PAN-এ এই বদল না করলে বন্ধ হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট? স্যালারির টাকাও আর তুলতে পারবেন না!

Published : Apr 10, 2025, 08:48 AM IST

PAN-এর এই বদল না করলে বন্ধ হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট? স্যালারির টাকাও আর তুলতে পারবেন না!

PREV
19

আধার এনরোলমেন্ট আইডির মাধ্যমে প্যান কার্ড তৈরি করে রাখলে আপনার জন্য রয়েছে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি আপডেট।

29

CBDT জানিয়েছে, ১ অক্টোবর ২০২৪-এর আগে যাঁরা এনরোলমেন্ট আইডির মাধ্যমে প্যান পেয়েছেন তাঁদের ৩১ ডিসেম্বরের মধ্যে আসল আধার নম্বর আপডেট করতেই হবে।

39

যদি এই মূল সময়ের মধ্যে আধার নম্বর জমা না দেওয়া হয়, তবে প্যান কার্ড অকার্যকর হয়ে যেতে পারে। সেই সঙ্গে জটিল হয়ে যেতে পারে আয়কর রিটার্নও।

49

প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। ব্যহত হয়ে যাবে ব্যাঙ্কিং লেনদেন।

59

অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টও বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ আর ব্যাঙ্কে টাকা রাখা যাবে না।

69

এ ছাড়া জমিজমা ক্রয় বিক্রয়ও সমস্যা হতে পারে। বিনিয়োগে জটিলতার সৃষ্টি হতে পারে।

79

আসুন জেনে নেওয়া যাক কীভাবে আধার কার্ডের নম্বর আপডেট করবেন?

89

আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যান। এরপর প্যান ও আধার নম্বর লিখুন।

99

OTP যাচাই করুন। আধার নম্বর সফল ভাবে লিঙ্ক হয়ে যাবে। দেরি না করে ৩১ ডিসেম্বর ২০২৫-এর আগেই আধার নম্বর আপডেট করে ফেলুন।

click me!

Recommended Stories