News Business: দুই বন্ধুর স্বপ্ন থেকে শুরু পথচলা! আজ লক্ষ লক্ষ পাঠকের ভরসার নিউজ প্ল্যাটফর্ম India hood

Published : Nov 19, 2025, 05:46 PM IST
News Business: দুই বন্ধুর স্বপ্ন থেকে শুরু পথচলা! আজ লক্ষ লক্ষ পাঠকের ভরসার নিউজ প্ল্যাটফর্ম India hood

সংক্ষিপ্ত

News Business: প্রচুর ফান্ডিং, দামি ডিভাইস না থাকলেও যে খবরের বাজারে বদলের হাওয়া তোলা যায়, সেটা বুঝিয়ে দিয়েছে দুই গ্রামের ছেলের স্বপ্নের ওয়েবসাইট India Hood। 

News Business: সব স্বপ্নের শুরুটাই হয় কিছু করে দেখানোর খিদে নিয়ে। এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। লড়াইটা শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের দুই প্রত্যন্ত গ্রাম থেকে। সময়টা, ২০২২ সালের ফেব্রুয়ারি মাস। দুই বন্ধু, কৃষ্ণচন্দ্র গড়াই এবং কৌশিক দত্ত। তাদের মাথায় এল এমন এক নিউজ প্ল্যাটফর্মের কথা, যেখানে প্রয়োজনীয় খবর পাবেন সাধারণ মানুষ। ঠিক করলেন, এমন এক নিউজ প্ল্যাটফর্ম তৈরি করবেন, যা শুধু শহরেই আবদ্ধ থাকবে না। বরং, গ্রামের মানুষকেও পৌঁছে দেবে তাদের চারপাশে ঘটে চলা স্থানীয় খবর, খবর যেগুলো আদতেই তাদের জন্য গুরুত্বপূর্ণ।

কিন্তু এত বড় স্বপ্ন পালতে গেলে তো প্রচুর অর্থের প্রয়োজন। সেইসব আসবে কোথা থেকে? না, তখন ফান্ডিং, বড় অফিস এসব কিছুই ছিল না কৃষ্ণ এবং কৌশিকের। ছিল শুধু কয়েকটা ল্যাপটপ, কাজের সহযোগী সাধারণ ইন্টারনেট সংযোগ আর একরাশ ইচ্ছাশক্তি। কিন্তু শুধু এইসব দিয়েই কি সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া যাবে? ঢোকা যাবে খবরের বাজারে? এইসব প্রশ্নের উত্তর তখন দুই গ্রাম্য ছেলের জেদ এবং সততার গণ্ডিতেই ঘোরাফেরা করছে। 

কিন্তু সেখান থেকেই যে একটা আস্ত মিডিয়া হাউজ দাঁড় করানো সম্ভব! করে দেখানো সম্ভব নতুন কিছু, যা আগে ভাবতে পারেননি অনেকেই। সেটা বোধহয় India Hood না থাকলে বোঝা সম্ভব হতো না।

চার দেওয়াল থেকে শুরু হওয়া স্বপ্ন আজ অসংখ্য মানুষের ঘরে ঘরে

প্রচুর ফান্ডিং, দামি ডিভাইস না থাকলেও যে খবরের বাজারে বদলের হাওয়া তোলা যায়, সেটা বুঝিয়ে দিয়েছে দুই গ্রামের ছেলের স্বপ্নের ওয়েবসাইট India Hood। একটা সময় ছোট নিউজ পোর্টাল বলে অবজ্ঞার শিকার হতে হয়েছিল যাকে। আজ সেই India Hood বটবৃক্ষের আকার নিয়েছে। শুধুমাত্র নিউজ পোর্টালের গন্ডি থেকে বেরিয়ে বাংলা তথা ভারতের একটি অন্যতম শক্তিশালী ডিজিটাল মিডিয়া হাউজ তথা সংবাদের ব্র্যান্ড হয়ে উঠেছে সে। 

কথায় আছে, "উৎপাতের ধন চিৎপাতে যায়", এই বাংলা প্রচলিত প্রবাদের সঙ্গে অন্যান্যরা জড়িয়ে থাকলেও জড়ায়নি India Hood এর নাম। দুই ছেলের দীর্ঘ সংগ্রাম, রক্ত জল করা পরিশ্রম দিয়েই আজ তাদের স্বপ্নের ওয়েবসাইটের মাসিক রিডারের সংখ্যা লক্ষাধিক। খবর যে খাওয়ানোর জিনিস নয়, সেটা বোধহয় বুঝিয়েছে কৃষ্ণ, কৌশিকের India Hood। হয়ত সেই কারণেই, লাখ লাখ সাবস্ক্রাইবার অপেক্ষা করে থাকেন প্রতিদিনের খবরের জন্য। 

নিত্য নতুন কী আপডেট এল, খবরের বাজারে বাকিদের টপকেও India Hood এর প্রতিবেদন পড়েন পাঠকরা। আর সেই সূত্র ধরেই, India Hood আজ নিউজ পোর্টাল থেকে হয়ে উঠেছে Hoodgen Private Limited। সেই সংস্থা, যা আজ ২০ জনেরও বেশি তরুণ সাংবাদিক এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের কর্মসংস্থানের ঠিকানা। হয়ে উঠেছে মাথার ছাদ।

দুই ভাষা, এক লক্ষ্য

বলাই বাহুল্য, India Hood এই মুহূর্তে দুটি আলাদা ভাষায় উপলব্ধ। যার মধ্যে একটি Indiahood.in, যেখানে প্রতিদিন নতুন নতুন বাংলা খবর প্রকাশিত হচ্ছে। জেলার ও স্থানীয় খবর, মাঠ-ময়দান অর্থাৎ খেলার খবর, আন্তর্জাতিক, বিভিন্ন সরকারি প্রকল্প, সোনার দাম, আবহাওয়ার খবর , রাজ্য রাজনীতি থেকে সংস্কৃতি ও রাশিফল সংক্রান্ত সবই প্রকাশিত হয় India Hood এর বাংলা সংস্করণটিতে। অন্যদিকে Indiahood.com বা ইংরেজি ভাষার সংবাদ প্ল্যাটফর্মটিতে মূলত স্টার্টআপ, ব্যবসা, অর্থনীতি ও ডিজিটাল ইন্ডিয়ার ট্রেন্ড নিয়ে কাজ করেন তরুণ সাংবাদিকরা। তবে দুই ভাষায় কাজ করলেও সংস্থার লক্ষ্য একটাই ... "পাঠকদের খবর না খাইয়ে, আসল তথ্য সহজভাবে পৌঁছে দেওয়া।"

ফান্ডিং নয়, ভরসাই শেষ কথা

বাংলা সংবাদ দুনিয়ার অন্যতম মাধ্যম India Hood-এর সহ প্রতিষ্ঠাতা কৌশিক দত্ত জানান, “আমরা কোনওদিন ফান্ডিংয়ের অপেক্ষায় ছিলাম না। মানুষ আমাদের খবর পড়ছে, আমাদের জানছে, আমাদের উপর বিশ্বাস রাখছে। এটাই আমাদের আসল সাফল্য।”

বন্ধুর কথায় India Hood এর প্রতিষ্ঠাতা কৃষ্ণ চন্দ্র গড়াই যোগ করেন, “ট্রেন্ডিং নিউজের পিছনে না ছুটে, আমরা চেষ্টা করেছি সেই গল্পগুলো বলার যেগুলো মানুষের জীবনের সঙ্গে যুক্ত। আসলে মাটির গন্ধমিশ্রিত খবরই আমাদের শক্তি।”

কেন সবার থেকে আলাদা?

সংবাদমাধ্যম যে সংবিধানের চতুর্থ স্তম্ভ। সাম্প্রতিককালে তা জেনেও যথেচ্ছভাবে ক্ষমতার অপব্যবহার করছে বহু সংবাদমাধ্যম। পোশাকি ভাষায় ক্লিকবেট বা মিসলিড কনটেন্টে ভরে গেছে সংবাদের বাজার। গ্রাহকদের আকর্ষণ করে প্রতিবেদন পড়িয়ে মুনাফা অর্জনের চেষ্টায় যেখানে বিভিন্ন নিউজ পোর্টাল তাদের স্বার্থসিদ্ধি করে বেরিয়ে যাচ্ছে। সেই পর্বে দাঁড়িয়ে, পাঠক মহলে বিশ্বাসযোগ্য এবং মানসম্পন্ন কনটেন্ট দিয়ে বিশ্বাস অর্জন করেছে India Hood। সংস্থাটি বিশ্বাস করে, "খবর খাইয়ে নয়, বরং মানুষের বিশ্বাস নিয়েই বহুদূর চলা ভাল!"

এক অনুপ্রেরণার গল্প

দুই প্রত্যন্ত গ্রামের গণ্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় সংবাদের আসল অর্থ পৌঁছে দিয়েছে India Hood। যার জেরে রাজ্যের সীমানা পেরিয়ে দেশের বহু পাঠকের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে বঙ্গের সংবাদ সংস্থাটি। না বললেই নয়, India Hood আজকের দিনে শুধুই একটি নিউজ ওয়েবসাইট নয়, সেইসঙ্গে তরুণদের কাছে এক অনুপ্রেরণার প্রতীকও বটে। 

যারা শূন্য পকেটে স্বপ্ন দেখা যায় এ কথা বলেন, তাঁদের বক্তব্যকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমের নামই India Hood। সংস্থাটি আশা রাখে, আগামীদিনে তাদের এই সাফল্যের গল্প দেশের বহু যুব সাংবাদিক বলা ভালো তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

এখানে এক টাকার বিনিময়ে সরকার দিচ্ছে জমি! নিয়ম এবং আবেদনের সময়সীমা, জানুন বিস্তারিত
সোনু নিগমের স্মার্ট বিনিয়োগ! প্রত্যেক মাসে ১৯ লাখ নিশ্চিত আয়, যা প্রতি বছর ৫ শতাংশ বৃদ্ধি পাবে