Stock Market Highest Return: ১ লাখ টাকা হয়ে গেল ১৪ লাখ! মাত্র পাঁচ বছরেই এই স্টকে বিরাট রিটার্ন?

Published : Aug 16, 2025, 03:18 PM IST

Stock Market Highest Return: লাভের আশায়, স্টক মার্কেটে বহু মানুষ আজকাল বিনিয়োগ করে থাকেন (share bazar khobor)। 

PREV
16
দীর্ঘমেয়াদের বিষয়টিও যথেষ্ট গুরুত্বপূর্ণ

শেয়ার বাজারে বিনিয়োগ আজকাল খুবই পরিচিত একটা বিষয়। ভালো রিটার্নের আশায়, বহু মানুষ বর্তমানে শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন (share market today live)। সঠিক পদ্ধতি মেনে এবং নির্দিষ্ট পরিমাণে যদি বিনিয়োগ করা যায়, তাহলে অবশ্যই লাভের মুখ দেখা সম্ভব বলেই মনে করেন বিশেষজ্ঞরা (share market investment tips)। সেক্ষেত্রে অবশ্যই দীর্ঘমেয়াদের বিষয়টিও যথেষ্ট গুরুত্বপূর্ণ।

26
গত পাঁচ বছরে, ১৩৬৩% রিটার্ন

শেয়ার বাজারে এমন একাধিক স্টক রয়েছে, যে স্টকগুলিতে বিনিয়োগ করে বিপুল পরিমাণ টাকা ঘরে তুলেছেন অনেকেই। তেমনই একটি স্টক নিয়ে আজ কথা বলব। যেটি ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর ৬১৯.৪০ টাকাতে পৌঁছে গেছে। যেখানে গত ৫২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দাম ছিল ২৯৫.২৫ টাকা। আর গত পাঁচ বছরে, ১৩৬৩% রিটার্ন দিয়েছে এই শেয়ারটি (multibagger penny stocks 2025)।

১৪ লাখ টাকা
এই শেয়ারই ১ লাখ টাকাকে বানিয়ে দিয়েছে ১৪ লাখ টাকা।
যেটি ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর ৬১৯.৪০ টাকাতে পৌঁছে গেছে। যেখানে গত ৫২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দাম ছিল ২৯৫.২৫ টাকা।
36
সংস্থাটির নাম কী?

এটি একটি নবরত্ন সংস্থা। রেল বিকাশ নিগম লিমিটেড (Rail Vikas Nigam Limited)। এটি মূলত একটি সরকারি মাল্টিব্যাগার স্টক (multibagger stocks in 2025)। আর এই শেয়ারই ১ লাখ টাকাকে বানিয়ে দিয়েছে ১৪ লাখ টাকা। এমনকি, আবারও এই স্টকের দাম বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে। সম্প্রতি ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেডের কাছ থেকে এই সংস্থাটি সিগন্যালিং এবং টেলিকমিউনিকেশন প্রোজেক্টের জন্য মোট ১৭৮.৬৮ কোটি টাকার অর্ডার পেয়েছে।

46
২২.১৫ টাকার শেয়ার এখন ৩২৪ টাকার সীমানাও ছাড়িয়ে গেছে

এই মাল্টিব্যাগার স্টকে বিনিয়োগ করে বিরাট মুনাফা ঘরে তুলেছেন বিনিয়োগকারীরা। গত পাঁচ বছরে, এই সংস্থার শেয়ারের দাম ১৩৬৩% এবং গত তিন বছরে ৯৪৭% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ, এই সময়কালের মধ্যে ২২.১৫ টাকার শেয়ার এখন ৩২৪ টাকার সীমানাও ছাড়িয়ে গেছে (rail vikas nigam limited share price target 2025)। বৃহস্পতিবার, রেল বিকাশ নিগম লিমিটেডের শেয়ার বোম্বে স্টক এক্সচেঞ্জে ২.০৫ টাকা তথা ০.৬৩% শতাংশ হ্রাস পেয়ে ৩২৪.২০ টাকাতে বন্ধ হয়েছে। 

56
৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর ৬১৯.৪০ টাকাতে পৌঁছে গেছে

এই নবরত্ন সংস্থার শেয়ারটি গত ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর ৬১৯.৪০ টাকাতে পৌঁছে গেছে। আর গত ৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম হচ্ছে ২৯৫.২৫ টাকা (rail vikas nigam limited share price)। তাই যদি কেউ পাঁচ বছর আগে, রেল বিকাশ নিগম লিমিটেডের শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন এবং সেই বিনিয়োগ এতদিন পর্যন্ত ধরে রাখতেন, তাহলে তাঁর কাছে আজকের দিনে দাঁড়িয়ে থাকত মোট ১৪.৬৩ লক্ষ টাকা।

66
আরভিএনএল-এর (RVNL) ৪০% লাভ কমে গেছে

তবে ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের ফলাফল অনুযায়ী, আরভিএনএল-এর ৪০% লাভ কমে গেছে। যদিও সংস্থাটি আশা করছে, আগামী ২০২৬ সালে তাদের রাজস্বের পরিমাণ ২০২৫ সালের থেকেও ছাড়িয়ে যাবে। ইতিমধ্যেই অ্যান্টিক স্টক ব্রোকিং সংস্থা এই শেয়ারটিতে সেল রেটিং দিয়েছে। যার পুরোটাই বর্তমান আর্থিক পরিস্থিতির কথা বিচার করে।

Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories