ডিসেম্বরের শুরু থেকেই ঊর্ধ্বমুখী শেয়ার বাজার (Share Market)।
মঙ্গলবার, তা পৌঁছে গেল ৮১ হাজারের কাছে। ওদিকে আবার ১৮১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২৪৪৫৭ পয়েন্টে গিয়ে থামল নিফটি (Nifty)।
তাই অনেকেই মনে করেছিলেন যে, ডিসেম্বরের প্রথম থেকেই হয়ত আবার পতন শুরু হবে শেয়ার বাজারে (Share Market)।
বিশেষজ্ঞরা মনে করছেন, বাজার আগে থেকেই কারেকশন মোডে ছিল।
সোমবারও বেশ ভালোই ছিল বাজার।
মঙ্গলবারও সেই ধারা বজায় ছিল।
চলুন দেখে নেওয়া যাক।
এদিন ব্যাঙ্ক নিফটি সূচক প্রায় এক শতাংশ হারেই বৃদ্ধি পেয়েছে।
ওদিকে নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, নিফটি মেটাল এবং নিফটি তেল ও গ্যাসের সূচকগুলিও প্রায় এক শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে৷
বাজার ঊর্ধ্বমুখী।
উত্তর দেবে সময়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।