ডিজিটাল গোল্ডে বিনিয়োগ অনেকের কাছেই একটি নতুন বিষয়। গয়না বা কয়েন কেনার বদলে, মানুষ এখন মোবাইল অ্যাপের মাধ্যমে ডিজিটাল গোল্ড কিনছেন। অল্প টাকা থেকেই এই বিনিয়োগ শুরু করা যায় বলে, এটি বেশ সুবিধাজনক। কিন্তু সেবি সতর্ক করে দিয়েছে যে, এর পিছনে বেশ কিছু ঝুঁকিও রয়েছে।