
RBI Repo Rate: রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুদ্রানীতি কমিটির সিদ্ধান্তেই পড়ল সিলমোহর (rbi repo rate)। রেপো রেটের ক্ষেত্রে কোনওরকম পরিবর্তন আনল না রিজার্ভ ব্যাঙ্ক। অর্থাৎ, অপরিবর্তিত থাকছে রেপো রেট (rbi news today)।
৬ অগস্ট, বুধবার রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়ে দিয়েছেন, রেপো রেট অপরিবর্তিতই থাকছে। এর ফলে, আরবিআই-এর রেপো রেট থাকল ৫.৫০%। এদিকে এই রেপো রেট ঘোষণার পাশাপাশি মুদ্রানীতি কমিটি চলতি অর্থবর্ষে দেশের মুদ্রাস্ফীতির হার এবং জিডিপি গ্রোথেরও পূর্বাভাস দিয়ে রেখেছে।
প্রসঙ্গত, ৪-৬ অগাস্ট পর্যন্ত চলেছে রিজ়ার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটি (MPC)-র গুরুত্বপূর্ণ বৈঠক। সেই বৈঠকের পরেই, সাংবাদিক সম্মেলনে আরবিআই-এর গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, “রেপো রেট সংক্রান্ত নীতি নির্ধারণ করার জন্য তিনদিন ধরে চলেছে রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির বৈঠক। ম্যাক্রোইকোনমিক পরিস্থিতি এবং ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট সংক্রান্ত পর্যালোচনার পর, মুদ্রানীতি কমিটি রেপো রেটকে অপরিবর্তিত রেখেছে। অর্থাৎ, তা থাকছে ৫.৫%-তে। সেইসঙ্গে, স্ট্যান্ডিং ডিপোজ়িট ফেসিলিটি রেট ৫.২৫% রাখা হয়েছে। সেটিও অপরিবর্তিত থাকছে। এই বিষয়ে, এমপিসি আদতে নিউট্রাল স্ট্যান্স নিয়েছে।"
অগাস্ট মাসেও রেপো রেট না কমালেও, ২০২৫ সালে মোট তিনটি ধাপে ১০০ বেসিস পয়েন্ট বা ১% রেপো রেট কমিয়ে দিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে, রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। এর ফলে, ৬.৫০% থেকে রেপো রেট নেমে এসেছে ৬.২৫ শতাংশতে।
তার জেরে রেপো রেট নেমে গেছিল ৬ শতাংশতে। এদিকে জুন মাসে, এক ধাক্কায় ৫০ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত নেয় এমপিসি। তারপর থেকেই রেপো রেট ৫.৫০%-তে নেমে এসেছে। অগাস্ট মাসেও রেপো রেটের এই হারই বহাল থাকবে বলে জানিয়ে দিয়েছে আরবিআই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।