ব্যাঙ্কে ৩০ হাজার টাকার বেশি থাকলেই বন্ধ করে দেওয়া হবে অ্যাকাউন্ট? আচমকা আপডেট দিল রিজার্ভ ব্যাঙ্ক

Published : Apr 09, 2025, 09:40 AM IST

ব্যাঙ্কিং ক্ষেত্রে নয়া নিয়ম। এবার থেকে নাকি কোনও অ্যাকাউন্টে ৩০ হাজার টাকার বেশি থাকলেই, তা বন্ধ করে দেওয়া হবে! এমনই খবর সামনে এসেছে। আর এই খবরে বেশ চিন্তায় পড়ে গিয়েছেন গ্রাহকরা! কী হতে চলেছে তাহলে?

PREV
112

ব্যাংক অ্যাকাউন্টে ৩০ হাজার টাকার বেশি থাকলেই বন্ধ হয়ে যেতে পারে অ্যাকাউন্ট?

212

এমনটাই দাবি করেছে একটি রিপোর্ট।

412

তাহলে কি সত্যিই এরকম অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হবে, যেখানে ৩০ হাজারেরও বেশি টাকা আছে!

512

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কী বলছে? আদৌ কি এই খবর সত্যি?

612

সাধারণ মানুষ এই সংক্রান্ত খবরের প্রতি মনোনিবেশ করছে। বিশেষ করে আরবিআই-এর ঘোষণার দিকে নজর রাখা হচ্ছে।

712

এমন অবস্থায় যদি খবর আসে যে কোনও কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে, তাহলে তা স্বাভাবিক ভাবেই আতঙ্কের কারণ হবে।

812

সম্প্রতি এমনই ভাইরাল হওয়া একটি খবরে আতঙ্ক ছড়ায়।

912

খবরে দাবি করা হয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক নাকি একটি বড় ঘোষণা করে জানিয়েছে কারও অ্যাকাউন্টে ত্রিশ হাজার টাকার বেশি থাকলে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।

1012

এই খবর কতটা সত্যি, তা জানার আগেই সেটি ভাইরাল হয়। এবার দেখে নেওয়া যাক সত্যতা কতটা রয়েছে?

1112

সংবাদটি প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে ক্রসচেক করা হয়। জানানো হয়, সংবাদটি একেবারে পুরোপুরি ভুয়ো। পিআইবি সাফ জানিয়ে দিয়েছে, ব্যাঙ্ক এমন কোনও নিয়মই আনছে না। এমন কোনও কিছু নিয়ে আলোচনা হয়নি।

1212

রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুসারে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রাখতে পারবেন, সেসম্পর্কিত কোনও নিয়ম নেই। হাজার, লাখ ও চাইলে কোটি টাকা থাকলে আপনি সেই টাকাও ব্যাংক অ্যাকাউন্টে রাখতে পারেন।

click me!

Recommended Stories