Share Market: ডিসেম্বরের শুরুতেই চড়চড়িয়ে বাড়ছে সূচক, মুখে হাসি বিনিয়োগকারীদের

Published : Dec 02, 2024, 08:35 PM IST
Share Market

সংক্ষিপ্ত

এদিন প্রায় ৪৪৫.২৯ পয়েন্ট চড়েছে সেনসেক্স। 

ডিসেম্বর মাসের শুরু থেকেই কার্যত ঊর্ধ্বমুখী শেয়ার বাজার। আবার ৮০ হাজারের গণ্ডি পেরিয়ে গেল সেনসেক্স। প্রায় ১৫০ পয়েন্ট বাড়ল নিফটি।

স্টকের দৌড় এইরকম বজায় থাকলে, নভেম্বরের লোকসান অনেকটাই সামলানো যাবে। তা নিয়ে একরকম নিশ্চিত আছেন লগ্নিকারীরা। সোমবার, ২ ডিসেম্বর ৮০,২৪৮.০৮ পয়েন্টে গিয়ে থেমে গেছে বোম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)।

এদিন প্রায় ৪৪৫.২৯ পয়েন্ট চড়েছে সেনসেক্স। বলা চলে, এটি প্রায় ০.৫৬%। সকালে বাজার খোলার সময়, ৭৯,৭৪৩.৮৭ পয়েন্টে দাঁড়িয়েছিল সেনসেক্স। সোমবার সর্বোচ্চ ৮০,৩৩৭.৮২ পয়েন্ট উঠেছিল বাজার।

অন্যদিকে, আবার একই ছবি ধরা পড়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও (এনএসই)। এদিন দিনের শেষে শেয়ার সূচক নিফটি ২৪,২৭৪ পয়েন্টে গিয়ে পৌঁছয়। এতে ১৪২.৯০ পয়েন্টের বৃদ্ধি লক্ষ করা যাচ্ছে। শতাংশের বিচারে যা প্রায় ০.৫৯। সোমবার, ২৪,১৪০.৮৫ পয়েন্টে খুলেছিল নিফটি। এদিনের মধ্যে সর্বোচ্চ ২৪,৩০১.৭০ পয়েন্টে উঠেছে সূচক।

যদিও এদিন নিফটিতে সর্বাধিক লাভবান হয়েছে আল্ট্রাটেক সিমেন্ট, অ্যাপোল হাসপাতাল, গ্রেসিম ইন্ডাস্ট্রিজ়, জ়েএসডব্লু স্টিল এবং শ্রীরাম ফিন্যান্স স্টকে বিনিয়োগকারীরা। তবে সবথেকে বেশি লোকসান হয়েছে এইচডিএফসি লাইফ, সিপলা, এনটিপিসি, এসবিআই লাইফ ইনস্যুরেন্স এবং লার্সেন অ্যান্ড টুব্রোরর শেয়ারে।

এদিকে সোমবার প্রায় প্রতিটি স্টকই গ্রিন জ়োনে গিয়ে দিন শেষ করেছে। রিয়্যাল এস্টেট, ফার্মা, সংকর ধাতু, গাড়ি নির্মাণকারী সংস্থা এবং মিডিয়া কোম্পানিগুলির শেয়ারের দর এক শতাংশ করে বৃদ্ধি পেয়েছে। বিএসইতে মাঝারি এবং ছোট পুঁজির সংস্থাগুলির স্টকের সূচক আবার এক শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ফের কমছে সুদের হার! কোথায় বিনিয়োগ করবেন? জানতে দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী, পর্ব-৩২
জিরো-ব্যালেন্স অ্যাকাউন্ট থাকলেই ২০২৬ থেকে মিলবে একাধিক সুবিধা! গ্রাহক হলে অবশ্যই জানুন