শেয়ার বাজারে কোন স্টকে লগ্নি করবেন? শুক্রবার এই পাঁচ স্টকে চোখ রাখুন

শেয়ার বাজারে কোন স্টকে লগ্নি করবেন? শুক্রবার এই পাঁচ স্টকে চোখ রাখুন

টানা তিন দিন পজ়িটিভ মোমেন্টাম রয়েছে এই সপ্তাহে দেশের শেয়ার বাজারে। যা দেশে খুচরো লগ্নিকারীদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস পড়েছে। বৃহস্পতিবার দেশের প্রধান দুই স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে ০.৪২ শতাংশ করে। এর মধ্যে সেনসেক্স ৩১৮ পয়েন্ট বেড়ে হয়েছে ৭৭ হাজার ৪২ এবং নিফটি ৯৮ পয়েন্ট বেড়েছে রয়েছে ২৩ হাজার ৩১১ পয়েন্টে। 

বৃহস্পতিবার নিফটি স্মল ক্যাপ ১০০ এবং নিফটি মিড ক্যাপ ১০০ ইনডেক্স বেড়েছে যথাক্রমে ১.৬৭ শতাংশ ও ১.০৮ শতাংশ।  শুক্রবার কোন স্টকে লগ্নির পরামর্শ বিশেষজ্ঞরা দিয়েছেন তা এক্ষুনি দেখে নিন।

Latest Videos

বৃহস্পতিবার  ৯.২ শতাংশ বেড়ে ৬০০ টাকায় পৌঁছে গিয়েছিল আদানি পাওয়ারের শেয়ার দর। ৮.৮ শতাংশ বেড়ে হয় ১ হাজার ১২৭ টাকা হয়েছিল আদানি গ্রিন এনার্জির শেয়ার দর। আদানি এন্টারপ্রাইজ়ের শেয়ার দর ৭.৭ শতাংশ বেড়ে পৌঁছয় ২ হাজার ৫৭০ টাকায়। আদানি টোটাল গ্যাস-এর শেয়ার দর ৭.১ শতাংশ বেড়ে হয়েছিল ৭০৮ টাকা। আদানি এনার্জি সলিউশনের শেয়ার দর ৬.৬ শতাংশ বেড়ে পৌঁছয় ৮৩২ টাকায়। আদানি পোর্টসের শেয়ার দর ৫.৪ শতাংশ বেড়ে ১ হাজার ১৯০ টাকায় পৌঁছে গিয়েছিল। এসিসি সিমেন্ট, অম্বুজা সিমেন্ট এবং এনডিটিভি-র শেয়ার দরও বেড়েছে বৃহস্পতিবার সকালে।

HAL: হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড দেশের প্রতিরক্ষা খাতের এক গুরুত্বপূর্ণ সংস্থা। গত কয়েক দিনে এই সংস্থার স্টকের দাম পড়ে যায়। তবে বৃহস্পতিবার ২.৭০ শতাংশ বেড়ে এর দাম হয় ৩ হাজার ৯২৬ টাকা। এর টার্গেট প্রাইস ৪ হাজার ২০০ টাকা এবং স্টপলস ৩ হাজার ৮০০ টাকা।

Biocon Limited: গত কয়েক দিনে এই বায়োফার্মাসিউটিক্যাল সংস্থার স্টক দারুণ পারফর্ম করেছে। বাজারের অস্থির পরিস্থিতির মধ্যেও এই শেয়ারের দর বেড়েছে। বৃহস্পতিবার ২.৭৯ শতাংশ বেড়ে বায়োকনের প্রতিটি শেয়ারের দাম হয়েছে ৩৯৩ টাকা। গত পাঁচ ট্রেডিং সেশনে তা সাড়ে ৭ শতাংশ এবং গত এক মাসে প্রায় ১২ শতাংশ বেড়েছে এই সংস্থার শেয়ার দর। এর টার্গেট প্রাইস ৪১০ টাকা এবং স্টপলস ৩৮০ টাকা।

Swan Energy:  এই সংস্থার স্টকও গত তিন দিনে অনেকটা বেড়েছে। বৃহস্পতিবার প্রায় ৬ শতাংশ বেড়ে এর দাম হয়েছে ৬৮৬ টাকা। এর টার্গেট প্রাইস ৬৭০ টাকা এবং স্টপলস ৭২০ টাকা।

Ramkrishna Forgings:   গত কয়েক দিনে অনেকটা বেড়েছে এই সংস্থার দাম। বৃহস্পতিবার ৪.৭০ শতাংশ বেড়ে এই সংস্থার শেয়ারের দাম হয়েছে ৯৯৫ টাকা। 

Stove Kraft: ত পাঁচ দিনে এর স্টক প্রাইস বেড়েছে ১০.২৫ শতাংশ। এর মধ্যে বৃহস্পতিবার ৪.৭৪ শতাংশ বেড়ে শেয়ারের দাম হয়েছে ৯৪১ টাকা। এর টার্গেট প্রাইস ১ হাজার ১০ টাকা এবং স্টপলস ৯০৫ টাকা।

Share this article
click me!

Latest Videos

'স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি ঢাকতে আমাদের সাসপেন্ড করা হয়েছে' কর্মবিরতির ঢাক দিয়ে বললেন চিকিৎসকরা
Sundarbans-এ ফের বাঘের ভয়াল থাবা! উদ্ধার করেও গেল না বাঁচানো, গোটা গ্রামে শোকের ছায়া
পড়ুয়াকে Bangladeshi বলে অপমান! স্কুলে ভর্তি হওয়ায় বাঁধা, তীব্র চাঞ্চল্য Nadia-র Kalyani-তে
Rashifal Today: শনিবার ১৮ই জানুয়ারি কেমন কাটবে আজকের এই দিন, জানুন আজকের রাশিফলে
'দায় এড়ানোর জন্য যা খুশি তা করতে পারেন না মুখ্যমন্ত্রী', ক্ষোভ উগরে দিলেন ডাক্তাররাই