মঙ্গলেও বড় ধাক্কা, চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম, রূপোর দর কোথায় ঠেকল

প্রতিদিন একটু একটু করে সোনার দাম বাড়ছে। রোজ যেহারে সোনার দাম বাড়ছে তাতে চিন্তা বাড়ছে মধ্যবিত্তের। বেশ কয়েকদিন আগেও সোনার দাম উর্ধ্বমুখী ছিল তাতে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলেই চিন্তায় পড়ে গেছিলেন।  বেশ কয়েকদিন ধরেই দাম বাড়ছে না হয় কমছে সোনার। তবে শুধু দাম কমাই নয়, এক মাসের মধ্যে সবচেয়ে সস্তাও হয়েছিল সোনা। তবে ফের চড়চড়িয়ে বেড়ে যাচ্ছে সোনার দাম।  মঙ্গলবার   ২২ ও ২৪  ক্যারেট  ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।

Riya Das | Published : May 31, 2022 3:26 AM IST

প্রতিদিন একটু একটু করে সোনার দাম বাড়ছে। রোজ যেহারে সোনার দাম বাড়ছে তাতে চিন্তা বাড়ছে মধ্যবিত্তের। বেশ কয়েকদিন আগেও সোনার দাম উর্ধ্বমুখী ছিল তাতে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলেই চিন্তায় পড়ে গেছিলেন।  বেশ কয়েকদিন ধরেই দাম বাড়ছে না হয় কমছে সোনার। তবে শুধু দাম কমাই নয়, এক মাসের মধ্যে সবচেয়ে সস্তাও হয়েছিল সোনা। তবে ফের চড়চড়িয়ে বেড়ে যাচ্ছে সোনার দাম। ফের একধাক্কায় বেড়ে গেল সোনার দাম ।  সোনার দাম বাড়া-কমা নিয়ে সকলেই নাজেহাল। অগ্নিমূল্য বাজারে  যেন আগুন লেগেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়েই চলেছে। তার উপর  সোনার দামও চড়চড়িয়ে বাড়ছে। একদিন কমছে তো পরের দিন আবার বাড়ছে।  

গত তিনদিন ধরেই সোনার দাম একই ছিল। আজ গতকালের তুলনায় দাম বেড়েছে সোনার। শুধু সোনাই নয় রূপোর দামও ভালই বেড়ে গেছে।  বেশ কয়েকদিন ধরে অনেকটাই দাম কমেছিল সোনার। লাগাতার দাম বাড়ার পর ফের কয়েকদিন ধরেই অব্যাহত ছিল সোনার দাম।  প্রতিদিনই এই সোনার দাম বাড়া কমা লেগেই রয়েছে। গতকালের তুলনায় সোনা ও রূপোর অনেকটাই বেড়ে গেছে । সামনেই আবার জামাই ষষ্ঠী। নতুন মেয়ে-জামাইকে উপহারও দিতে হবে। তাই ষষ্ঠীর আগে  অনেকেই কেনাকাটা সেরে ফেলতে চাইছেন। মঙ্গলবার সকাল সকাল সকলেরই চোখ সোনার বাজারে।  কয়েকদিন ধরে যেভাবে সোনার দাম বাড়ছিল তাতে বেশ চিন্তা বাড়ছিল তবে আকাশছোঁয়া সোনার দাম কমাতেই দোকানে ভিড় বাড়ছিল মধ্যবিত্তের।  মঙ্গলবার   ২২ ও ২৪  ক্যারেট  ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।

Latest Videos

 

 

বিশ্ব বাজারে অব্যাহত সোনার দাম। তার কারণে ভারতেও সোনার দাম হুড়মুড়িয়ে পড়ছে। তবে গতকালের তুলনায় সোনার দাম আবারও বেড়ে গেছে। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৫০ হাজারের অনেকটাই নীচে রয়েছে। সোনার দাম একদিন কমলে পরপর আবার দুদিন বাড়ছে। আর এই দাম বাড়া-কমা নিয়েই নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। তবে সোনাই নয়, রূপোর দামও একলাফে বেড়ে গিয়েছে অনেকটাই। আজকের সোনার দাম গতকালের তুলনায় আবারও বেড়ে গেছে। সোনার দাম একদিন কমলে পরপর আবার দুদিন বাড়ছে। আর এই দাম বাড়া-কমা নিয়েই নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। সপ্তাহের শুরুতে এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম অনেকটাই কমেছে। শুধু তাই নয়, আগামী দিনে নাকি আরও কমতে পারে সোনার দাম তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।  সোনার দাম কমাতে স্বস্তি ফিরেছে মধ্যবিত্তের। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৭,৮৬০টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫২,২১০ টাকা। তবে পাকা সোনার দাম ৫১ হাজার ছাড়িয়ে গেছে। কলকাতার বাজারে ১ কেজি রূপোর   আজকের দাম ৬২,০০০ টাকা। বেশ কয়েকদিন ধরেই সোনা ও রূপোর দামে হেরফের শুরু হয়েছে। আজ কমছে তো কালই বাড়ছে হুড়মুড়িয়ে।  আর সোনার দাম বাড়লেই পকেটে টান পড়ছে মধ্যবিত্তের।সোনার গহনার পাশাপাশি রূপোর ট্রেন্ডি কালেশকনও জায়গা করে নিয়েছে ক্রেতাদের মনে। সোনা কেনার আগ্রহ বছরভর থাকে মানুষের মধ্যে। তবে বিয়ের মরশুমের আগে  যে হারে সোনার দাম বাড়ছে তাতে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের।   
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'বারবার কেন হিন্দুদের উপর আক্রমণ?' জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে গর্জে উঠে যা বললেন শুভেন্দু
Suvendu Adhikari Live: মেদিনীপুর শহরে নির্বাচনী প্রচার শুভেন্দুর, দেখুন সরাসরি
মাদারিহাটে রাহুল লোহারের সমর্থনে নির্বাচনী প্রচার সুকান্তর, পায়ে হেঁটে করলেন জন-সংযোগ | Sukanta M
জাদু দেখলেন Tamannaah! #bollywood #shorts #shortsyoutube #shortsviral #viralshorts #shortsfeed
Suvendu Adhikari : মেদিনীপুর শহরে নির্বাচনী প্রচারে শুভেন্দু অধিকারী, সারলেন জনসংযোগ