
Stock Market News: দিনভর সেনসেক্স এবং নিফটির সূচক নিম্নমুখী। কিন্তু ইনিশিয়াল পাবলিক অফারিং তথা আইপিও-র তালিকাভুক্ত হতেই দুর্দান্ত রিটার্ন। শেয়ার বাজারে অন্তর্ভুক্ত হওয়ার প্রথম দিনেই লগ্নিকারীদের পকেট রীতিমতো ভরিয়ে দিল এইচডিএফসি ব্যাঙ্কের একটি শাখা সংস্থা এইচডিবি ফিন্যান্সশিয়াল সার্ভিসেস। বাজার নিম্নমুখী থাকলেও বিনিয়োগকারীদের একেবারেই হতাশ করেনি এই আর্থিক সংস্থাটি (hdb finance share price)।
বুধবার, বোম্বে এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় এইচডিবি ফিন্যান্স। ঠিক ঐ সময়, সংশ্লিষ্ট সংস্থার প্রতিটি শেয়ারের দাম উঠে যায় ৮৩৫ টাকাতে। গত জুন মাসে, আইপিও নিয়ে এসেছে বেসরকারি ব্যাঙ্কটির এই ব্রাঞ্চটি। সেখানে এই স্টকের প্রাইস ব্যান্ড ছিল মোট ৭৪০ টাকা (hdb financial services ipo price)।
ব্রোকারেজ ফার্মগুলির দাবি, মাত্র ১ বছরের ফরোয়ার্ড প্রাইস-টু-বুকের নিরিখে বিচার করলে এইচডিবি ফিন্যান্সের শেয়ারে তালিকাভুক্তির মূল্য বেড়েছে প্রায় ৩.৪ গুণ। এদিকে এই সূচক আর্থিক সংস্থাটির সমকক্ষ বজাজ় ফিন্যান্স এবং চোলা ইনভেস্টমেন্টের চেয়ে অবশ্য কিছুটা কম রয়েছে।
তবে নিফটি-৫০র অন্তর্গত অন্যান্য আর্থিক সংস্থাগুলির চেয়ে কিছুটা বেশি। উদাহরণ হিসেবে শ্রীরাম ফিন্যান্সের কথা সামনে এসেছে। মাত্র বছরের ফরোয়ার্ড প্রাইস-টু-বুকের দিক দিয়ে দেখতে গেলে, এই সংস্থার থেকে ২ গুণ বেশি দাম উঠেছে এইচডিবি ফিন্যান্সের।
আর্থিক বিশ্লেষকদের অনুমান, অচিরেই এই স্টকটির দাম ৯০০ টাকা ছাড়িয়ে যেতে পারে। মানে প্রায় ২২%-এর বৃদ্ধি দেখা যেতে পারে। তাদের অনুমান, আগামী তিন বছরের মধ্যে ২০% চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পেতে পারে এইচডিবির অ্যাসেট আন্ডার ম্যানেজ়মেন্ট (এইউএম)। ফলে, শেয়ারটির সূচক ঊর্ধ্বমুখী থাকারই সম্ভাবনা প্রবল হচ্ছে।
এদিন বাজার বন্ধ হওয়ার সময় দেখা যায়, বোম্বে স্টক এক্সচেঞ্জ তথা BSE-র সূচক দাঁড়িয়ে আছে ২৮৭.৬০ পয়েন্ট। তাই সেনসেক্স নেমে এসেছে ৮৩,৪০৯ পয়েন্টে। এর ফলে, ০.৩৪%-এর পতন লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে, নিফটি-৫০ থেমে গেছে ২৩, ৪৫৩ পয়েন্টে এসে।
অপরদিকে, NSE-তে ৮৮.৪০ পয়েন্টের পতন দেখা গেছে, যা প্রায় ০.৩৫%-এর সমান।
Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।