হিজলি স্টেশনে শুরু হল ইন্টারলকিং-এর কাজ, দক্ষিণ শাখায় একটানা ৬ দিন বন্ধ ব্যাহত দূরপাল্লার রেল পরিষেবা

৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি, একটানা ৬ দিন বন্ধ থাকবে দক্ষিণ শাখার দূরপাল্লার রেল পরিষেবা। চারদিন হিজলি স্টেশনে কাজ চলার জন্য মোট ২৪ টি ট্রেন বাতিল করা হয়েছে। ৩১ জানুয়ারি থেকেই  দক্ষিণ পূর্ব রেলে শুরু হচ্ছে ইন্টার লকিংয়ের কাজ। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই ইন্টার লকিংয়ের কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। 

Kasturi Kundu | Published : Jan 31, 2022 6:42 AM IST

৩১ জানুয়ারি সোমবার সপ্তাহের প্রথম দিন থেকেই রেল যাত্রীদের দুর্ভোগ। না, লোকাল ট্রেনের যাত্রীদের কথা বলা হচ্ছে না। সমস্যায় পড়বেন দূরপাল্লার ট্রেনের যাত্রীরা। কারণ ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি, একটানা ৬ দিন বন্ধ থাকবে (Train Cancelled) দক্ষিণ শাখার দূরপাল্লার রেল পরিষেবা। প্রসঙ্গত, চারদিন হিজলি স্টেশনে কাজ চলার জন্য মোট ২৪ টি ট্রেন বাতিল করা হয়েছে (Indian Railways)। ইস্ট-কোস্ট রেলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানুয়ারির শেষ আর ফেব্রুয়ারির শুরুতেই একসঙ্গে ২৪ টি ট্রেন বাতিল হওয়ায় দুর্ভোগের স্বীকার হবেন রেলযাত্রীরা। আজ থেকে অর্থাৎ ৩১ জানুয়ারি থেকেই  দক্ষিণ পূর্ব রেলে শুরু হচ্ছে ইন্টার লকিংয়ের কাজ (Interlocking)।  দুর্ঘটনা নিয়ন্ত্রণে এবং যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই ইন্টার লকিংয়ের কাজ (Interlocking)দ্রুত শেষ করার চেষ্টা চলছে। কাজ চলাকালীন ট্রেন চলাচল সম্ভব নয়। সেই জন্যই একসঙ্গে ২৪ টি ট্রেন বাতিল (24 Train cancelled) করতে হয়েছে ভারতীয় রেলওয়েকে (Indian Railway)। 

দক্ষিণ শাখায় রেলের ইন্টার লিঙ্কের কাজ করার জন্য যে দূরপাল্লার ট্রেনগুলো বাতিল করা হয়েছে তার মধ্যে অধিকাংশই পুরী ও দক্ষিণ ভারতগামী ট্রেন। একসঙ্গে এতগুলো ট্রেন বাতিলের ফলে যাত্রী দুর্ভোগ নিশ্চিত। অদিকে আবার যাত্রী সুরক্ষার কথাও মাথায় রাখতে হবে ভারতীয় রেলকে। তাই যাত্রী দুর্ভোগ হলেও রেল লাইনের কাজকেই স্বাভাবিকভাবে প্রাধান্য দিচ্ছে ভারতীয় রেল। আসুন দেখে নেওয়া দক্ষিণ শাখায় ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত কোন কোন ট্রেন বাতিল রয়েছে।  একনজরে দেখে নিন সেই তালিকা। 

আরও পড়ুন-রেলযাত্রী থেকে কর্মী, যাত্রী সুবিধার্থে রাত ১০ টার পর একাধিক বিধিনিষেধ আরোপ করল ভারতীয় রেল

আরও পড়ুন-EC Railway Train Regulation: ধানবাদ-গোমো লাইনে বাতিল তিনটি ট্রেন, অনেকগুলি চলবে ঘুরপথে

আরও পড়ুন-Train Cancellation: আজ প্রায় ৪০০-র উপরে ট্রেন বাতিল করল রেল, জানুন কোন কোন রাজ্য তালিকায় রয়েছে

১-৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে আপ ও ডাউন শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস। 

১-৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে আপ ও ডাউন হাওড়া-ভুবনেশ্বর জন শতাব্দী এক্সপ্রেস। 

১ ও ৩ ফেব্রুয়ারি বাতিল থাকবে আপ শালিমার-পুরী এক্সপ্রেস। 

 ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি বাতিল থাকবে ডাউন পুরী-শালিমার এক্সপ্রেস। 

১, ২ ও ৪ ফেব্রুয়ারি বাতিল থাকবে আপ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস। 

৩১ জানুয়ারি, ১ ও ৩ ফেব্রুয়ারি বাতিল ডাউন ফলকনুমা এক্সপ্রেস।
 
১-৪ ফেব্রুয়ারি বাতিল আপ শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস

৩১ জানুয়ারি- ৩ ফেব্রুয়ারি বাতিল ডাউন ইস্ট কোস্ট এক্সপ্রেস।

১ ও ৫ ফেব্রুয়ারি বাতিল থাকবে আপ হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস।

৩১ জানুয়ারি ও ৩ ফেব্রুয়ারি ডাউন যশবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস বাতিল। 

Share this article
click me!