দীপাবলি উপলক্ষে উত্তরপ্রদেশ সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় থাকা মহিলাদের বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দিচ্ছে। এই প্রকল্পের অধীনে রাজ্যের প্রায় ১.৮৬ কোটি মহিলা বছরে দুটি করে বিনামূল্যে রিফিল পাবেন, যার প্রথম ধাপ দীপাবলির আগেই শুরু হয়েছে।
দীপাবলি উপলক্ষ্যে কোটি কোটি মহিলারা পেতে চলেছেন বড় উপহার। প্রায় প্রতি রাজ্যেই মহিলাদের জন্য আছে বিশেষ সুবিধা। কোথাও দেওয়া হয় মাসিক ভাতা তো কোথাও মহিলারা সরকারের থেকে পান বাড়তি সুবিধা। এবার দিওয়ালি উপলক্ষ্যে সরকার দিচ্ছে বিরাট চমক। মহিলাদের দেওয়া হবে বিশেষ উপহার।
25
এই ফেস্টিভ সিজনে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার পাবেন মহিলারা। সিলিন্ডার দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সরকার মঙ্গলবার এই ঘোষণা করেছেন। এই প্রকল্পের আওতায় রাজ্যের ১.৮৬ কোটি মহিলা উপকৃত হবেন।
35
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় যারা আছেন অর্থাৎ রাজ্যের ১.৮৫ কোটি মহিলাকে দুটি করে সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। এলপিজি রিপিল দেওয়া হবে। যা বিতরণ শুরু হয়েছে বুধবার।
তবে, এই যোজনা বাস্তবায়ন হতে চলেছে উত্তরপ্রদেশে। সেখানের মহিলারা দিওয়ালির আগে পাবেন বিনামূল্যে গ্যাস। প্রতি বছর দুটি ধাপে বিনামূল্যে এলপিজি রিফিল দেওয়া হবে। যোজনার প্রথম ধাপ হবে অক্টোবর- ডিসেম্বর ২০২৫। অর্থাৎ দিওয়ালির সময়। আর দ্বিতীয় ধাপ হবে জানুয়ারি- মার্চ ২০২৬।
55
এই প্রকল্পের জন্য উত্তরপ্রদেশ রাজ্য সরকার ১,৫০০ কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে। প্রথম ধাপে ১.২৩ কোটি আধার-ভিত্তিক সুবিধাভোগীকে গ্যাস রিফিল দেওয়া হবে। বিতরণ হবে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের মাধ্যমে।