জন্য সরকারের তরফ থেকে ২.৫ লক্ষ টাকা সরকারি সাহায্য দেওয়া হবে যাতে দরিদ্ররা নিজেদের বাড়ি তৈরি করতে পারি। 

39

এর আগে পর্যন্ত এই প্রকল্পে অফলাইনে আবেদন করতে হত, কিন্তু এখন আবাস যোজনার জন্য একটি অ্যাপ চালু করা হয়েছে। 

49

এই অ্যাপের সাহায্যে আপনি সরাসরি ঘরে বসেই এই প্রকল্পে আপনার নাম নথিভুক্ত করাতে পারবেন।

59

এই অ্যাপের নাম আবাস প্লাস ২০২৪। প্লে-স্টোর থেকে সরাসরি এই অ্যাপ ডাইনলোড করে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন।

69

এই অ্যাপের মাধ্যমে এই প্রকল্পের বিষয়ে যাবতীয় তথ্যও পেয়ে যাবেন। 

79

আবাস যোজনায় টাকা পেতে অ্যাপের সাহায্যে আবেদন করুন, এরপর আধিকারিকরা নথি যাচাইয় করে জানাবেন আপনি এই প্রকল্পের জন্য আপনি যোগ্য কিনা তা যাচাই করে তারপর টাকা পাঠাবেন।

89

যাদের মাসিক আয় ১০ হাজারের কম তারাই এই প্রকল্পের জন্য যোগ্য। 

99

তবে বর্তমানে এই প্রকল্প ১৫ হাজার টাকা মাসিক আয় যাদের তাদেরও এই প্রকল্পের অধীনে যোগ্য বলে মনে করা হবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos