
Small Cap Fund Returns: মিউচুয়াল ফান্ডে বহু মানুষ বর্তমানে বিনিয়োগ করে থাকেন। তার মধ্যে একাধিক স্মল ক্যাপ ফান্ড বেশ উল্লেখযোগ্য। যেগুলি থেকে গত পাঁচ বছরে, আকর্ষণীয় রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।
নিফটি স্মল ক্যাপ ২৫০-এর টোটাল রিটার্ন ইনডেক্সের নিরিখে কম্পাউন্ডেড অ্যাভারেজ গ্রোথ রেট বা CAGR হল ২৮.১%। যা মিড ক্যাপ এবং লার্জ ক্যাপ ইনডেক্সের থেকে অনেকটাই বেশি। এএমএফপি-র দেওয়া তথ্য অনুযায়ী, গত কয়েক বছর ধরে স্মল ক্যাপ স্টকে লগ্নির প্রবণতা ব্যাপক বৃদ্ধি পেয়েছে।
মার্কেট অ্যানালিস্টরা মনে করছেন, "স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ঝুঁকি বাকি ফান্ডের তুলনায় অনেকটাই বেশি। কিন্তু রিটার্নের নিরিখে দেখতে গেলে আবার, এই ধরনের ফান্ড অনেকটাই এগিয়ে থাকবে। তাই যাঁরা ঝুঁকি নিতে পারবেন, তাদেরই একমাত্র এই ধরনের স্টকে লগ্নি করার পরামর্শ দিয়েছেন বাজার বিশেষজ্ঞরা।
এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ফান্ডে যদি ৮-১০ বছরের জন্য বিনিয়োগ করা যায়, সেক্ষেত্রে লং টার্ম গেন আবার শর্ট টার্মের ঝুঁকি অনেকটা কমাতে পারবে। সেইজন্য এমন তিনটি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড রয়েছে, যেগুলিতে বিনিয়োগ করার জন্য পরামর্শ দিয়েছেন মার্কেট অ্যানালিস্টরা।
নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড (Nippon India Small Cap Fund): গত ২০১০ সালের সেপ্টেম্বর মাসে, বাজারে প্রথম রেজিস্টার হয় এই ফান্ড। এটির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হল ৬৫,৯০০ কোটি টাকারও বেশি। তাছাড়া ২৩৫টিরও বেশি সংস্থায় বিনিয়োগ রয়েছে এই ফান্ডের। ক্যাপিটাল গুডস, হেলথকেয়ার এবং কেমিক্যাল সেক্টরেও সবথেকে বেশি লগ্নি করেছে তারা।
আর গত ১০ বছর ধরে, এই ফান্ডের এসআইপি রিটার্ন এসেছে ২৪.৩১%। সেইসঙ্গে, প্রতি মাসে ১০ হাজার টাকার এসআইপি করে এই স্টক থেকে রিটার্ন পাওয়া গেছে প্রায় ৪৩.৫ লক্ষ টাকা।
বন্ধন স্মল ক্যাপ ফান্ড (Bandhan Small Cap Fund)
খুব বেশিদিনের ফান্ড এটি নয়। গত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে, প্রথম বাজারে আসে বন্ধন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। এই ফান্ডের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হল মোট ১৪ হাজার কোটি টাকা। চলতি ২০২৫ সালের জুলাই মাস পর্যন্ত, মোট ১৯৯টি স্টকে লগ্নি করে এই ফান্ডটি। তার মধ্যে ফিন্যান্স, হেলথকেয়ার এবং রিটেলটি সেক্টরে সবথেকে বেশি লগ্নি করেছে এই ফান্ড।
বন্ধন স্মল ক্যাপ ফান্ড এসআইপি রিটার্ন দিয়েছে ২৯.৩%। গত ৫ বছর ধরে, প্রতি মাসে ১০ হাজার টাকার এসআইপি করে রিটার্ন পাওয়া গেছে মোট ১২.৩ লক্ষ টাকা।
ইনভেস্কো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড (Invesco India Small Cap Fund)
সেই ২০১৮ সালের অক্টোবর মাসে, লঞ্চ করা হয়েছিল এই ফান্ডের। যেটির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট মোট ৭৫ হাজার কোটি টাকা। হেলথকেয়ার, ফিন্যান্স এবং রিটেল সেক্টরে এই স্টকের বিনিয়োগ রয়েছে সবচেয়ে বেশি। গত পাঁচ বছর ধরে, এই ফান্ডটি থেকে এসআইপি রিটার্ন এসেছে ২৭.৫৮%। আর ঠিক পাঁচ বছর আগে, প্রতি মাসে ১০ হাজার টাকার এসআইপি করে এই ফান্ড থেকে বিনিয়োগকারীরা রিটার্ন পেয়েছেন ১১.৮ লক্ষ টাকা।
Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।