একই নামে দুটো ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে নাকি আপনার? কেটে নেওয়া হবে ১০ হাজার টাকা!

Published : May 01, 2025, 11:09 AM IST

একই নামে একাধিক অ্যাকাউন্ট থাকলেই এবার সর্বনাশ! কড়া নিয়ম জারি হয়ে গেল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে একাধিক অ্যাকাউন্ট রাখলেই দিতে হবে মোটা টাকা জরিমানা। মে মাস থেকেই কী লাগু হবে এই নিয়ম? কাদের সতর্ক হতে হবে?

PREV
110

কড়া নিয়ম জারি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার

210

মে থেকেই জারি হতে পারে নিয়ম

410

ঠিক কী নিয়ম এনেছে রিজার্ভ ব্যাঙ্ক? RBI বলেছে এক ব্যক্তির নামে যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে সমস্যা হতে পারে।

510

অর্থাৎ একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে দিতে হবে কড়কড়ে ১০ হাজার টাকা জরিমানা। এমনই কড়া নিয়ম জারি করেছে RBI।

610

দিতে হবে কড়কড়ে ১০ হাজার টাকা জরিমানা। টাকা না দিলে আইনি ব্যবস্থাও নিতে পারে ব্যাঙ্ক।

710

সেই অ্যাকাউন্টে যদি ভুয়ো লেনদেন পাওয়া যায় তাহলে অবশ্যই মোটা টাকা জরিমানা হবে।

810

অ্যাকাউন্টে কোনও সন্দেহজনক লেনদেন থাকলেই দিতে হবে জরিমানা।

910

কোনও মতেই আর রাখা যাবে না একের বেশি ব্য়াঙ্ক অ্যাকাউন্ট যেখানে বহু ভুয়ো লেনদেন হলেই জরিমানা দিতে হবে।

1010

তাই সতর্ক হতেই হবে গ্রাহকদের!

click me!

Recommended Stories