দোল উৎসবের প্রাক্কালে জ্বালানির দরে স্বস্তিতেই কলকাতাবাসী

কলকাতাবাসীকে কিছুটা স্বস্তি দিয়ে দোল উৎসবের আগেও স্থির রয়েছে জ্বালানির দর। বলা ভাল ৩ মার্চ আজ ১৭ মার্চ একটানা ১৪ দিন কলকাতায় জ্বালানির দরে কোনও পরিবর্তন ঘটেনি। আইওসিএল -র (Indian Oil Corporation Ltd) ওয়েবসাইট অনুযায়ী আজও ১০৪.৬৭ টাকাতেই বিকোচ্ছে প্রতি লিটার পেট্রোল। সেঞ্চুরির ঘরে জ্বালানির দাম থাকায় মধ্যবিত্তের পকেটে যে সৃষ্ট হয় সে কথা কিন্তু বলার অবকাশ রাখে না। 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia Ukraine War) জেরে অপরিশোধিত তেলের দাম (price of crude oil) যা ১৩০ ডলার ছাড়িয়ে গিয়েছিল, এখন তা ১০০ ডলারের নিচে নেমে এসেছে। মঙ্গলবার বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দামে উল্লেখযোগ্যহারে পতন হয়েছে। মঙ্গলবার রাতে, অপরিশোধিত তেল WTI ৬.১৪ শতাংশ বা ৬.৩২ ডলার ব্যারেল প্রতি ৯৬.৬৭ ডলারে বাণিজ্য করেছে। একই সময়ে, ব্রেন্ট ক্রুডও ব্যারেল প্রতি ৯৮.২০ ডলারে ভারী পতনের সাথে ব্যবসা করেছে। অপরিশোধিত তেলের দামের পতন খুচরা তেল কোম্পানিগুলির উপর মার্জিন চাপ কমিয়ে দিয়েছে। উল্লেখ্য, অপরিশোধিত তেলের দাম বাড়লেও গত বছর দীপাবলি থেকে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ায়নি সংস্থাগুলি। এর জেরে রাজ্যের তেল সংস্থাগুলি বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে তা অপেক্ষা রাখছে না। তবে এবার অপরিশোধিত তেলের দাম কমায় তেল সংস্থাগুলি কিছুটা হলেও স্বস্তি পাবে। 

বসন্ত উৎসবের ঠিক আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার (Thursday) কলকাতায় পেট্রোলের দামে কোনও পরিবর্তন ঘটেনি। তাই উৎসবের মরশুমে যদি কেও ঘুরতে যেতে চান তাহলে তাঁর জন্য এটি একপ্রকার স্বস্তির খবরই বলা যেতে পারে। শুক্রবার দোল উৎসব (Holi 2022)। সরকারি সংস্থা সহ অনেক বেসরকারি সংস্থাও শুক্র,শনি ও রবি পরপর তিনদিনের ছুটি উদযাপন করার সুযোগ পেয়েছেন। আর এই ছুটির মরশুমে একটি রিফ্রেশমেন্টের জন্য অনায়াসেই কোথাও ঘুরে আসতে পারেন। গাড়ি করে যাওয়ার প্ল্যানিং থাকলে দুঃশ্চিন্তা খুব একটা নেই। কারন আজও অর্থাৎ ১৭ মার্চ বৃহস্পতিবার শহর কলকাতাতে আইওসিএল -র (Indian Oil Corporation Ltd) ওয়েবসাইট অনুযায়ী ১০৪.৬৭ টাকাতেই বিকোচ্ছে প্রতি লিটার পেট্রোল। সেঞ্চুরির ঘরে জ্বালানির দাম থাকায় মধ্যবিত্তের পকেটে যে সৃষ্ট হয় সে কথা কিন্তু বলার অবকাশ রাখে না। তবে নিত্য নৈমিত্তিকভাবে জ্বালানির দাম বৃদ্ধি না পাওয়ার দরুণ সাধারণ মানুষ একপ্রকার জ্বালানির দামের (Fuel Price) সঙ্গে সমঝোতা করে নিয়ছেন বলাই যায়।

Latest Videos

তেল বিক্রয় সংস্থা যেমন ভারত পেট্রোলিয়াম, ইন্ডিয়ান ওয়েল করপোরেশন সহ হিন্দুস্থান পেট্রোলিয়াম প্রতিদিন ভোর ৬ টার সময় নির্দিষ্ট দিনের জ্বালানির দর নির্ধারণ করে থাকে। যদি কোনও পরিবর্তন হয় সেটাও জানা যায় ঠিক ভোর ৬ টার সময়ই। কলকাতাতে তো জ্বালানির দর একটানা দীর্ঘ দিন অপরিবর্তিত রয়েছে। আসুন দেখে নেওয়া যাক দোল উৎসবের প্রাক্কালে অন্যান্য গুরুত্বপূর্ণ মেট্রো শহরে জ্বালানির দর কেমন রয়েছে। দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম রয়েছে ৯৫.৪১ টাকা। বাণিজ্য নগরী মুম্বইতে লিটার প্রতি পেট্রোল বিকোচ্ছে ১০৯.৯৮ টাকায়। চেন্নাইতে ১০১.৪ টাকা করে বিক্রি হচ্ছে প্রতি লিটার পেট্রোল। জ্বালানির দরের আওতায় চলে চলে আসে ডিজেলের দামও। তাহলে এক নজরে দেখে নেওয়া যাক, এই শহরগুলোতে ডিজেলের দামের গতিপ্রকৃতি কেমন রয়েছে। রবিবারের বাজারে কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম রয়েছে ৮৯.৭৯ টাকা। অন্যদিকে দিল্লিতে ডিজেলের দাম ছুঁয়েছে ৮৬.৬৭ টাকা। মুম্বইতে ডিজেলের দাম রয়েছে লিটার প্রতি ৯৪.১৪ টাকা এবং চেন্নাইতে এক লিটার ডিজেল বিকোচ্ছে ৯১.৪৩ টাকায়। 

Share this article
click me!

Latest Videos

খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ