Stock Market News: টালমাটাল পরিস্থিতিতেও ঘুরে দাঁড়াল শেয়ার বাজার! সেনসেক্স লাফ দিল ১ হাজার পয়েন্টেরও বেশি?

Published : Apr 28, 2025, 06:51 PM ISTUpdated : Apr 29, 2025, 04:37 PM IST
Share Market

সংক্ষিপ্ত

Stock Market News: একদিকে চলছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আবহ এবং আরেকদিকে বিশ্ব বাজারে অনিশ্চয়তা। 

Stock Market News: এই সবকিছুর মধ্যেও সোমবার, সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে দুরন্ত পারফরম্যান্স করল দেশের শেয়ার বাজার। বোম্বে স্টক এক্সচেঞ্জে সেনসেক্স সূচক বেড়ে হয়েছে ১ হাজার ৫ পয়েন্ট। শতাংশের বিচারে যা ১.২৬। আর তার ফলেই, ৮০ হাজারের গণ্ডি ফের পেরিয়ে গেছে সেনসেক্স (Sensex)। 

অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (Stock Exchange) নিফটির (Nifty) সূচক সোমবার বেড়ে হয়েছে ২৮৯ পয়েন্ট।শতাংশের বিচারে যা  ১.২০ শতাংশ। আর এই বৃদ্ধির জেরে নিফটি দাঁড়িয়ে আছে ২৪ হাজার ৩২৮ পয়েন্টে।

ই সামগ্রিক বৃদ্ধির জেরে, বোম্বে স্টক এক্সচেঞ্জে লিস্টেট কোম্পানিগুলির সম্মিলিত মার্কেট ক্যাপিটালাইজ়েশন প্রায় ৩ লক্ষ কোটি টাকা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৪২৫ লক্ষ কোটি টাকা। কারণ সোমবার, স্টক এক্সচেঞ্জের স্মল ক্যাপ (Small Cap) এবং মিড ক্যাপ (Mid Cap) ইনডেক্সগুলিও বেশ পজ়িটিভে রয়েছে বলে জানাচ্ছে রিপোর্ট (Share Market News)। 

নিফটি আইটি ছাড়া সমস্ত সেক্টরাল সূচক এদিন অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ফলে, কঠিন পরিস্থিতিতেও বাজারের এই বৃদ্ধির জন্য একাধিক বিষয়কে চিহ্নিত করেছেন মার্কেট অ্যানালিস্টরা (Share Market latest news)।

প্রসঙ্গত, পহেলগাঁওতে জঙ্গি হামলার জেরে একাধিক পর্যটকদের মৃত্যুর পর পাকিস্তানের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত সরকার। সেইসঙ্গে, পাকিস্তানের উপর একাধিক দিয়ে চাপ বাড়িয়েছে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক। আর এই পদক্ষেপই অনেকটা ভরসা জুগিয়েছে বলে মত বিশেষজ্ঞদের একাংশের। ভারতীয় বাজারের সহনশীলতাও এর ফলে অনেকটা প্রকাশ পেয়েছে বলে জানাচ্ছেন সেই বিশ্লেষকদের একাংশ (Share Market latest update)।

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের জেরে, বিশ্ব বাণিজ্যে যে গোলমেলে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা এই মুহূর্তে অনেকটা স্বাভাবিক হয়েছে। কারণ, ৯০ দিনের জন্য সেই শুল্ক স্থগিত রাখা হয়েছে। সেইসঙ্গে, বিভিন্ন দেশ ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা করে সেই কঠিন পরিস্থিতি কিছুটা এড়াতেও উদ্যোগী হয়েছে বলে খবর। 

যা বিশ্ব বাণিজ্যের নিরিখে সদর্থক একটি ভূমিকা হিসেবে দেখা দিয়েছে। অন্তত এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। রিপোর্ট বলছে, ভারতের বাজার থেকে বিদেশি লগ্নি সরে যাওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছিল, তা অনেকটাই কমেছে বর্তমানে (Share Market live today)। 

বরং, গত কয়েকটি ট্রেডিং সেশনে ফরেন পোর্টফোলিও ইনভেস্টররা আবার লগ্নি শুরু করে দিয়েছেন দেশের শেয়ার বাজারে। অর্থাৎ, দেশের বাজার থেকে মুখ ফেরানো বিদেশি লগ্নিকারীদের অনেকেই আবার ঝুঁকেছেন ভারতের বাজারে। আর এই প্রবণতাও সূচক বৃদ্ধির অন্যতম একটি কারণ বলে মত বিশেষজ্ঞদের।

আর সেই আবহেই, সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে বেশ ভালো পারফর্ম করল শেয়ার বাজার। বোম্বে স্টক এক্সচেঞ্জে সেনসেক্স সূচক ১ হাজার ৫ পয়েন্ট। শতাংশের বিচারে যা বেড়ে দাঁড়াল ১.২৬। সেইজন্য, ৮০ হাজারের গণ্ডি ফের পেরিয়ে গেছে সেনসেক্স Share Market live)।

অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে নিফটির সূচক সোমবার বেড়ে ২৮৯ পয়েন্ট হয়েছে।মানে  ১.২০%। এই বৃদ্ধির জেরে নিফটি দাঁড়িয়ে রয়েছে এখন ২৪ হাজার ৩২৮ পয়েন্টে।

বোম্বে স্টক এক্সচেঞ্জে লিস্টেট কোম্পানিগুলির সম্মিলিত মার্কেট ক্যাপিটালাইজ়েশন প্রায় ৩ লক্ষ কোটি টাকা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৪২৫ লক্ষ কোটি টাকা। কারণ সোমবার, স্টক এক্সচেঞ্জের স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ইনডেক্সগুলিও বেশ পজ়িটিভে রয়েছে বলে জানাচ্ছে রিপোর্ট।

Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই অবশ্যই বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া জরুরি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ব্রিটিশদের হারানো এক বাঙালির সাফল্যের গল্প! যা প্রতিটি বাঙালির অবশ্যই জানা উচিত
Gold Price Today: বিয়ের মরশুমে আরও কমলো সোনার দাম! ২২ ও ২৪ ক্যারেট সোনা আজ কততে বিকোচ্ছে জেনে নিন?