Published : Feb 01, 2025, 06:59 AM ISTUpdated : Feb 01, 2025, 12:55 PM IST

Union Budget 2025 Live Update: বাজেটে মধ্যবিত্তদের গুরুত্ব দিল কেন্দ্র! ১২ লক্ষ টাকা আয় পর্যন্ত লাগবে না কোনও ট্যাক্স

সংক্ষিপ্ত

২০২৫-২৬ কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের অষ্টম বারের মতো বাজেট পেশ করছেন। এই বাজেট মধ্যবিত্তের লাভ, কোন জিনিসের কত দাম বৃদ্ধি পেল বা কমল, সেই সঙ্গে ইনকাম ট্যাক্সে কত ছাড় পাওয়া যাবে তা আমরা আজকে অর্থাৎ ১ ফেব্রুয়ারি, ২০২৫, বেলা ১১ টা থেকে কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার সঙ্গে সঙ্গে মিলবে আপডেট। চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলায়-

 

 

12:17 PM (IST) Feb 01

বছরে ২৪ লক্ষ টাকা আয়ে দিতে হবে ৩০ শতাংশ আয়কর

বছরে ২৪ লক্ষ টাকা আয়ে দিতে হবে ৩০ শতাংশ আয়কর

12:14 PM (IST) Feb 01

বেতনভোগীদের জন্য ১২.৭৫ লক্ষ টাকায় কর ছাড়

বেতনভোগীদের জন্য ১২.৭৫ লক্ষ টাকায় কর ছাড়

12:13 PM (IST) Feb 01

১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও ট্যাক্স লাগবে না

১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও ট্যাক্স লাগবে না

12:12 PM (IST) Feb 01

ক্যান্সারের ওষুধ ও জীবনদায়ী ওষুধের দাম কমল

ক্যান্সারের ওষুধ ও জীবনদায়ী ওষুধের দাম কমল

12:11 PM (IST) Feb 01

চামড়ার জিনিস, বৈদ্যুতিক গাড়ি ও বরফ জাত মাছের দাম কমলো। দেশীয় পোশাকের দাম কমলো

চামড়ার জিনিস, বৈদ্যুতিক গাড়ি ও বরফ জাত মাছের দাম কমলো। দেশীয় পোশাকের দাম কমলো।

12:07 PM (IST) Feb 01

প্রবীণদের জন্য আয়কর ছাড়

প্রবীণদের জন্য ৫০ হাজার থেকে বেড়ে ১ লক্ষ টাকায় আয়কর ছাড়

12:04 PM (IST) Feb 01

TDS আরও সহজ করা হবে

TDS আরও সহজ করা হবে বলে জানালেন অর্থমন্ত্রী। ২ লক্ষ ৪০ হাজার থেকে বেড় ৬ লক্ষ টাকা পর্যন্ত ছাড় TDS এ

12:03 PM (IST) Feb 01

দাম কমলো মোবাইল ফোন ও LED টিভির

দাম কমলো মোবাইল ফোন ও LED টিভির

11:57 AM (IST) Feb 01

মোবাইল ফোনের যন্ত্রাংশে শুল্কে ছাড়

কোবাল্ট ও লিথিয়াম ব্যাটারিতে পুরোপুরি শুল্ক প্রত্যাহার করল কেন্দ্র

11:55 AM (IST) Feb 01

রপ্তানি বৃদ্ধিতে এবং ‘নন ট্যারিফ’ বিষয়ে রপ্তানিকারীদের সুবিধা দিতে বিশেষ পরিকাঠামো

রপ্তানি বৃদ্ধিতে এবং ‘নন ট্যারিফ’ বিষয়ে রপ্তানিকারীদের সুবিধা দিতে বিশেষ পরিকাঠামো। রাজস্ব ঘাটতি ৪.৮ শতাংশ অর্থাৎ আয়ের চাইতে খরচ বাড়ল ৪.৮ শতাংশ।

11:54 AM (IST) Feb 01

৩৬টি ক্যান্সার এবং অন্যান্য ক্রিটিকাল অসুখের ওষুধের শুল্ক প্রত্যাহার করা হয়েছে

৩৬টি ক্যান্সারের ওষুধে পুরোপুরি শুল্ক প্রত্যাহার করল কেন্দ্র

11:53 AM (IST) Feb 01

তফশিলি মহিলাদের জন্য বিশেষ ঋণ

তফশিলি মহিলাদের জন্য বিশেষ ঋণ নেওয়ার সুবিধা দেওয়া হল বাজেটে।

11:51 AM (IST) Feb 01

জেলায় জেলায় সরকারি হাসপাতালে ক্যান্সার সেন্টার

জেলায় জেলায় সরকারি হাসপাতালে ক্যান্সার সেন্টার তৈরি করার ঘোষণা

11:48 AM (IST) Feb 01

আগামী সপ্তাহে আসছে নতুন আয়কর বিল

আগামী সপ্তাহে পেশ করা হবে নতুন আয়কর বিল। জানিয়েছেন নির্মলা

11:47 AM (IST) Feb 01

কেওয়াইসি নিয়ম

কেওয়াইসি নিয়ম পর্যায়ক্রমে আপডেট হবে বলে জানানো হল বাজেটে

11:46 AM (IST) Feb 01

এফডিআই লিমিট ৭৪ শতাংশ থেকে ১০০ শতাংশ করা হল ইনস্যুরেন্স সেক্টরে

এফডিআই এফডিআই লিমিট ৭৪ শতাংশ থেকে ১০০ শতাংশ করা হল ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক গ্রামে ছড়িয়ে দেওয়া হবে।

11:45 AM (IST) Feb 01

৫০টি পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানোর ঘোষণা করা হল বাজেটে

11:40 AM (IST) Feb 01

বাজেটেও লাভবান বিহার! তৈরি হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি

11:39 AM (IST) Feb 01

১২০টি বিমানবন্দর তৈরির ঘোষণা দেশে নতুন ১২০টি বিমানবন্দর তৈরির ঘোষণা । তার মধ্যে বিহারে তিনটি নতুন বিমানবন্দর তৈরির ঘোষণা।

11:37 AM (IST) Feb 01

মেডিক্যালে আসন বৃদ্ধি

মেডিক্যালে আসন বৃদ্ধি মেডিক্যাল কলেজগুলিতে আগামী পাঁচ বছরে ৭৫ হাজার আসন বৃদ্ধির ঘোষণা অর্থমন্ত্রীর। আগামী বছর বৃদ্ধি করা হবে ১০ হাজার আসন।

11:33 AM (IST) Feb 01

নিউক্লিয়ার এনার্জি মিশন ১০০ জিগাওয়াট নিউক্লিয়ার এনার্জি তৈরি করা হবে। নিউক্লায়ার এনার্জি মিশনের অধীনে গবেষণার জন্য ২০ হাজার কোটি টাকা বরাদ্দ।

11:31 AM (IST) Feb 01

মহিলা ও কৃষকদের উন্নয়নেই আমাদের মূল লক্ষ্য: নির্মলা

11:30 AM (IST) Feb 01

অসংগঠিত শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। হকারদের জন্য ইউপিআই প্রযুক্তি-সহ ক্রেডিট কার্ড।

11:30 AM (IST) Feb 01

মহিলা উদ্যোগপতির তৈরি প্রথম উদ্যোগপতি ৫ লক্ষ তপশিলি জাতি ও উপজাতির মহিলারা ২ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন

11:30 AM (IST) Feb 01

আইআইটির সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত আইআইটির সংখ্যা করা হবে ৫টি নতুন আইআইটি নির্মাণ করা হবে।

11:27 AM (IST) Feb 01

খেলনা হাব তৈরির ঘোষণা অর্থমন্ত্রীর। আইআইটিতে পড়ুয়াদের জন্য আসন বৃদ্ধি

11:21 AM (IST) Feb 01

কিষাণ ক্রেডিট কার্ডে ৩ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা করা হল

11:20 AM (IST) Feb 01

ভারতীয় ডাক বিভাগের উন্নতিতে বিশেষ নজর। ডাল উৎপাদনে আগামী ৬ বছরের মধ্যে আত্মনির্ভর হয়ে ওঠার ‘মিশন’ বাজেটে

11:19 AM (IST) Feb 01

মৎসজীবীদের জন্য বিশেষ ইকনমিক জোন তৈরি হবে: নির্মলা

11:17 AM (IST) Feb 01

রাজ্যের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে কেন্দ্র

11:16 AM (IST) Feb 01

কৃষিক্ষেত্রে আত্মনির্ভর ভারতের দিকে নজর। কিশাণ ক্রেডিট কার্ডে ঋণের পরিমাণ ৩ লক্ষ থেকে বেড়ে ৫ লক্ষ।

কৃষিক্ষেত্রে আত্মনির্ভর ভারতের দিকে নজর। কিশাণ ক্রেডিট কার্ডে ঋণের পরিমাণ ৩ লক্ষ থেকে বেড়ে ৫ লক্ষ।

11:16 AM (IST) Feb 01

"দেশের উন্নয়নই আমাদের লক্ষ্য" বললেন অর্থমন্ত্রী

"দেশের উন্নয়নই আমাদের লক্ষ্য" বললেন অর্থমন্ত্রী

11:15 AM (IST) Feb 01

বিহারের জন্য মাকানা বোর্ড। সেরাজ্যের কৃষলকদের বাড়তি সুবিধা।

বিহারের জন্য মাকানা বোর্ড। সেরাজ্যের কৃষলকদের বাড়তি সুবিধা।

11:15 AM (IST) Feb 01

তুলো চাষের উৎপাদন বাড়াতে লক্ষ্য কেন্দ্রের। কৃষকদের প্রশিক্ষণ ও নতুন প্রযুক্তি পৌঁছে দেওয়া হবে। বস্ত্র শিল্পে উন্নয়নই লক্ষ্য।

তুলো চাষের উৎপাদন বাড়াতে লক্ষ্য কেন্দ্রের। কৃষকদের প্রশিক্ষণ ও নতুন প্রযুক্তি পৌঁছে দেওয়া হবে। বস্ত্র শিল্পে উন্নয়নই লক্ষ্য।

11:14 AM (IST) Feb 01

এশিয়ানেট নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে দেখুন বাজেটের লাইভ আপডেট

11:13 AM (IST) Feb 01

উচ্চ উৎপাদনশীল বীজের ওপর জোর দেওয়া হচ্ছে বাজেটে। কৃষিতে আত্মনির্ভরতার পথে ভারত

উচ্চ উৎপাদনশীল বীজের ওপর জোর দেওয়া হচ্ছে বাজেটে। কৃষিতে আত্মনির্ভরতার পথে ভারত।

10:58 AM (IST) Feb 01

বাজেট পেশে রেকর্ড তৈরির পথে নির্মলা, পিছিয়ে এই বাঙালির থেকে

১ ফেব্রুয়ারি তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নিয়ে তিনি ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রী যিনি পরপর আটবার বাজেট পেশ করছেন।

Read Full Story

10:40 AM (IST) Feb 01

BUDGET 2025: অদ্ভুত কাণ্ড! ভারতের এই অর্থমন্ত্রীরা কখনও বাজেট পেশই করেননি

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ১ ফেব্রুয়ারী, ২০২৫ এ কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। ভারতীয় সংবিধানের ১১২ নং অনুচ্ছেদ অনুযায়ী, বাজেট হল দেশের বার্ষিক আর্থিক বিবরণী, যাতে কোনও নির্দিষ্ট বছরের জন্য সরকারের আয় এবং ব্যয়ের আনুমানিক বিবরণ থাকে। সংসদে বাজেট পেশ করার কাজ অর্থমন্ত্রীর, কিন্তু আপনি কি জানেন এমন একজন অর্থমন্ত্রীও ছিলেন যিনি কখনও বাজেট পেশ করেননি।

Read Full Story