মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার সময় এই বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ। তাই এই বিষয়টিকে বাড়তি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।
প্রায় ৩০%-এর উপর রিটার্ন
১০টি এমন স্মলক্যাপ ফান্ড রয়েছে, যেগুলি থেকে ২০২৪ সালে প্রায় ৩০ শতাংশের বেশি রিটার্ন পাওয়া গেছে। এর মধ্যে আবার ৪টি ফান্ড থেকে ৪০ শতাংশের বেশি রিটার্ন পেয়েছেন ইনভেস্টররা।
বন্ধন স্মল ক্যাপ ফান্ড
চলতি ২০২৪ সালে Bandhan Small Cap Fund-টি বিনিয়োগকারীদের ৪৭.৭৩% রিটার্ন দিয়েছে।
মতিলাল অসওয়াল স্মল ক্যাপ ফান্ড
Motilal Oswal Small Cap ফান্ডটি থেকে চলতি বছরে ৪৬.৮৯% রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।
এলআইসি এমএফ স্মল ক্যাপ ফান্ড
বিনিয়োগকারীরা এই ফান্ডটি থেকে রিটার্ন পেয়েছেন ৪১.৮২%।
ইনভেসকো ইন্ডিয়া স্মলক্যাপ ফান্ড
এই ফান্ডটি থেকে বিনিয়োগকারীরা ৪০.৪৩% রিটার্ন পেয়েছেন।