Share Market: হু হু করে বাড়ছে সূচক! মালামাল বিনিয়োগকারীরা, আপনিও কি এই ষ্টকগুলিতে ইনভেস্ট করেন?

Published : Dec 03, 2024, 06:19 PM ISTUpdated : Dec 03, 2024, 07:15 PM IST

ডিসেম্বরের শুরু থেকেই ঊর্ধ্বমুখী শেয়ার বাজার (Share Market)।

PREV
110
প্রায় ৬০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স (Sensex)

মঙ্গলবার, তা পৌঁছে গেল ৮১ হাজারের কাছে। ওদিকে আবার ১৮১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২৪৪৫৭ পয়েন্টে গিয়ে থামল নিফটি (Nifty)।

210
প্রসঙ্গত, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে অর্থাৎ এপ্রিল-জুন মাসে জিডিপি বৃদ্ধির হার ছিল ৬.৭%

তাই অনেকেই মনে করেছিলেন যে, ডিসেম্বরের প্রথম থেকেই হয়ত আবার পতন শুরু হবে শেয়ার বাজারে (Share Market)।

310
কিন্তু অদ্ভুতভাবেই পরপর দুদিন বাজার থাকল চাঙ্গা

বিশেষজ্ঞরা মনে করছেন, বাজার আগে থেকেই কারেকশন মোডে ছিল।

410
তাই জিডিপির খারাপ ফলের প্রভাব থেকে বেরিয়ে আসতে পেরেছে

সোমবারও বেশ ভালোই ছিল বাজার। 

510
এদিন বাজার উঠেছিল ফার্মা, স্বাস্থ্য এবং প্রতিরক্ষার শেয়ারগুলিতে

মঙ্গলবারও সেই ধারা বজায় ছিল। 

610
এদিন কোন কোন শেয়ার ভালো ফল করল?

চলুন দেখে নেওয়া যাক। 

710
ব্যাঙ্কিং, আর্থিক পরিষেবা, ধাতু এবং তেল ও গ্যাসের স্টকগুলি দুর্দান্ত চলল

এদিন ব্যাঙ্ক নিফটি সূচক প্রায় এক শতাংশ হারেই বৃদ্ধি পেয়েছে। 

810
আর কোন কোন সূচক বৃদ্ধি পেল?

ওদিকে নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, নিফটি মেটাল এবং নিফটি তেল ও গ্যাসের সূচকগুলিও প্রায় এক শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে৷ 

910
সুতরাং, এখনও পর্যন্ত বাজারের জন্য ভালো খবর

বাজার ঊর্ধ্বমুখী। 

Read more Photos on
click me!

Recommended Stories