দাম কমল সোনা-রুপোর! মোবাইল, চার্জার ও ট্যাবলেট-এর শুল্কেও ছাড়, কত দাম কমল জানেন?

Published : Jul 23, 2024, 12:37 PM ISTUpdated : Jul 23, 2024, 02:03 PM IST
Budget

সংক্ষিপ্ত

দাম কমল সোনা-রুপোর! মোবাইল, চার্জার ও ট্যাবলেট-এর শুল্কেও ছাড়, কত দাম কমল জানেন?

দাম কমল মোবাইল, ট্যাবলেট ও চার্জারের। বেশ খানিকটা দাম কমল মোবাইল, ট্যাবলেট ও চার্জারের। এ ছাড়াও সস্তা হবে স্বর্ণ ও রৌপ্য । মোবাইল ফোন ও যন্ত্রপাতির দেশীয় উৎপাদন বেড়েছে। মোবাইল ফোন ও মোবাইল চার্জারের ওপর শুল্ক কমানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

ক্যান্সার রোগীদের জন্য আরও তিনটি ওষুধ সম্পূর্ণ শুল্কমুক্ত করা হবে। এক্স-রে টিউব এবং ফ্ল্যাট প্যানেল ডিটেক্টরের উপরও শুল্ক কমানো হবে বলে জানা গিয়েছে। সোনা ও রূপার ওপর শুল্ক কমানো হবে ৬ শতাংশ এবং প্লাটিনামের ওপর ৬ দশমিক ৪ শতাংশ। মোবাইল, মোবাইল ট্যাবলেট, চার্জারের শুল্ক ১৫% কমতে পারে।

এ ছাড়াও কর্মসংস্থানের বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে এই বাজেটে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তার বাজেট বক্তৃতায় বলেছেন যে 'সরকার আগামী পাঁচ বছরে শীর্ষ ৫০০ কোম্পানিতে এক কোটি যুবককে ইন্টার্নশিপের সুযোগ দেবে। এই ইন্টার্নশিপ হবে ১২ মাসের জন্য। এতে তরুণরা ব্যবসার বাস্তব পরিবেশ জানতে এবং বিভিন্ন পেশার চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে। এর আওতায় যুবকদের প্রতি মাসে ৫,০০০ টাকা ভাতাও দেওয়া হবে। শুধু তাই নয়, সাহায্য হিসেবে তাদের দেওয়া হবে ছয় হাজার টাকা। "কোম্পানিগুলিকে তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে প্রশিক্ষণের খরচ এবং ইন্টার্নশিপ খরচের ১০ শতাংশ বহন করতে হবে।"

কেন্দ্রীয় বাজেটে নারী উন্নতিতে দিকে দৃষ্টিনিক্ষেপ করা হয়েছে। মহিলাদের জন্য একগুচ্ছ বিশেষ ঘোষণা করলেন অর্থমন্ত্রী। মহিলাদের জন্য বিশেষ হোস্টেলের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এদিন অর্থ মন্ত্রী বলেন, ‘আমরা চাইছি মহিলারা আরও বেশি করে কর্মজগতে আসুন’ 'সেজন্য মেয়েদের হস্টেল এবং মহিলা প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হবে'।

PREV
click me!

Recommended Stories

সিনিয়র সিটিজেনদের জন্য বড় খবর, ফিক্সড ডিপোজিটে মিলছে ৮.৮৫ শতাংশ পর্যন্ত রিটার্ন
ব্র্যান্ডেড ডিমে লুকিয়ে ক্যান্সারের ঝুঁকি? নয়া এই রিপোর্ট ঘিরে বাড়ছে উদ্বেগ