এসআইপি-তে দীর্ঘসময় ধরে বিনিয়োগ করতে হয়।
কিন্তু সেখানে যদি সঠিক পরিকল্পনা করে বিনিয়োগ করা যায়, তাহলে ভালো রিটার্ন আসতে পারে আপনার হাতে। তার মধ্যে সাতটি এমন মিউচুয়াল ফান্ড রয়েছে, যেখানে বিনিয়োগ করলেই মিলতে পারে দুর্দান্ত রিটার্ন।
কোন ৭টি মিউচুয়াল ফান্ড?
কোয়ান্ট ইনফ্রাস্ট্রাকচার ফান্ড
এই ফান্ডটিতে ৫ বছর সময় ধরে এসআইপি রিটার্ন পাওয়া যাবে প্রায় ২৬.৯২% করে। এখানে আপনি মাত্র ১ হাজার টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন। আর যদি মাসে ১২ হাজার টাকার এসআইপি করতে পারেন, তাহলে ১০ বছরে মোট টাকার পরিমাণ দাঁড়াবে ১৫ লক্ষ টাকা। সেক্ষেত্রে আপনি হাতে পাবেন ৬২ লক্ষ ৫৬ হাজার ৮৩৫ টাকা।
ইনভেস্কো ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ফান্ড
এখানে ১০ বছর সময় ধরে এসআইপি রিটার্ন পাবেন ২৫.১% করে। এক্ষেত্রে ৫০০ টাকা থেকেই বিনিয়োগ শুরু করতে পারেন আপনি। যদি মাসে ১২,৫০০ টাকা করে এসআইপি করেন, তাহলে ১০ বছরে তা গিয়ে দাঁড়াবে ৫৬ লক্ষ ৬৯ হাজার ৫৬ টাকা।
আইসিআইসিআই প্রুডেন্সিয়াল টেকনোলজি ফান্ড
এখানে ১০ বছর সময় ধরে এসআইপি রিটার্ন পাবেন ২৪.৩৮% করে। এখানে ১০০ টাকা থেকেই বিনিয়োগ শুরু করতে পারেন আপনি। যদি মাসে ১২,৫০০ টাকা করে এসআইপি করতে পারেন তাহলে ১০ বছরে তা গিয়ে দাঁড়াবে ৫৪ লক্ষ ৫২ হাজার ৩১৩ টাকা।
আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড
এই ফান্ডটি থেকে ১০ বছর সময় ধরে এসআইপি রিটার্ন পেতে পারেন প্রায় ২৪.২২% হারে। এক্ষেত্রে ১০০ টাকা থেকেই বিনিয়োগ শুরু করতে পারেন। যদি মাসে ১২,৫০০ টাকা করে এসআইপি করতে পারেন এই ফান্ডটিতে, তাহলে ১০ বছরে হাতে পাবেন মোট ৫৪ লক্ষ ৬ হাজার ৬২৭ টাকা।
ফ্র্যাঙ্কলিন বিল্ড ইন্ডিয়া ফান্ড
এখানে ১০ বছর সময় ধরে এসআইপি রিটার্ন পাওয়া যাবে প্রায় ২৪.০৮% করে। এখানে আপনি ৫০০ টাকা থেকেই বিনিয়োগ শুরু করতে পারেন। যদি মাসে ১২,৫০০ টাকা করে এসআইপি করেন, তাহলে ১০ বছরে হাতে আসবে মোট ৫৩ লক্ষ ৬৩ হাজার ৯৩৫ টাকা।
এলআইসি এমএফ ইনফ্রাস্ট্রাকচার ফান্ড
এখানে ১০ বছর সময় ধরে এসআইপি রিটার্ন পেতে পারেন মোট ২৪.০৪% হারে। এখানে ২০০ টাকা থেকেই আপনি বিনিয়োগ করতে পারেন। আর যদি মাসে ১২,৫০০ টাকা করে এসআইপি করতে পারেন তাহলে ১০ বছরে হাতে পাবেন ৫৩ লক্ষ ৫৩ হাজার ১৯৭ টাকা।
ডিএসপি ইন্ডিয়া টাইগার ফান্ড
এই ফান্ডটিতে ১০ বছর সময় ধরে এসআইপি রিটার্ন পাওয়া যাবে মোট ২৪.০৩% হারে। এখানে আপনি ১০০ টাকা থেকেই বিনিয়োগ শুরু করতে পারেন। আর যদি মাসে ১২,৫০০ টাকা করে এসআইপি করেন, তাহলে ১০ বছরে হাতে পাবেন মোট ৫৩ লক্ষ ৫০ হাজার ৩৪৬ টাকা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।