বিগ ধামাকা, একমাসের মধ্যে সবচেয়ে সস্তা হল সোনা, রূপোর দামেও বিপুল পতন


গত একমাসের মধ্যে সবচেয়ে সস্তা হল সোনার দাম। সকাল সকালই অনেকটাই দাম কমল সোনালি ধাতুর। পাশাপাশি রূপোর দামেও ব্যাপক পতন। বিশ্ব বাজারে দুর্বলতার প্রভাব পড়ল ভারতে। এবার তার জেরেই  সস্তা হল সোনা। মাসের শুরুতেই খুশির খবর শোনাল সোনার বাজার।  বেশ কয়েকদিন আগেও সোনার দাম উর্ধ্বমুখী ছিল তাতে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলেই চিন্তায় পড়ে গেছিলেন। আজকের সোনার দাম গতকালের তুলনায় সামান্য বেড়েছে। সোনার দাম একদিন কমলে পরপর আবার দুদিন বাড়ছে। আর এই দাম বাড়া-কমা নিয়েই নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। সোমবার  ২২ ও ২৪  ক্যারেট  ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।

গত একমাসের মধ্যে সবচেয়ে সস্তা হল সোনার দাম। সকাল সকালই অনেকটাই দাম কমল সোনালি ধাতুর। পাশাপাশি রূপোর দামেও ব্যাপক পতন। বিশ্ব বাজারে দুর্বলতার প্রভাব পড়ল ভারতে। এবার তার জেরেই  সস্তা হল সোনা। মাসের শুরুতেই খুশির খবর শোনাল সোনার বাজার।  বেশ কয়েকদিন আগেও সোনার দাম উর্ধ্বমুখী ছিল তাতে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলেই চিন্তায় পড়ে গেছিলেন। আজকের সোনার দাম গতকালের তুলনায় সামান্য বেড়েছে। সোনার দাম একদিন কমলে পরপর আবার দুদিন বাড়ছে। আর এই দাম বাড়া-কমা নিয়েই নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। সোনার দাম কমা মাত্রই দোকানে ভিড় বাড়ছে মধ্যবিত্তের। বিশ্ব বাজারে অব্যাহত সোনার দাম। তার কারণে ভারতেও সোনার দাম হুড়মুড়িয়ে পড়ছে। বিয়ের মরশুমে সোনার দামে যেন আগুন লেগেছিল। প্রতিদিন একটু একটু করে সোনার দাম বাড়ছে। রোজ যেহারে সোনার দাম বাড়ছে তাতে চিন্তা বাড়ছে মধ্যবিত্তের।  তার উপর আবার বিয়ের মরশুম শুরু হয়ে গেছে। আর সোনার দামও আকাশছোঁয়া। 

ফের মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে দাম কমল সোনার। সকাল সকাল সোনার দাম কমতেই মুখে হাসি ফুটেছে মধ্যবিত্তের ।  একটানা বেশ কয়েকদিন উর্ধ্বমুখী থাকার পর সোনার দাম অনেকটাই পড়ল।  মধ্যবিত্তের চিন্তা কমিয়ে ফের বড় চমক সোনার দামে। গতকালের তুলনায় আজ সোনার দাম বেড়েছে। রূপোর দামেও বড়সড় পতন। আকাশছোঁয়া সোনার দাম বিয়ের মরশুমে অনেকটাই কমেছে।  যার ফলে একটু স্বস্তিতে কেনাকাটা করতে পারছে মধ্যবিত্তরা। তবে সোনাই নয়, রূপোর দামও একলাফে কমে গিয়েছে অনেকটাই। এবার সোনা ও রূপোর দাম লাফিয়ে লাফিয়ে কমছে। কয়েকদিন ধরে যেভাবে সোনার দাম বাড়ছিল তাতে বেশ চিন্তা বাড়ছিল তবে আকাশছোঁয়া সোনার দাম ফের বেড়েছে।  কয়েকদিন আগেও সোনার দাম রেকর্ড গড়েছিল। তবে সপ্তাহের শেষের দিকেই ফের দাম কমতে শুরু করেছিল সোনা ।  গতকালের তুলনায় সামান্য দাম বেড়েছে সোনার। বিয়ের মরশুমে সোনার দাম বাড়া-কমা নিয়ে সকলেই যেন নাজেহাল। বিয়ের মরশুম পড়তে না পড়তে হুড়মুড়িয়ে বাড়তে শুরু করেছিল সোনার দাম। মাসের শুরুতেও বেশ দাম কমেছিল সোনার। বিয়ের শেষ মুহূর্তে সোনা কেনার আগে সকলেরই চোখ রয়েছে সোনার বাজারে। সোনার গয়না কিনতে যাওয়ার আগে জেনে নিন সোমবার  ২২ ও ২৪  ক্যারেট  ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।

Latest Videos

 

 

ইতিমধ্যেই ৫০ হাজারের গন্ডি পেরিয়েছে সোনার দাম। কলকাতাতেও সোনার দাম আকাশছোঁয়া।  বিয়ের মরশুমের আগে থেকেই  লাগাতার দাম বাড়ায় পকেটে কোপ পড়েছে  মধ্যবিত্তের। এক মাসে উচ্চতম স্তরে পৌঁছে গিয়েছিল সোনার দাম। সোনার দাম একদিন কমলে পরপর আবার দুদিন বাড়ছে। আর এই দাম বাড়া-কমা নিয়েই নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৬,২৫০ টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫০,৪৫০ টাকা। তবে পাকা সোনার দাম ৫১ হাজার ছাড়িয়ে গেছে। কলকাতার বাজারে ১ কেজি রূপোর   আজকের দাম ৫৯,৪০০ টাকা। বেশ কয়েকদিন ধরেই সোনা ও রূপোর দামে হেরফের শুরু হয়েছে। আজ কমছে তো কালই বাড়ছে হুড়মুড়িয়ে।  আর সোনার দাম বাড়লেই পকেটে টান পড়ছে মধ্যবিত্তের।সোনার গহনার পাশাপাশি রূপোর ট্রেন্ডি কালেশকনও জায়গা করে নিয়েছে ক্রেতাদের মনে। সোনা কেনার আগ্রহ বছরভর থাকে মানুষের মধ্যে। তবে বিয়ের মরশুমের আগে  যে হারে সোনার দাম বাড়ছে তাতে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের।   
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News