সুবর্ণ সুযোগ, পুজোর মধ্যেই এই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে ৬৮,৫০০ টাকা

  • পুজোর  আগেই বড় ঘোষণা করল সরকারি সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেড
  • প্রত্যেক কর্মীকে ৬৮,৫০০ টাকা দেওয়ার ঘোষণা করেছে এই সরকারি সংস্থা
  • ২৫ অক্টোবরের আগে এই টাকা দেওয়া হবে
  • উৎসবের মরশুমে এই বোনাস পাওয়ায় কর্মীরা অনেক বেশি আনন্দিত 

পুজো প্রায় দোরগোড়ায় চলেই এসেছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুজোর কাউন্টডাউন। এবার তার মধ্যেই বড় ঘোষণা করল সরকারি সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেড।  গতকালই অর্থাৎ শুক্রবার তাদের নন-এক্সিকিউটিভ কর্মচারীদের জন্য বড় ঘোষণা করেছে এই কোম্পানী ৷ এই সংস্থায় কর্মরত কর্মচারীদের জন্য সুখবর নিয়ে হাজির কোল ইন্ডিয়া। আর্থিক বছর (২০১৯-২০)র জন্য পারফরম্যান্স লিঙ্কড রিওয়ার্ড বাবদ প্রত্যেক কর্মচারীকে ৬৮,৫০০ টাকা দেওয়ার ঘোষণা করেছে  এই সরকারি সংস্থা ৷

আরও পড়ুন-স্তন বড় হলেই কি বাড়ছে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি, ভ্রান্ত ধারণা নয়, জেনে নিন সঠিক কারণ...

Latest Videos

  কোল ইন্ডিয়া সংস্থার তরফে জানানো হয়েছে, সমস্ত কর্মচারীকে ২৫ অক্টোবরের আগে এই টাকা দেওয়া হবে ৷ এর ফলে সংস্থার প্রায় মোট ১৭০০ কোটি টাকা খরচ বাড়বে ৷ কোল ইন্ডিয়ার পারফরম্যান্স লিঙ্কড রিওয়ার্ড থেকে প্রায় ২.৬২ লক্ষ কর্মচারী লাভবান হতে চলেছেন ৷ শুধু তাই নয়, এর মধ্যে কোল ইন্ডিয়ার সাবসিডিয়ারি সংস্থার কর্মীরাও সামিল রয়েছেন ৷  একটানা লকডাউন ও করোনা ভাইরাস মহামারীর জেরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার পরেও কর্মচারীদের পিআরএল ৫.৮৭ শতাংশ অর্থাৎ ৩৮০০ টাকা বাড়িয়ে ৬৮,৫০০ টাকা করার ঘোষণা করেছে  এই কোম্পানী ৷

আরও পড়ুন-গ্রিন টি না মশালা চা, ফিট থাকতে কোনটা বেশি উপকারি...

তবে এই টাকা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু  শর্ত রয়েছে এই কোম্পানীর। প্রথমত, এই টাকা কেবল সেই নন এক্সিকিউটিভ কর্মীরাই পাবেন, যারা এই আর্থিক বছরে  ৩০ দিন ওয়ার্কিং ডে-তে পুরোপুরি কাজ করেছেন ৷ বৃহস্পতিবার  বৈঠকে কোল ইন্ডিয়ার পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সেপ্টেম্বর মাস এবং চলতি মাসেও সংস্থার  প্রায় ৩২ শতাংশ গ্রোথ রয়েছে ৷ সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উৎসবের মরশুমে এই বোনাস পাওয়ায় কর্মীরা অনেক বেশি আনন্দিত ও উৎসাহিত হয়েছেন ৷ 
 

Share this article
click me!

Latest Videos

ফের বড়সড় অভিযানে ইডি! একাধিক ঠিকানায় একযোগে ইডির হানা! দেখুন | ED Raid Today
‘পুলিশ না থাকলে তৃণমূলকে কেউ ভয় পেতো না’ মমতাকে ঝাঁঝালো আক্রমণ সুকান্তর! দেখুন কী বললেন | Sukanta M
‘চাকরিপ্রার্থীদের মুখোমুখি হওয়ার ভয়ে মমতা দার্জিলিং পালিয়েছে’ শুভেন্দুর তীব্র আক্রমণ মমতাকে!
'আমি কিছু করিনি, আমায় ফাঁসিয়েছে বিনীত গোয়েল' চিৎকার সঞ্জয় রায়ের | Sanjay Roy | RG Kar Case
‘পশ্চিমবঙ্গের হিন্দুদের ক্ষমতা এবার দেখবে তৃণমূল’ তৃণমূলকে হুঙ্কার শুভেন্দুর! | Suvendu Adhikari