সপ্তাহান্তে ছ্যাঁকা দিল সোনার দাম, রূপোর দর কোথায় ঠেকল,জানুন কলকাতার আজকের দর

বেশ  কয়েকদিন ধরেই সোনা দাম নিয়ে চিন্তা বাড়ছে মধ্যবিত্তের। কারণ সোনার দাম বাড়া-কমা লেগেই রয়েছে।  মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে ফের দাম বাড়ল সোনার। একটা সময়ে ৫০ হাজারের গন্ডি পার করলেও বেশ কিছুদিন ধরেই দাম কমছিল সোনার। যার ফলে খানিকটা স্বস্তিতে ছিল সাধারণ মানুষ। তবে সপ্তাহের শেষেই হুড়মুড়িয়ে দাম বাড়ল শুরু সোনার।  আন্তর্জাতিক বাজারেও সোনার দাম অনেকটাই পড়েছে। অর্থনৈতিক লড়াই যখন তীব্রতর হচ্ছে, তখনই সব জিনিসপত্রের দামও চড়া হারে বাড়ছে। এবার সোনার দাম বাড়তেই মাথায় হাত পড়ল মধ্যবিত্তের। শনিবার ২২ ও ২৪  ক্যারেট  ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর। 

Riya Das | Published : Aug 6, 2022 3:34 AM IST

বেশ  কয়েকদিন ধরেই সোনা দাম নিয়ে চিন্তা বাড়ছে মধ্যবিত্তের। কারণ সোনার দাম বাড়া-কমা লেগেই রয়েছে।  মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে ফের দাম বাড়ল সোনার। একটা সময়ে ৫০ হাজারের গন্ডি পার করলেও বেশ কিছুদিন ধরেই দাম কমছিল সোনার। যার ফলে খানিকটা স্বস্তিতে ছিল সাধারণ মানুষ। তবে সপ্তাহের শেষেই হুড়মুড়িয়ে দাম বাড়ল শুরু সোনার।  আন্তর্জাতিক বাজারেও সোনার দাম অনেকটাই পড়েছে। অর্থনৈতিক লড়াই যখন তীব্রতর হচ্ছে, তখনই সব জিনিসপত্রের দামও চড়া হারে বাড়ছে। এবার সোনার দাম বাড়তেই মাথায় হাত পড়ল মধ্যবিত্তের।

বেশ কয়েকদিন ধরেই দাম বাড়ছে না হয় কমছে সোনার। তবে শুধু দাম কমাই নয়, এক মাসের মধ্যে সবচেয়ে সস্তাও হয়েছিল সোনা। বিশ্ববাজারে চলমান অস্থিরতার কারণেই সোনার দাম বাড়ছে। অগ্নিমূল্য বাজারে  যেন আগুন লেগেছে। সোনার দাম বাড়া-কমা যেন লেগেই থাকে। একদিকে বাড়ছে তো অন্যদিন কমছে। তবে বেশ কয়েকদিন ধরেই সোনার দাম কমছে। গতকালের তুলনায় ফের বাড়ল সোনার দাম। আজকের সোনার দাম গতকালের তুলনায়  অনেকটাই বেড়েছে। আর এই দাম বাড়া-কমা নিয়েই নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়েই চলেছে। গতকালের তুলনায় সোনা ও রূপোর অনেকটাই বেড়েছে ।  সপ্তাহের শুরুতে এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম অনেকটাই বেড়েছে। শুধু তাই নয়, আগামী দিনে নাকি আরও বাড়তে পারে সোনার দাম তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।   তবে  কি এটাই সোনা কেনার মোক্ষম সময়।  কখনও সোনার দামে আগুন তো কখনও আবার স্বাধ্যের মধ্যে। সোনার দাম কমা-বাড়া নিয়ে নাজেহাল অবস্থা মধ্যবিত্তর। কয়েকদিন আগেও সোনার দাম রেকর্ড গড়েছিল। শনিবার ২২ ও ২৪  ক্যারেট  ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর। 

 

 

ফের ভারতীয় বাজারে এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ডের দাম একধাক্কায় সামান্য বাড়ল। বিশ্ব বাজারে অব্যাহত সোনার দাম। কয়েকদিন ধরে যেভাবে সোনার দাম বাড়ছিল তাতে বেশ চিন্তা বাড়ছিল । তবে কয়েকদিন ধরে আকাশছোঁয়া সোনার দাম কমাতেই দোকানে ভিড় বাড়ছিল মধ্যবিত্তের। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৫০ হাজারের অনেকটাই নীচে রয়েছে। সোনার দাম একদিন কমলে পরপর আবার দুদিন বাড়ছে। আর এই দাম বাড়া-কমা নিয়েই নাজেহাল অবস্থা মধ্যবিত্তের।  তবে বিশ্ব বাজারে দুর্বলতার প্রভাব পড়েছে ভারতে।   তবে সোনাই নয়, রূপোর দামও একলাফে অনেকটাই বেড়েগেছে। সোনার দাম  বাড়াতেই পকেটে কোপ পড়েছে মধ্যবিত্তের। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৭,৬৫০টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫১,৯৮০ টাকা।  কলকাতার বাজারে ১ কেজি রূপোর   আজকের দাম ৫৮,২০০ টাকা। যা গতকালের তুলনায় সামান্য কমেছে। বেশ কয়েকদিন ধরেই সোনা ও রূপোর দামে হেরফের শুরু হয়েছে। আজ কমছে তো কালই বাড়ছে হুড়মুড়িয়ে।  আর সোনার দাম বাড়লেই পকেটে টান পড়ছে মধ্যবিত্তের।সোনার গহনার পাশাপাশি রূপোর ট্রেন্ডি কালেশকনও জায়গা করে নিয়েছে ক্রেতাদের মনে। সোনা কেনার আগ্রহ বছরভর থাকে মানুষের মধ্যে। তবে বিয়ের মরশুমের আগে  যে হারে সোনার দাম বাড়ছে তাতে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের।   


 

Read more Articles on
Share this article
click me!