আপনার আধার আর প্যান কার্ড লিঙ্ক আছে তো? বড় সমস্যয় পড়ার আগে এভাবে মিটিয়ে নিন ঝামেলা

আধার কার্ড আর প্যান- ভারতীয় নাগরিকদের জীবনে গুরুত্বপূর্ণ দুটি কার্ড। কিন্তু কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছে- দুটি কার্ড দ্রুত লিঙ্ক করতে হবে। তারও ডেডলাইন শেষের পথে।

 

Saborni Mitra | Published : Nov 16, 2024 9:55 AM IST
19
আধার কার্ড কী

জন্ম থেকে মৃত্যু- আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কুল থেকে ভর্তি থেকে চাকরি - সব জায়গাতেই লাগে আধার কার্ড। এটি প্রত্যেক ভারতীয় পরিচয়পত্র। এটি জনসংখ্যা আর বায়োমেট্রিক ডেটার ওপর ভিত্তি করে তৈরি হয়।

29
প্যান কার্ড কী

PAN মানে স্থায়ী অ্যাকাউন্ট নম্বর। এটি একটি নথি যা আপনাকে অবশ্যই যেকোনও প্রকার ট্যাক্স ফাইল করতে কাজে লাগে। এটি পরিচয়ের প্রমাণ হিসাবে কাজ করে। মূলত, PAN হল এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে কোনো ব্যক্তি বা কোম্পানির ট্যাক্স-সম্পর্কিত তথ্য রেকর্ড করা হয়।

39
প্যান কার্ড ও আধার কার্ডের লিঙ্ক

অনেকেই সম্প্রতি বলছেন প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্কের শেষ দিন ৩১ ডিসেম্বর। তা না হলেই অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে।

49
বিশেষজ্ঞদের মতামত

তবে বিশেষজ্ঞদের মতামত হল, প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্কের দিন বা ডেডলাইন শেষ হয়ে গেছে। ২০২৩ সলের ৩০ জুনের মধ্যে যারা প্যান কার্ড ও আধার কার্ডের লিঙ্ক করানি তাজের কার্ডগুলি ইতিমধ্যেই নিস্ক্রিয় করার কাজ শুরু করা হয়েছে।

59
তাহলে কী হবে

যদি প্যান আর আধার কার্ড লিঙ্ক করা না থাকে তাহেলে প্যান কার্ড কখনই বাতিল হয়ে যাবে না। এই কার্ডটি আপনি আবার চালু করতে পারবেন। কিন্তু তার জন্য কিছু কাঠখড় পোড়াতে হবে।

69
আগে জানুন আধার আর প্যান লিঙ্ক আছে কিনা

প্রথমেই জানতে হবে আপানার আধার কার্ড আর প্যান কার্ড লিঙ্ক করা আছে কিনা। বাড়িতে বসেই আয়কর বিভাগের অনলাইন পোর্টালে দিয়ে চেক করতে হবে। www.incometax.gov.in -এ ক্লিক করুন।

79
দ্বিতীয় ধাপ

কুইক লিঙ্ক’ অপশনে ক্লিক করুন। সেখানে ‘লিঙ্ক আধার স্টেটাস’ সিলেক্ট করুন ঙ্ক আধার স্টেটাস সিলেক্ট করুন। তাতে নতুন একটা ওয়েবপেজ খুলে যাবে। সেখানে আপনার আধার নম্বর ও প্যান নম্বর বসান। ‘ভিউ লিঙ্ক আধার স্টেটাস’-এ ক্লিক করুন। আপনার আধার প্য়ান লিঙ্ক রয়েছে কি না, তা দেখা যাবে।

89
যদি না থাকে

লিঙ্ক করতে হলে আয়কর বিভাগের পোর্টাল থেকেই ত কর যাবে। তবে তারজন্য ১০০০ টাকা জরিমানা দিতে হবে। অনলাইনে জরিমানা প্রদান করে আপনার প্যান কার্ড আবার চালু করতে পারেন।

99
কীভাবে করবেন

সিবিডিটি-র সার্কুলার অনুযায়ী, ২৩৪ এইচ ধারায় ১০০০ টাকা জরিমানা দিলে প্যান কার্ড আবার সক্রিয় হয়ে যাবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos