এই নতুন পরিবর্তনগুলো বিশেষ করে ব্যক্তি থেকে ব্যবসায়ীদের মধ্যে লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সহজ কথায়, যদি কেউ বিমা প্রমিয়াম পরিশোধ করেন, ঋণ ইএমআই পরিশোধ করেন বা বাজারে বিনিয়োগ করেন, তবে ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেনের সীমা অর্থাৎ পরিবার বা বন্ধুদের কাছ টাকা পাঠানোর সীমা আগের মতো ১ লাখ টাকা থাকবে।