UPI Payment Incentive: এখন থেকে UPI-তে ২০০০ টাকার লেনদেন করলেই ইনসেনটিভ? বিরাট আপডেট

ব্যবসার ক্ষেত্রে ইউপিআই লেনদেন (UPI Transaction) বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। 

Subhankar Das | Published : Mar 20, 2025 2:36 PM
110
UPI Payment Incentive:

এবার ছোট ব্যবসায়ীদের ইনসেনটিভ দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। 

210
সেইজন্য সরকার ১৫০০ কোটি টাকা অনুমোদন করেছে

এমনিতে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে ক্যাশব্যাকের বিষয়টি সকলেরই জানা (UPI payment limit per day)। 

310
তবে এবার শুধু ক্যাশব্যাকই নয়, সরকার ইনসেনটিভও দেবে

বুধবার, ইউপিআই পেমেন্ট নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। জানা যাচ্ছে, ২ হাজা টাকার লেনদেন করলেই তার উপরে পাওয়া যাবে ইনসেনটিভ। 

410
চলতি অর্থবর্ষে, ছোট ব্যবসায়ীদের ২০০০ টাকার লেনদেনের উপর ০.১৫% হারে ইনসেনটিভ দেওয়া হবে

কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, এই প্রকল্পের অধীনে কোনও ব্যক্তি যদি ব্যবসায়ীকে ২০০০ টাকা পর্যন্ত (পার্সন টু মার্চেন্ট) UPI-র মাধ্যমে টাকা পাঠান, তবে লেনদেনের উপর ০.১৫% হারে ইনসেনটিভ দেওয়া হবে (UPI Payment Guidelines)।  

510
তবে শুধু ছোট ব্যবসায়ীরাই এই সুবিধা পাবেন

অতএব, বড় ব্যবসায়ীরা এই ইনসেনটিভের সুবিধা কোনওভাবেই পাবেন না। 

610
এছাড়াও সব ধরনের লেনদেনের জন্য জিরো মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) রাখা হচ্ছে

যা নিখরচায় ডিজিটাল লেনদেনকে সুনিশ্চিত করবে। 

710
কোনও গ্রাহক যদি ২০০০ টাকা বা তার কম টাকার কেনাকাটা করে থাকেন

সেইসঙ্গে, যদি তিনি ইউপিআই-র মাধ্যমে লেনদেন করেন, তাহলে সেই ছোট ব্যবসায়ী লেনদেন পিছু ১.৫ টাকা করে ইনসেনটিভ পাবেন (UPI payment incentive)। 

810
অন্যদিকে, ব্যাঙ্কগুলিও এই ভাতা পাবে

ডিজিটাল পেমেন্টকে উৎসাহ দেওয়া এবং ক্যাশলেস অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

910
সরকারের মতে, বর্তমান সময়ে দাঁড়িয়ে দোকানদারদের জন্য UPI হল সবচেয়ে সহজ একটি উপায়

বলা চলে, নিরাপদ এবং দ্রুততম একটি পেমেন্ট পদ্ধতি। যার মাধ্যমে পেমেন্ট করলে, সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসে। 

1010
এদিকে আবার কোনওরকম অতিরিক্ত খরচ ছাড়াই UPI পরিষেবায় এই সুবিধা পাওয়া যাবে

ডিজিটাল লেনদেনের একটি রেকর্ড তৈরি করা হবে। যার ফলে, লোন নেওয়া আরও সহজ হবে। গ্রাহকরা বাড়তি সুবিধা পাবেন এবং তার জন্য কোনও অতিরিক্ত চার্জ নেওয়া হবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos