Sunday Chiken-বরিবাসরীয় বাজরে দাম কমল মাংসের,দোকানের সামনে লম্বা লাইন ক্রেতাদের

রবিবাসরীয় আহারে পাতে চাই মাংস। রবিবারে বেশ কিছুটা সস্তা হল মাংস। দোকানের সামনে ভিড় করছে ক্রেতারা।

সানডে(Sunday) মানেই ফানডে। আর রবিবাসরীয় আহারে পাতে পড়বে গরম গরম মাংসের ঝোল বা ভিন্নস্বাদের রকমারি চিকেন রেসিপি(Chiken Recipe)। বেশ কিছু সবজির বাজার দর এখন গগনচুম্বী। সবিজ কিনতে গিয়ে রীতিমতো কপালে হাত মধ্যবিত্তের। তারই মাঝে রবিবারের সকালে কিছুটা স্বস্তি দিল মাংসের দাম(chiken Price)। ১৮০ থেকে ২০০ টাকা কিলোতে বিক্রি হচ্ছে মাংস(Meat)। তাই ছুটির দ্বিপ্রাহিক আহারের জন্য সকাল থেকেই বেশ লম্বা লাইন দেখা গেছে মাংসের দোকানে। কারন রবিবার আর মাংস যেন একে ওপরের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছে। তাই স্বাভাবিকভাবেই মাংসের দামের সামান্য পতনও হাসি ফোটায় আমজনতার মুখে। ঝটপট এক নজরে দেখে নেওয়া যাক রবিবারের মাংসের দর(Chiken price On Sunday) কেমন। 

রবিবার চিকেনের দাম হয়েছে - ১৮০ টাকা থেকে ২০০ টাকা প্রতি কেজি
গোটা মুরগির দাম হয়েছে - ১৩০ টাকা থেকে ১৫০  টাকা প্রতি কেজি
মাটনের দাম হয়েছে - ৬৩০ টাকা থেকে ৭০০ টাকা প্রতি কেজি

Latest Videos

মাংসের পাশাপাশি রবিবাসরীয় পাতে একটু মাছ পড়লে মন্দ কি। মাছ-মাংসের মিশেলে একেবারে জমে ওঠে রবিবারের ভুঁড়িভোজ। তাহলে একবার দেখে নেওয়া যাক রবিবারের বাজারে মাছের দাম কেমন রয়েছে। 

আরও পড়ুন-বার্ড ফ্লু থেকে বাঁচাতে আলিপুর চিড়িয়াখানার পাখিদের উপর ওষুধ প্রয়োগ, আতঙ্ক দুর্গাপুরেও

আরও পড়ুন-Shocking: ডিজ-র আওয়াজে ৬৩টি মুরগির মৃত্যু, অভিযোগ খামার মালিকের

ট্যাংরা মাছের দাম- ৩০০ টাকা কেজি
রুই মাছ - ১৮০ টাকা কেজি
কাতলা মাছ- ২৮০ টাকা থেকে ৪০০ টাকা কেজি
ভেটকি মাছ ৪০০ টাকা থেকে ৭০০ টাকা কেজি

বলা বাহুল্য, বাজারে মিশ্র দর রয়েছে নিত্য সবজির। একদিকে যেমন টমেটো, ভেন্ডির মতো সবজির দাম আকাশছোঁয়া, তেমনি আবার ফুলকপি, পেঁপে, কুমড়োর মতো সবজির দাম আবার বেশ খানিকটা সস্তা। ফলে একদিকে যেমন কিছু সবজিতে স্বস্তি পাচ্ছে ক্রেতা অন্যদিকে বেশ কিছু সবজির দামে হাত পুড়ছে সাধারণ মানুষের। তবুও রবিবারের সকালে ব্যাগ ঝুলিয়ে বাজার যাওয়াটা যেন একটা ট্রাডিশন। একটা ছুটির দিনে কবজি ডুবিয়ে একটু আয়েশ করে পাত পেরে খেতে কে না চায়...তাই অল্প করে হলেও বাজারের ব্যাগে সবজি নিয়েই বাড়ি ফেরেন অনেকে। তাঁদের জন্য রইল রবিবারের সবজি বাজার দর। তাহলে একবার চোখ বুলিয়ে দিন বরিবাসরীয় সবজি বাজারে।

টমেটোর দামে কোনও পরিবর্তন নেই।  সেঞ্চুরির ঘর থেকে নামেনি টমেটোর দাম। 
পেঁপে -২৫ টাকা কেজি
কুমড়ো -৩০ টাকা কেজি
বাঁধাকপি -২০টাকা থেকে ৩০ টাকা কেজি
আলু - ১৫ টাকা প্রতি কেজি
পালং - ৫০ থেকে ৬৫ টাকা

Share this article
click me!

Latest Videos

'৩০ সেকেন্ডে যাদবপুর দখল করছিল মদন, এখন নিজের এলাকা দখল হয়ে যাচ্ছে', চরম কটাক্ষ অর্জুন সিংয়ের
IND vs NZ Final : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড : শিরোপা জয়ের লড়াইয়ে দুই দল | CT 2025 Final
'তৃণমূলের উত্থান Kolkata থেকে, পচনও শুরু কলকাতা থেকেই' অধীর চৌধুরীর কটাক্ষ | Adhir Chowdhury | TMC
যাদবপুরে নৈরাজ্য! ব্রাত্যদের গ্রেফতারির দাবী জানিয়ে শুভেন্দুদের ধিক্কার মিছিল | Suvendu Adhikari
'ম্যায় হু না' দিল্লির মহিলাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | Rekha Gupta Delhi CM