মোবাইল পেমেন্টে এবার থেকে ইউপিআই লাইট, ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে কি নতুন বিপ্লব?

Published : Nov 01, 2024, 05:52 PM IST

নগদ পেমেন্টের দিন শেষ। এখন সবই অনলাইন পেমেন্ট। 

PREV
19
ইউপিআই-এর আগমনে আর্থিক লেনদেন অনেক সহজ হয়েছে

এখন ইউপিআই লাইট দিয়ে এই অবস্থা আরও বদলে যাচ্ছে।

29
এটিই গেম চেঞ্জার হয়ে উঠেছে

গত দশকে মোবাইল পেমেন্টে ব্যাপক অগ্রগতি। 

39
ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) ভারতে ডিজিটাল পেমেন্টে বিপ্লব এনেছে

ইউপিআই লাইট এখন নতুন বিপ্লব।

49
ইউপিআই লাইট কি?

এর সুবিধা, মোবাইল পেমেন্টে এর প্রভাব জেনে নিন।

ইউপিআই লাইটঃ

ইউপিআই লাইট হল UPI সিস্টেমের সরলীকৃত রূপ।

59
ইউপিআই লাইট সক্রিয় করতে পারেন

ইউপিআই লাইট কিভাবে কাজ করে?

ইউপিআই লাইট ব্যবহারকারীরা তাদের UPI অ্যাপের মাধ্যমে PhonePe, Bajaj Pay, Google Pay ইত্যাদি অ্যাপ ব্যবহার করে ইউপিআই লাইট সক্রিয় করতে পারেন।

69
মোবাইল পেমেন্টের ধারণা পাল্টে দিতে পারে

ইউপিআই লাইট কেন গেম চেঞ্জার?

ইউপিআই লাইট বিশেষ করে ভারতের মতো দ্রুত বর্ধনশীল বাজারে মোবাইল পেমেন্টের ধারণা পাল্টে দিতে পারে।

79
সবমিলিয়ে, কাজ অনেকটাই সহজ করে দিয়েছে এই অনলাইন ব্যবস্থা

ফলে, আগামীতে এর ব্যবহার আরও বাড়বে বলেই মত বিশেষজ্ঞদের। 

89
তাই আর নেই ক্যাশ নিয়ে কোনও ঝামেলা

পেমেন্ট এখন আরও সহজ। 

99
নগদ পেমেন্টের দিন শেষ

এখন সবই অনলাইন পেমেন্ট।

click me!

Recommended Stories