Share Market: মাত্র ৭ টাকার শেয়ার কিনেই কোটিপতি? বিরাট রিটার্ন এই স্টকে, অবশ্যই জানুন

শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগ আসলেই একটা স্মার্ট টেকনিক। 

ঠিক এইরকমই একটি পেনি স্টক রয়েছে, যেটি থেকে বিনিয়োগকারীরা এক বছরে ১৭০০% রিটার্ন পেয়েছেন। কার্যত, কোটিপতি হয়ে গেছেন তারা৷ বর্তমানে এই শেয়ার আগের তুলনায় ১০ গুণ সস্তা৷ কিন্তু একটা সময় সেই শেয়ারের দাম মাত্র ৭ টাকা থেকে বেড়ে গিয়ে ২০০০ টাকার গণ্ডি ছাড়িয়ে গেছিল।

শেয়ারটির নাম হল ইরায়া লাইফস্পেসের (Eraaya Lifespaces)। মূলত এটি একটি স্মল ক্যাপ কোম্পানি। সম্প্রতি তারা শেয়ার ১০:১ অনুপাতে ভাগ করে দেওয়ার কথা ঘোষণা করেছে। মানে প্রতিটি শেয়ার বর্তমানে দশগুণ সস্তা হয়ে গেছে। সেইসঙ্গে, আবার PSU ITI লিমিটেড কোম্পানির Ebix Cash-কে তারা প্রযুক্তির অংশীদার করে নিয়েছে।

Latest Videos

আর তারপর থেকেই এই শেয়ারের দাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইরায়া লাইফস্পেস তার একটি এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানিয়েছে যে, আইটিআই লিমিটেড, ইবিক্সক্যাশকে তার প্রযুক্তি অংশীদার হিসেবে MeitY তালিকাভুক্ত ডেটা সেন্টার-১ পরিচালনার জন্য বেছে নিয়েছে। তবে এই চুক্তি ৫ বছরের জন্য। যার মূল্য ১০০ কোটি টাকারও বেশি।

এদিকে ইরায়া লাইফস্পেস শেয়ারের মূল্য গত ১৩ ডিসেম্বর শুক্রবার ২.৫৫ শতাংশ থেকে কমে গিয়ে ১৬৬.১৫ টাকায় এসে দাঁড়িয়েছে। এই স্টকটি গত ৬ মাসে প্রায় ১১৫ শতাংশ রিটার্ন দিয়েছে। গত ২০২৪ সালে, এখনও পর্যন্ত ষ্টকটি তার বিনিয়োগকারীদের মোট ১৩০০ শতাংশ মুনাফা ফিরিয়ে দিয়েছে।

এক বছরে স্টকটি প্রায় ১৭১০ শতাংশ রিটার্ন দিয়েছে। গত ৪ নভেম্বর ২০২৪ সালে, ইরায়া লাইফস্পেসের শেয়ার ছিল ২১৭৫ টাকা। ওদিকে আবার গত ৭ অক্টোবর ২০২৪ সালে তার দাম ছিল ৩১৬৯ টাকা৷ যদিও এক বছর আগে এই শেয়ারটির দাম ছিল মাত্র ৩৭ টাকা। যেখানে পাঁচ বছর আগে তার দাম ছিল মাত্র ৭.৫৮ টাকা। একটি হিসেব বলছে, পাঁচ বছরে ইরায়া লাইফস্পেস শেয়ারে অর্থ বিনিয়োগ করে প্রায় ৩৯,০০০ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা৷

Disclaimer: শেয়ার বাজারে বিনিয়োগ একটি বাজারগত ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নেওয়া জরুরি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'উনি চক্রান্তের বড় শিকার' নেতাজির জন্মদিনে এ কী বললেন মমতা? Mamata on Netaji
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
সুকান্ত মজুমদারকে বিজেপির নবজাতক আখ্যা কুণালের, পাল্টা দিয়ে যা বললেন সুকান্ত : Sukanta on Kunal
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
ED Raid Today: Kolkata-র একাধিক স্থানে ফের ED-র অভিযান! Salt Lake-এ হাজির বিশাল ইডির দল | Kolkata