Fuel Prices Fall- কমল জ্বালানির জ্বালা, দীপাবলিতে পেট্রেোল-ডিজেলের দামে পতন,জানুন কোথায় কত দাম

দিওয়ালির দিনই কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, জ্বালানির উৎপাদন শুল্ক কমিয়ে পেট্রোলের দাম লিটার প্রতি করা হয়েছে ৫ টাকা ও ডিজেলের দাম হয়েছে ১০ টাকা প্রতি লিটার অন্যদিকে কিছু রাজ্য এই দুই জ্বালানি তেলের উপর ভ্যাট কম করে সাধারণ মানুষকে স্বস্তি দিয়েছে

আকাছোঁয়া জ্বালানির দামে(Petrol, Diesel Price Hike) জনজীবন একপ্রকার জ্বলে হয়ে যাওয়ার উপক্রম হয়েছিলজ্বালানির দাম যখন সেঞ্চুরি করে ফেলল তখন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপন্ন হয়েছিল দৈনন্দিন জীবনপ্রতিবাদে সামিল হয়েছিল পেট্রোল পাম্পের কর্মীরাকিন্তু দীপাবলি উৎসবের মরশুমে কিছুটা স্বস্তি দিয়েছে জ্বালানির বর্দ্ধিত দামের পতনদিওয়ালির উৎসবের মরশুমে(Diwali) কেন্দ্রীয় সরকার(Central Govt) পেট্রোল ও ডিজেলের(Petrol and Diesel) উৎপাদন শুল্ক (Excise Duty on Petrol) অনেকটাই কমিয়ে দিয়েছেঅন্যদিকে কিছু রাজ্য(States) এই দুই জ্বালানি তেলের(Fuel) উপর ভ্যাট (VAT)কম করে সাধারণ মানুষকে স্বস্তি দিয়েছে শুক্রবার(Friday) দিনই বিভিন্ন রাজ্যে ভ্যাটের(VAT) পরিমান বেশ খানিকটা কমিয়ে দিয়েছে

বিশেষজ্ঞদের মতে, পেট্রোল ডিজেলের(Petrol and Diesel) অতিরিক্ত মূল্যবৃদ্ধি হওয়ার পিছনে রয়েছে গোটা বিশ্বের অপিরশোধিত তেলের বাড়তি দামতবে বর্তমানে জ্বালানির শুল্ক (Excise Duty on Petrol) কমায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে সাধরণ মানুষবলা বাহুল্য, জ্বালানির দাম কমায় হাঁফ ছেড়ে বেঁচেছে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোওদিওয়ালির(Diwali) দিনই কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, জ্বালানির উৎপাদন শুল্ক কমিয়ে পেট্রোলের দাম লিটার প্রতি(Per Liter) করা হয়েছে ৫ টাকা ও ডিজেলের দাম হয়েছে ১০ টাকা প্রতি লিটারএকদিকে কেন্দ্রীয় সরকারের(Central Govt) তরফে যখন এই সিদ্ধান্ত জানানো হয়েছে তখন অন্যদিকে ওড়িশা(Odisha), অরুণাচলপ্রদেশ(Arunachalpradesh), মধ্যপ্রদেশ(Madhyapradesh), নাগাল্যান্ড(Nagaland), হিমাচলপ্রদেশ(Himachalpradesh), কর্ণাটক(Karnatack), মিজোরাম(Mizoram), হরিয়ানা(Hariyana), উত্তরপ্রদেশ(Uttarpradesh), গুজরাত(Gujrat) ও বিহারে(Bihar)জ্বালানির ওপর ভ্যাটেও কাঁচি চলেছেস্বাভাবিকভাবেই সেই সব রাজ্যে সাধারণ মানুষের মুখে এখন খুশির হাসি

Latest Videos

Petrol-Diesel Price: দেশের একাধিক রাজ্যে ১০০-র নীচে পেট্রোল, কেন কমেনি বাংলায়, সরব হতে চলেছে BJP

কেন্দ্রীয় সরকারের(Central Govt) সিদ্ধান্তের পর বর্তমানে দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম হয়েছে ১০৩.৯৭ টাকা আর মুম্বইতে হয়েছে ১০৯.৯৮ টাকাকলকাতায় লিটার প্রতি পেট্রোলোর দাম হয়েছে ১০৪.৬৭ টাকা আর চেন্নাইতে এক লিটার পেট্রোল পাওয়া যাচ্ছে ১০১.৫১ টাকায়অন্যন্য শহরের মধ্যে ব্যাঙ্গালুরুতে এক লিটার পেট্রোলের দাম ১০০.৫৮ টাকা, গুরুগ্রামে পেট্রোলের দাম অনেকটাই কমেছে, লিটার প্রতি ৯৫.৯০  টাকানয়ডাতে দাম হয়েছে ৯৫.২৮ টাকাপেট্রোলের সঙ্গে পাল্লা দিয়েছে কমেছে ডিজেলের দামওদিল্লিতে লিটার প্রতি ডিজেলের দাম হয়েছে ৮৬.৬৭ টাকা, কলকাতায় ৮৯.৭৯ টাকা, মুম্বইতে ৯৪,১৪ টাকা ও চেন্নাইতে দাম হয়েছে ৯১.৫৩ টাকাগত এক মাসে এই প্রথমবার ব্যঙ্গালুরু, নয়ডা, গুরুগ্রাম ও লক্ষ্নৌতে ৯০ টাকার নীচে নেমেছে প্রতি লিটার ডিজেলের দাম বিশেষজ্ঞদের মতে, জ্বালানির বর্তমান দাম পুরোপুরি চিন্তার ভাঁজ দূর করবে না ঠিকই, তবে কিছুটা হলেও স্বস্তি দেবে

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
প্রকাশ্যে হুমকি! মমতার এই নেতার মুখের ভাষা...বিরোধীদের যা বললেন! দেখুন | Malda News Today |
২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya