PM Vishwakarma Yojana স্কিমে রোজ পাবেন ৫০০ টাকা করে! আবার মিলবে ব্যবসার জন্য লোন?

দেশের মানুষের সাহায্যার্থে একাধিক প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। 

বেশিরভাগ সরকারি প্রকল্প থেকে লাভবান হয়েছেন দেশের গরীব এবং প্রান্তিক মানুষরা। গত বছরই কেন্দ্রীয় সরকার শুরু করেছিল প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma Yojana)। এই প্রকল্পের অধীনে মোট ১৮টি ঐতিহ্যবাহী ব্যবসার সঙ্গে জড়িত মানুষ সুযোগ সুবিধা পেয়ে থাকেন।

এই ব্যক্তিদের সরকারের তরফ থেকে ভোকেশনাল ট্রেনিং দেওয়া হয়। সেইসঙ্গে, প্রশিক্ষণের সময় দৈনিক হাত খরচের জন্য একটি বৃত্তিও দেওয়া হয়ে থাকে। আর এই প্রশিক্ষণের (PM Vishwakarma Yojana) পর, এককালীন টাকাও দেওয়া হয়। শুধু তাই নয়, এই প্রশিক্ষণরত ব্যক্তিদের নিজেদের ব্যবসা বৃদ্ধি করতে প্রশিক্ষণের শেষে কোনো কো-ল্যাটারাল ছাড়াই লোন দেওয়ার বন্দোবস্ত রয়েছে।

Latest Videos

কিন্তু কীভাবে এই যোজনায় নাম নথিভুক্ত করা যাবে ? আর কী এই বিশ্বকর্মা যোজনা? গত ২০২৩ সালে, কেন্দ্রীয় সরকার এই প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma Yojana) স্কিমটি চালু করে। এই যোজনার পুরো নাম প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কৌশল সম্মান যোজনা। যা মূলত ১৮টি ঐতিহ্যবাহী ব্যবসায়িক কর্মকান্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা দিয়ে থাকে।

কারণ, তাদের ব্যবসা আরও বিস্তৃত করার জন্যই এই আর্থিক সহায়তা। তবে শুধু আর্থিক সহায়তা নয়, ব্যবসায়ীদের যথাযথ প্রশিক্ষণও দেওয়া হয় এই যোজনার মাধ্যমে। আর এই যোজনার অধীনে প্রতিদিন ৫০০ টাকা করে বৃত্তি দেওয়া হয় প্রতিটি ব্যক্তিকে। তারপর প্রশিক্ষণ শেষে, টুলকিট কেনার জন্য দেওয়া হয়ে থাকে ১৫ হাজার টাকা করে।

এছাড়া কোনো গ্যারান্টি বা কো-ল্যাটারাল ছাড়াই ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয় অনেক কম সুদের হারে। সাধারণত অস্ত্র নির্মাতা, স্বর্ণশিল্পী, পুতুল-খেলনা নির্মাতা, মালাকার, কেশসজ্জাশিল্পী, মুচি, কামার, কুমোর, মাছ ধরার জাল প্রস্তুতকারী, নৌকা নির্মাণকারী, তালা প্রস্তুতকারক, রাজমিস্ত্রি এবং সেলাইকারক প্রমুখ পেশার সঙ্গে যুক্ত মানুষরা এই যোজনার অধীনে নাম নথিভুক্ত করাতে পারেন।

এই যোজনায় আবেদন করার জন্য আপনাকে অনলাইনে একটি ওয়েবসাইটে এতে হবে। সেটি হল pmvishwakarma.gov.in। এখানে সমস্ত তথ্য দিয়ে আবেদন করতে পারবেন আপনি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'সরকারি কর্মচারীদের বেতন বন্ধের দিকে এগোচ্ছে মমতা' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর | Suvendu on Mamata
'BSF রেডি! মোল্লা ইউনূস BGB-কে উস্কানি দিচ্ছে' চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari | Bangladesh
Cinderella-র অবতারে নজর কাড়লেন Uorfi Javed! দেখুন #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
‘India ফুঁ দিলে Bangladesh উড়ে যাবে’ Muhammad Yunus-কে চরম হুঁশিয়ারি Agnimitra Paul-এর, দেখুন
'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর | Adhir on Mamata