Fixed Deposits: বিনিয়োগের দুর্দান্ত সুযোগ! ৫টি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল

Published : Feb 03, 2025, 09:20 PM IST

মুদ্রানীতির বৈঠকের আগেই বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও বেসরকারি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের ওপর সুদের হার কমিয়েছে। 

PREV
110
মুদ্রানীতির বৈঠক

আগামী ৭ ফেব্রুয়ারি রিজার্ভ ব্যাঙ্কে মুদ্রানীতির বৈঠক বসতে চলেছে। এই মুদ্রানীতির বৈঠকে রেপো রেট কমানো হতে পারে।

210
ফিক্সড ডিপোজিট

মুদ্রানীতির বৈঠকের আগেই বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও বেসরকারি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের ওপর সুদের হার কমিয়েছে।

310
ব্যাঙ্কগুলি হল

যেসব ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে সেগুলি হল- ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, শিবালিক স্মল ফিনান্স ব্যাঙ্ক, কর্ণাটক ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্ক।

410
পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক

৩০৩ দিনের মেয়াদের ক্ষেত্রে ৭ শতাংশ সুদের হার দেওয়া হচ্ছে। আর অন্যদিকে ৫০৬ দিনের মেয়াদের ফিক্সদ ডিপোজিটের উপরে ৬.৭ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।

510
সুদ কার্যকর

১ জানুয়ারি থেকেই এই নতুন সুদের হার কার্যকর হয়েছে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে ফিক্সড ডিপোজিটের উপর ৩.৫০ থেকে ৭.২৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। ৪০০ দিনের মেয়াদের জন্য এই ব্যাঙ্কে সুদের হার ৭.২৫ শতাংশ। এগুলি সবই সাধারণ গ্রাহকদের জন্য প্রযোজ্য।

610
কর্ণাটক ব্যাঙ্ক

৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে এই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৩.৫ থেকে ৭.৫০ শতাংশ রয়েছে। ৩৭৫ দিনের মেয়াদে ৭.৫০ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে এই ব্যাঙ্কে।

710
ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া

সাত দিন থেকে ১০ দিনের মেয়াদে সর্বোচ্চ ৭.৩০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। ১ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে নতুন সুদ।

810
অ্যাক্সিস ব্যাঙ্ক

৩ কোটি টাকার কম আমানতের উপরে অ্যাক্সিস ব্যাঙ্কে ৩ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায়। ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে মেলে এই সুদের হার। ২৭ জানুয়ারি থেকেই এই নতুন সুদের হার কার্যকর হয়েছে।

910
ফেডারেল ব্যাঙ্ক

ফেডারেল ব্যাঙ্ক ৭ দিন থেকে ৫ বছর বা তার বেশি মেয়াদে সাধারণ জনগণকে তিন থেকে সাড়ে সাত শতাংশ হাতে সুদ দেওয়া হয়। এবং বয়স্ক নাগরিকদের সাড়ে তিন থেকে ৮ শতাংশ হারে সুদ দেওয়া হয়।

1010
কার্যকর

এই সুদের হার কার্যকর হয়েছে চলতি বছর পয়লা জানুয়ারি থেকে।

click me!

Recommended Stories