কোটিপতি হওয়ার সুবর্ণ সুযোগ, সরকারি এই স্কিমে টাকা রাখলেই মিলবে দ্বিগুন রিটার্ন

  • ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াতে এই যোজনায় টাকা ইনভেস্ট করতে পারেন
  •  ১২৪ মাসে টাকা ইনভেস্ট করলে তা হবে  দ্বিগুণ 
  • গ্রাহকের বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে
  • ১২৪ মাসের ম্যাচিউরিটি পিরিয়ডে গ্রাহকরা টাকা তুলতে পারবেন

Asianet News Bangla | Published : Nov 1, 2020 7:47 AM IST

লকডাউনের জেরে সকলেই ঘরবন্দি। আর এই লকডাউন চলাকালীন  সাধারণ মানুষের  নগদ টাকা নিয়ে যেন কোন সমস্যা না হয়,  সেই কারণে একাধিক ব্যাঙ্কের তরফ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু তাই নয়,লকডাউনের বাজারে  টাকা দ্বিগুন করতে চান, তাহলে পোস্ট অফিসের এই স্কিমে টাকা রাখুন।  কিষাণ বিকাশ পত্র যোজনাতে টাকা ইনভেস্ট করা সবচেয়ে  ভাল অপশন।

 এই যোজনায় টাকা ইনভেস্ট করলে আপনার টাকা যেমন সুরক্ষিত থাকবে ঠিক তেমনই ভালও রিটার্নও পাওয়া যাবে। সূত্র থেকে জানা গেছে,  কিষাণ বিকাশ যোজনায়   টাকা জমালে দ্বিগুন টাকা পাবেন গ্রাহকেরা। ১২৪ মাসের ম্যাচিউরিটি পিরিয়ডে গ্রাহকরা টাকা তুলতে পারবেন। গ্রাহকরা এই যোজনায় নিজের অর্থ দ্বিগুন করতে ১০ বছর ও ৪ মাসের জন্য টাকা ইনভেস্ট করতে পাবেন।

 কিষাণ বিকাশ পত্র যোজনাতে টাকা ইনভেস্ট করতে হলে গ্রাহকের বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে। এর পাশাপশি শুধু সিঙ্গল অ্যাকাউন্ট নয়,জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে। কেভিপি-তে ১০০০, ৫০০০, ১০০০০, ৫০০০০ টাকার সার্টিফিকেট রয়েছে যা কেনা যেতে পারে। কেভিপি-তে আর্থিক বছর ২০২১-এর প্রথম ত্রৈমাসিকে সুদের হারের পরিমাণ ছিল ৬.৯ শতাংশ। অর্থাৎ ১২৪ মাসে এখানে টাকা ইনভেস্ট করে তা দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ কেউ যদি ১ লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে সে রির্টানে  ২ লক্ষ টাকা পাবেন।অর্থাৎ নিজের সেভিংস বাড়াতে এবং ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াতে এই যোজনায় টাকা ইনভেস্ট করতে পারেন। 

Share this article
click me!