তারা মোট টাকার ৪০% কানাড়া রোবেকো ব্লু চিপ ইইক্যুটি ফান্ডে এবং বাকি ২৫% টাকা পরাগ পারিখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড বা কানাড়া রোবেকো ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ইনভেস্ট করতে পারেন। এছাড়া বাকি ৩৫% টাকা আইসিআইসিআই প্রুডেনশিয়াল রেগুলার সেভিংস ফান্ডে বিনিয়োগ করলে বিপুল লাভের সম্ভাবনা রয়েছে।