প্রতি মাসে কেউ ২ হাজার টাকা ইনভেস্ট করেন। তো কেউ আবার ৫ হাজার টাকা বিনিয়োগ করে থাকেন। অনেকে আবার ১০ হাজার টাকা বা তার বেশিও প্রতি মাসে বিনিয়োগ করে থাকেন।
210
কিন্তু জানতে হবে, কোথায় এবং কীভাবে বিনিয়োগ করবেন?
বিনিয়োগকারীদের সুবিধার জন্য সেইরকমই কিছু ফান্ডের তালিকা তুলে ধরা হল, যেগুলি থেকে মোটা টাকা রিটার্ন পেতে পারেন ইনভেস্টররা।
310
প্রতি মাসে ২-৫ হাজার টাকা যদি কেউ বিনিয়োগ করেন
তারা মোট টাকার ৬৫% কানাড়া রোবেকো ব্লু চিপ ইইক্যুটি ফান্ডে এবং বাকি ৩৫% টাকা আইসিআইসিআই প্রুডেনশিয়াল রেগুলার সেভিংস ফান্ডে বিনিয়োগ করতে পারেন।
410
প্রত্যেক মাসে ৫-১০ হাজার টাকা যারা বিনিয়োগ করবেন
তারা মোট টাকার ৪০% কানাড়া রোবেকো ব্লু চিপ ইইক্যুটি ফান্ডে এবং বাকি ২৫% টাকা পরাগ পারিখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড বা কানাড়া রোবেকো ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ইনভেস্ট করতে পারেন। এছাড়া বাকি ৩৫% টাকা আইসিআইসিআই প্রুডেনশিয়াল রেগুলার সেভিংস ফান্ডে বিনিয়োগ করলে বিপুল লাভের সম্ভাবনা রয়েছে।
510
কেউ চাইলে ১০ হাজার টাকার বেশিও বিনিয়োগ করতে পারেন
সেক্ষেত্রে তারা কোথায় ইনভেস্ট করবেন?
610
যারা ১০ হাজার টাকার বেশি বিনিয়োগ করেন প্রত্যেক মাসে
তারা কানাড়া রোবেকো ব্লু চিপ ইইক্যুটি ফান্ডে ২৫% টাকা বিনিয়োগ করতে পারেন।
710
মীরা অ্যাসেট লার্জ ক্যাপ ফান্ড
কিংবা অ্যাক্সিস ব্লু চিপ ফান্ডেও ১৫% টাকা বিনিয়োগ করতে পারেন।
810
পরাগ পারিখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড
অথবা ইউটিআই ফ্লেক্সি ক্যাপ ফান্ড কিংবা কানাড়া রোবেকো ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ২৫% টাকা তারা ইনভেস্ট করতে পারেন।
910
কিন্তু বাকি ৩৫% টাকা তারা কোথায় বিনিয়োগ করবেন?
আইসিআইসিআই প্রুডেনশিয়াল রেগুলার সেভিংস ফান্ডে বিনিয়োগ করতে পারেন তারা।
1010
Disclaimer: কিন্তু মার্কেট ইনভেস্টমেসেন্ট একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়
তাই অবশ্যই বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।