Bank: যে কোনো ব্যাঙ্কে এই অ্যাকাউন্ট খুললেই মিলবে ১৫ লক্ষ টাকা

ন্যূনতম ডিপোজিট ২৫০ টাকা। ম্যাচিউরিটিতে মিলবে ১৫ লক্ষ টাকার বেশি। পোস্ট অফিস বা যে কোনো ব্যাঙ্কেই খোলা যাবে অ্যাকাউন্ট। 

রাজ্য সরকার থেকে কেন্দ্রীয় সরকার সকলেই দেশের মহিলাদের ভবিষ্যতের কথা মাথায় নানান প্রকল্প চালু করেছে। মহিলাদের সুরক্ষার্থে কেন্দ্রীয় সরকার যে উদ্যোগগুলি নিয়েছিল তার মধ্যে অন্যতম 'সুকন্যা সমৃদ্ধি যোজনা'। দেশের যে কোনো কন্যা সন্তানের বাবা- মা তাদের কন্যা সন্তানের জন্য এই যোজনার অধীনে একটি অ্যাকাউন্ট খুলতে পারে। এই অ্যাকাউন্ট খুলে রাখলে তা ভবিষ্যতে মেয়েদের পড়াশুনা হোক অন্য কোনো কাজ যে কোনো ক্ষেত্রেই সুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটি পরিবার সর্বাধিক তাদের দুই কন্যা সন্তানের জন্য দুটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। ভারতবর্ষের যে কোনও ব্যাঙ্কে বা পোস্ট অফিসে এই অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে। সামান্য ডিপোজিট ভ্যালু থেকে ম্যাচিউরিটি ভ্যালু হতে পারে ১,৫০,০০০ টাকা। 

Latest Videos

আরও পড়ুন- Viral Video: খালি বিমানে কোমর দুলিয়ে ভাইরাল এয়ারহোস্টেস, নেটিজেনদের মুগ্ধ করা সুন্দরীকে চিনে নিন

জেনে নিন কত টাকা ডিপোজিট করলে মিলতে পারে কী কী সুবিধা?

আরও পড়ুন- কর্ম সংস্থানের কথা মাথায় রেখে আয়ুশ কলেজের সংখ্যা বাড়াতে জোর, অর্থ সাহায্য বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রের

* কত টাকা ডিপোজিট করতে হবে ?

সুকন্যা সমৃদ্ধি যোজনায় ন্যূনতম ডিপোজিট ভ্যালু ২৫০ টাকা। বছরে অধিকতম ১,৫০,০০০ টাকা জমা করা যেতে পারে এই অ্যাকাউন্টে ৷

* সুদ মিলবে কত টাকা?

বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৭.৬ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে ৷ শুধু তাই নয় এই যোজনায় ইনভেস্ট করলে আয়কর ছাড় ও পাওয়া যায় ৷

* অ্যাকাউন্ট কোথায় খুলবেন?

যে কোনও পোস্ট অফিস বা ব্যাঙ্কের শাখায় গিয়ে খুলতে পারবেন সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট। 

* অ্যাকাউন্ট খুলতে লাগবে কী কী ডকুমেন্টস?

এই যোজনায় অ্যাকাউন্ট খোলার জন্য ফর্মের সঙ্গে জমা দিতে হবে ব্যক্তিগত ডকুমেন্টস। যেমন ফর্মের সঙ্গে মেয়ের জন্মের পরিচয়পত্র (বার্থ সার্টিফিকেট ) জমা দেওয়া বাধ্যতামূলক।  সেইসঙ্গে বাবা-মায়ের পরিচয় পত্র অর্থাৎ প্যান কার্ড বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট জমা দিতে হবে। ঠিকানার প্রমাণ পত্র হিসাবে পাসপোর্ট/ রেশন কার্ড/ বিদ্যুতের বিল/ টেলিফোন বিল/ জলের বিল জমা দিতে হবে। 

* কীভাবে ম্যাচিউরিটিতে মিলবে ১৫ লক্ষ টাকা?

এই স্কিমে প্রতি মাসে কেউ যদি ৩০০০ টাকা করে জমা করেন তাহলে বছরে হয় ৩৬০০০ টাকা। ১৪ বছরে ৭.৬ শতাংশ ইন্টারেস্ট ভ্যালু অনুসারে তা গিয়ে দাঁড়ায় ৯,১১,৫৭৪ টাকায়। ২১ বছরের মাথায় অর্থাৎ ম্যাচিউরিটিতে এই টাকাই গিয়ে দাঁড়াবে প্রায় ১৫,২২,২২১ টাকায়। 

আরও পড়ুন- সঙ্গমেই সমাধান! নাক বন্ধের সমস্যা থেকে মুক্তি উপায় সঙ্গম

তবে প্রত্যেক বছর ন্যূনতম ২৫০ টাকা জমা করা বাধ্যতামূলক। নাহলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। এরপর যে বছর টাকা জমা দেবেন না সেই বছরের ২৫০ টাকা এবং ৫০ টাকা পেনাল্টি চার্জ দিয়ে ফের অ্যাকাউন্ট খোলা যেতে পারে। 

আরও দেখুন-রাজ কুন্দ্রা নেই সঙ্গে, স্বামীকে ছাড়াই গণপতি আরাধনা শিল্পার

Heavy Rain fall  forecast  in kolkata and South Bengal due to deep depression on 12 September RTB

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury