MSSC: সরকারি এই স্কিমটি সম্পর্কে জানেন তো? ফিক্সড ডিপোজিটের থেকেও এখন বেশি রিটার্ন!

Published : Mar 10, 2025, 05:50 PM IST

Mahila Samman Savings Certificate: কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মহিলাদের জন্য চালু করা হয়েছে এই সঞ্চয় প্রকল্পটি (Mahila Samman Savings Certificate)। নিঃসন্দেহে যা দেশের মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্কিম। তবে নির্দিষ্ট একটি সময়সীমা রয়েছে।

PREV
110
Mahila Samman Savings Certificate

তবে এটি শীঘ্রই বন্ধ হয়ে যাবে। গত ২০২৩ সালে, চালু হওয়া মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র (MSSC) প্রকল্পের অধীনে চলতি বছর ৩১শে মার্চ পর্যন্ত বিনিয়োগ করার সুযোগ রয়েছে। 

210
কিন্তু ১লা এপ্রিল থেকে এই প্রকল্পে আর বিনিয়োগ করা সম্ভব হবে না

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman) ২০২৩ সালের ১লা ফেব্রুয়ারি, বাজেটে এই প্রকল্পের ঘোষণা করেন। 

310
তবে ২০২৫ সালের উপস্থাপিত বাজেটে, তিনি আর এই প্রকল্পটি এগিয়ে নিয়ে য়াওয়ার কোনও ঘোষণা করেননি

তাই ৩১শে মার্চ, ব্যাঙ্ক এবং ডাকঘর বন্ধ হওয়ার সঙ্গে সহ্গেই এই প্রকল্পটিও বন্ধ হয়ে যাবে।

410
মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র প্রকল্পের অধীনে সুদের পরিমাণ ৭.৫ শতাংশ

বর্তমানে অন্য কোনও স্বল্পমেয়াদী সঞ্চয় প্রকল্পে মহিলারা এত সুদ পান না (Mahila Samman Savings Interest)। 

510
উল্লেখ্য, এই প্রকল্পটি ২ বছরে ম্যাচিওর হয়

আর এই প্রকল্পে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে ((Mahila Samman Savings Scheme)। 

610
অন্যদিকে, এই প্রকল্পে সর্বনিম্ন ১০০০ টাকা জমা করা সম্ভব

এই প্রকল্প যেকোনও ব্যাঙ্ক থেকেই খোলা যাবে। 

710
তাছাড়া পোস্ট অফিসে গিয়েও মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র অ্যাকাউন্টও খোলা যায়

তবে এই প্রকল্পে শুধুমাত্র মহিলাদেরই অ্যাকাউন্ট খোলা যাবে। 

810
কেউ চাইলে তাঁর স্ত্রী, মা, মেয়ে কিংবা বোনের নামেও এই প্রকল্পে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন

এটি একটি সরকারি প্রকল্প, তাই এতে বিনিয়োগ করা এমনিতে নিরাপদ। 

910
এই স্কিমটিতে রয়েছে নিশ্চিত রিটার্ন

কিন্তু এই প্রকল্পে বিনিয়োগ করার সময়, শুধুমাত্র ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত। 

1010
তারপর এই প্রকল্পে কেউ আর বিনিয়োগ করতে পারবেন না

তবে অবশ্যই বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

click me!

Recommended Stories