রবিবাসরীয় বাজারে কলকাতায় ফের খানিকটা ভারী হল সোনালি ধাতু

সোনার দামের বাড়বাড়ন্তের মাঝেই ফের খানিকটা কিছুটা দাম বাড়ল সোনালি ধাতুর। সোনার দমের এহেন বাড়বাড়ন্তে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ থেকেই যায়। সত্যিই সোনার দামের উর্ধ্বমুখী পারদে জেরবার সাধারণ ক্রেতা। একদিকে বিয়ের মরশুম আর অন্যদিকে চড়া সোনার দাম। সব মিলিয়ে বিয়ের জন্য গয়না কিনতে রীতিমতো হাত পুড়ছে মধ্যবিত্তের। 
 

বারো মাসে তেরো পার্বণের মত হয়তো আমরা সোনা (Gold price Today) কিনি না, কিন্তু বছরের নির্দিষ্ট কিছু দিন যেমন ধরুন ধনতেরস বা পুজোর সময় অনেকেই সোনা কিনতে পছন্দ করেন। একগাদা জামাকাপড় না কিনে অনেকেই পুজো বা জন্মিদেনের টাকা জমিয়ে সোনা কিনতে ভালবাসেন। কিন্তু একটানা দীর্ঘ দিন যেভাবে সোনার দামের পারদ (Gold Price Hike) উর্ধ্বমুখী রয়েছে সেই ক্ষেত্রে সাধারণ মানুষের পক্ষে সোনা কেনা সত্যিই দায় হয়ে পড়েছে। সখের কথা যদি বাদও দিই, বিয়ের মরশুমে সোনা কেনা কেনা তো একপ্রকার রীতির মধ্যেই পড়ে। নববধূকে সোনার গয়না দিয়ে সাজানোর প্রথা চলে আসছে সেই কোন প্রাচীন যুগ থেকে। কিন্তু সোনালি ধাতুর দাম যেভাবে চোখ রাঙাচ্ছে তাতে সত্যিই সোনা কিনতে একেবারে ঝলসে যাচ্ছে মধ্যবিত্তের হাত। এর মাঝেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে একলাফে অনেকখানি বেড়ে গিয়েছিল সোনার দাম। একদিকে ভরপুর বিয়ের মরশুম (Wedding Season)আর অন্যদিকে চড়চড়িয়ে সোনার দামের গতি বৃদ্ধির ফলে মধ্যবিত্তের পকেটে যথেষ্ট চাপ সৃষ্টি হচ্ছে। বিশ্ববাজারে সোনার দামের হালককিকত কেমন রয়েছে জেনে নেওয়া যাক। 

সোনার দামের বাড়বাড়ন্তের মাঝেই ফের খানিকটা কিছুটা দাম বাড়ল সোনালি ধাতুর। তাহলে আজ ১৩ মার্চ, শনিবার বিশ্ববাজারে সোনার দাম কেমন রয়েছে জেনে নেওয়া যাক। রবিবাসরীয় বাজারে সোনার দাম স্বস্তি তো দিলই না বরং উল্টে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেটে যথাক্রমে ২০০ ও ২২০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। সেই দিক থেকে হিসাব করলে ১৩ মার্চ রবিবার বিশ্ববাজারে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দর গিয়ে ঠেকল ৪৮ হাজার ৪০০ টাকা। অন্যদিকে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারট সোনার পৌঁছেছে ৫২ হাজার ৮০০ টাকায়। বলা বাহুল্য, সোনার দমের এহেন বাড়বাড়ন্তে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ থেকেই যায়। সত্যিই সোনার দামের (Gold Price Today) উর্ধ্বমুখী পারদে জেরবার সাধারণ ক্রেতা। একদিকে বিয়ের মরশুম আর অন্যদিকে চড়া সোনার দাম (Gold Price Hike)। সব মিলিয়ে বিয়ের জন্য গয়না কিনতে রীতিমতো হাত পুড়ছে মধ্যবিত্তের। 

Latest Videos

বিশ্ববাজারে সোনার দামের উর্ধ্বমুখী পারদে এটুকু স্পষ্ট যে কলকাতাবাসীও সোনা কিনতে মোটেই স্বস্তি বোধ করছেন না। কলকাতাতেও এখন ভরপুর বিয়ের মরশুম আর তার মধ্যে সোনার দামের বাড়বাড়ন্ততে একেবারে নাকানি চোবানি খাচ্ছে আমক্রেতা। আজ ১৩ মার্চ রবিবার কলকাতায় সোনার দামের হালহকিকত কেমন দেখে নেওয়া যাক। আজ কলকাতাকে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেটে যথাক্রমে ২০০ টাকা ও ২২০ টাকা করে দাম বৃদ্ধি পেয়েছে। ফলে আজ কলকাতায় প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনালি ধাতুর দর গিয়ে পৌঁছেছে ৪৮ হাজার ৪০০ টাকা। অন্যদিকে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম হল ৫২ হাজার ৮০০ টাকা। একের পর এক বিয়ের মরশুম পাড়। কিন্তু সোনার দামের গতিপ্রকৃতি কোনওভাবেই সাধারণ মানুষকে স্বস্তি দিচ্ছে না। 

Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর